স্বপ্ন আলয়-Shopno Aloy

স্বপ্ন আলয়-Shopno Aloy ছেলে-মেয়েদের নিত্যনতুন দেশি-বিদেশি পোশাক ও জুয়েলারি নিয়ে আমাদের ছোট্ট অনলাইন বিজনেস।
সকলকে স্বাগতম🌻

এই টানা দুল গুলোর চাহিদা এখন এত্তো বেশি🫠বিয়ে শাদির সিজন বলে কথা একটু তো গর্জিয়াস লুক হতেই হবে🔥🔥স্বপ্ন আলয়-Shopno Aloy এ ...
06/07/2025

এই টানা দুল গুলোর চাহিদা এখন এত্তো বেশি🫠
বিয়ে শাদির সিজন বলে কথা একটু তো গর্জিয়াস লুক হতেই হবে🔥🔥

স্বপ্ন আলয়-Shopno Aloy এ পেয়ে যাবেন আপনার পছন্দের পণ্য টি❤️

#স্বপ্ন_আলয়_shopno_aloy

The girl in the middle was about to be r”aped by a cr,iminal named Sohel.As she sc’reamed for help, her father ran to pr...
04/07/2025

The girl in the middle was about to be r”aped by a cr,iminal named Sohel.

As she sc’reamed for help, her father ran to protect her but Sohel b’eat him b’rutally, l’eaving him b’leeding and h’elpless.

While others looked away, the h’ijra community stepped in, r’escued the girl, and b’ravely c’aught Sohel, handing him over to the p’olice.

This is what real humanity looks like.
No labels, just courage.
Salute to the brave hearts who stood up when it mattered most.

** When the so-called men of this society act like cowards and trample upon humanity, it is the neglected and marginalized people who rise in fierce form to protect the dignity of motherhood.**

মাঝের মেয়েটিকে ধর্ষণ করতে যাচ্ছিল এক অপরাধী, নাম ছিল সোহেল।

মেয়েটি যখন সাহায্যের জন্য চিৎকার করছিল, তখন তার বাবা দৌড়ে এসে তাকে বাঁচাতে যান। কিন্তু সোহেল তাকে নির্মমভাবে মারধর করে, রক্তাক্ত ও অসহায় করে ফেলে।

যখন অন্যরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখন হিজড়া সম্প্রদায়ের মানুষজন এগিয়ে আসে। তারা মেয়েটিকে উদ্ধার করে এবং সাহসিকতার সাথে সোহেলকে ধরে পুলিশে সোপর্দ করে।

এটাই হলো প্রকৃত মানবতা। কোনো পরিচয়ের দরকার নেই, শুধু সাহসই যথেষ্ট। সালাম সেই সাহসী হৃদয়দের, যারা ঠিক সময়ে পাশে দাঁড়িয়েছে।

এই সমাজের তথাকথিত পুরুষরাই যখন কাপুরুষের মতো আচরণ করে মনুষ্যত্বকে পদদলিত করতে ব্যস্ত, তখন সমাজের অবহেলিত, উপেক্ষিত মানুষগুলোই রুদ্র রূপ ধারণ করে মাতৃত্বের সম্ভ্রম রক্ষায় ব্যস্ত।

সংগ্রহীত 🌸

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সা...
01/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যাত্রী ছাউনির কোণে থেমে ছিল একটি রিকশা। অনেকেই ভেবেছিলেন হয়তো চালক একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিনের ক্লান্তি তো আর কম নয়!

একজন পথচারী বিকেলে দেখেছিলেন তাকে ঘুমন্ত অবস্থায়। কয়েক ঘণ্টা পর আবার যখন ঐ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনো একইভাবে বসে আছেন তিনি। কিন্তু এবার মনটা কেমন যেন কেঁপে উঠল। গায়ের ওপর হাত রাখতেই বুঝলেন ঘুমিয়ে নেই তিনি। ফিরে গেছেন না-ফেরার দেশে।

রিকশার উপরেই মৃত্যু হয়েছিল তার। নীরবে, একা। হয়তো স্ট্রোক করেই শেষ নিঃশ্বাসটা ফেলেছিলেন। কোনো শব্দ নেই, কোনো আর্তনাদ নেই শুধু একটুকরো নিঃশব্দ বিদায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এসে মরদেহের দায়িত্ব নিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

মানুষের জীবন কতটা অস্থায়ী, কতটা অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে চিরবিশ্রামের দেশে পাঠিয়ে দিল।

দয়া করে এই পোস্টটি শেয়ার করুন, হয়তো তার স্বজনের কাছে খবর পৌঁছে যাবে…

কি জীবন তাই না???????? মুহূর্তেই শেষ!!!!!!!

#স্বপ্ন_আলয়_shopno_aloy

বিয়ে বাড়ি বা ফ্যামিলি প্রোগ্রাম একটু সাজগোজ তো করা লাগেই।স্বর্ণের পরিবর্তে যদি অন্য কিছু দিয়েও স্বর্ণের মতো সুন্দর করে স...
01/07/2025

বিয়ে বাড়ি বা ফ্যামিলি প্রোগ্রাম একটু সাজগোজ তো করা লাগেই।
স্বর্ণের পরিবর্তে যদি অন্য কিছু দিয়েও স্বর্ণের মতো সুন্দর করে সাজ হয় তাতে তো ক্ষতি নেই।

#স্বপ্ন_আলয়_shopno_aloy স্বপ্ন আলয়-Shopno Aloy

না, না শুধু সেই নারী আজ বিবস্ত্র হয় নাই হয়েছে পুরো দেশ‼️নারী জাতিকে নাকি মায়ের সমতূল্য মনে করা হয়❓❓❓তবে কিভাবে তাদের চিল...
29/06/2025

না, না শুধু সেই নারী আজ বিবস্ত্র হয় নাই হয়েছে পুরো দেশ‼️

নারী জাতিকে নাকি মায়ের সমতূল্য মনে করা হয়❓❓❓
তবে কিভাবে তাদের চিল শকুনের মতো ছিড়েখুঁড়ে শেষ করে দিচ্ছে এই নরপিশাচরা‼️

আহারে দেশ ‼️ আহা দেশ‼️

যেই দেশের মাটিতে একটা নারীকে উ*ল*ঙ্গ করে তাঁকে নিয়ে উল্লাস চলে সেখানে পাপের ঘড়া পরিপূর্ণ❗

আর বিচারের কথা, সেটা হয়ে নাকি এই দেশে ❓❓❓

#মুরাদনগর #কুমিল্লা #স্বপ্ন_আলয়_shopno_aloy

ছবি সংগ্রহীত

Shout out to my newest followers! Excited to have you onboard! Ratna Roy, Priyota Priya, Asraful Pk, Chumki Sharma, Chan...
28/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ratna Roy, Priyota Priya, Asraful Pk, Chumki Sharma, Chandrima Chakrobortty, Sumona Saha, Dß Dìpß, Sh*thi Das, Banani Debnath, Raj Ali Raj Ali, Jharna Debi

কি দারুণ না ❓❓❓❓❓কোন কালার টা বেশি সুন্দর❓❓❓   #স্বপ্ন_আলয়_shopno_aloy         স্বপ্ন আলয়-Shopno Aloy ❤️❤️❤️
27/06/2025

কি দারুণ না ❓❓❓❓❓

কোন কালার টা বেশি সুন্দর❓❓❓

#স্বপ্ন_আলয়_shopno_aloy স্বপ্ন আলয়-Shopno Aloy ❤️❤️❤️

মাসিক ‼️প্রথম পিরিয়ডেই হা*রি*য়ে গেল একটি জীবন — কে নেবে এই দায়?কুমারী একটি মেয়ে, বয়স মাত্র তেরো কিংবা চৌদ্দ। জীবনের প্রথ...
25/06/2025

মাসিক ‼️

প্রথম পিরিয়ডেই হা*রি*য়ে গেল একটি জীবন — কে নেবে এই দায়?

কুমারী একটি মেয়ে, বয়স মাত্র তেরো কিংবা চৌদ্দ। জীবনের প্রথম পিরি*য়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়ছিল ধীরে ধীরে। জ্বর, পেটে ব্যথা, অবিরাম র*ক্ত*পাত—সব মিলিয়ে সে প্রায় দশ দিন ধরে বিছানায় পড়ে ছিল। পরিবারের লোকজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। ভাবছিল, "মেয়েদের এমন তো হয়ই!"

কিন্তু অবস্থার অ*বন*তি ঘটতেই শুরু হয় দু*শ্চিন্তা। একসময় এমন জায়গায় গিয়ে পৌঁছায়, যখন আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে মেয়েটিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানালেন—মেয়েটি মা*রা*ত্ম*ক র*ক্ত*শূন্যতায় ভুগছে। জরুরি ভিত্তিতে রক্ত দরকার, তার ব্লাড গ্রুপ AB+।

রক্ত জোগাড় করে রাত ১টার দিকে তাকে রক্ত দেওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার শরীর সেই রক্ত নিতে পারেনি। কারণ, সেই ছোট্ট মেয়েটি এরই মধ্যে নিঃশব্দে প্রা*ণ হারিয়েছে—রক্তশূন্যতার কারণে।

ঘটনাটি সুন্দরবনের একেবারে কোলঘেঁষা, প্রত্যন্ত একটি গ্রামের। মেয়েটির বাড়ি থেকে জঙ্গল মাত্র ২০ গজ দূরে, মাঝখানে শুধু একটি নদী। পল্লিবিদ্যুৎ এসেছে মাত্র চার বছর আগে। এখনো নেই পাকা রাস্তা, নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

এই অঞ্চলে ‘মা*সি*ক’ শব্দটি এখনো উচ্চারণযোগ্য নয়। এটি যেন এক অ*পবিত্র, ল*জ্জাজ*নক, নি*ষিদ্ধ কোনো ঘটনা। এখানকার মেয়েরা এখনো পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাডের পরিবর্তে ব্যবহার করে নোংরা, বারবার ব্যবহৃত ন্যাকড়া। স্বাস্থ্য সচেতনতার অভাব এতটাই, যে একজন কিশোরী পিরিয়ডের সময় অবিরাম র*ক্তপা*তেও সাহায্য চাইতে পারেনি।

হয়তো অনেকে বলবেন, পরিবারের দোষ। তারা কেন বুঝল না? কেন গুরুত্ব দিল না? তাদেরও যদি জিজ্ঞেস করা হয়, উত্তর আসবে—তারা জানেই না এসব ব্যাপার। এই অঞ্চলে শিক্ষার হার বলতে গেলে ২ শতাংশেরও কম। এখানকার মহিলারা আধুনিকতা বা শহরের সুযোগ-সুবিধা দেখেছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায়।

আমরা আজ ২০২৫ সালে বাস করছি—যেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে, নারীরা মহাকাশে যাচ্ছে, প্রযুক্তি পৌঁছে গেছে আঙুলের ডগায়। অথচ এমন এক সময়ে, এমন উন্নত বিশ্বের পাশে—একটি কিশোরী মা*রা যায় শুধুমাত্র পিরিয়ডের সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে।

পিরিয়ড কোনো অভিশাপ নয়। এটি একটি মেয়ের জীবনের এক গৌরবময় সূচনা—নারীত্বের পথে প্রথম পদক্ষেপ। কিন্তু আমাদের সমাজের বহু জায়গায় এখনো এটি ল*জ্জা, সংকোচ ও অজ্ঞতার কারণে ধামাচাপা পড়ে থাকে।

মেয়েটির মৃ*ত্যু হয়তো ভাগ্য বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বাস্তবে এটি আমাদের সমাজ, শিক্ষাব্যবস্থা এবং সচেতনতার মারাত্মক ব্যর্থতা।

যদি আমরা এখনই সচেতন না হই, যদি মা-বাবারা সন্তানদের প্রাথমিক শারীরিক ও প্রজনন শিক্ষা না দেন, যদি স্কুলগুলোতে যৌন ও স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব না দেওয়া হয়—তবে এমন মৃ*ত্যু আরও ঘটবে।

এ মৃ*ত্যু কেবল একটি মেয়ের নয়, এটি আমাদের সবার—সমাজের, অবহেলার, অজ্ঞতার।

আজই সময় এসেছে ‘পিরিয়ড’ শব্দটিকে সম্মানিত করার। মেয়েরা প্রতিনিয়ত যন্ত্র*ণা সহ্য করে, র*ক্ত দিয়ে, কষ্টে থেকেও জীবন এগিয়ে নিয়ে যায়। তাদের প্রতি সম্মান জানিয়ে—এই মৃ*ত্যু যেন আর কোনো মেয়ের জীবনের শেষ অধ্যায় না হয়।

(খালিদ বিন মোজাহিদ)

ঋতুস্রাব কোন রোগ নয়। এটা অতি প্রয়োজনীয় একটা প্রক্রিয়া। একটা মেয়ে গর্ভধারণ করার ক্ষমতা অর্জন করতে পারে যার মাধ্যমে সেটা খারাপ হয় কি করে❓

এখনো আমাদের সমাজে পিরিয়ড কে ট্যাবু করে চলে। এটা কোন পাপ নয়। একটা মেয়ে কে নারীত্বের রুপ দেয় এটি।

এসময় তার যত্ন নিন।

#স্বপ্ন_আলয়_shopno_aloy

Shout out to my newest followers! Excited to have you onboard!Ratna Roy, Priyota Priya, Asraful Pk, Chumki Sharma, Chand...
25/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard!

Ratna Roy, Priyota Priya, Asraful Pk, Chumki Sharma, Chandrima Chakrobortty, Sumona Saha, Dß Dìpß, Sh*thi Das, Banani Debnath, Jharna Debi

আজকের এই সুন্দরীরা পৌঁছে গেছে আরেক সুন্দর মানুষের কাছে 🥰  #স্বপ্ন_আলয়_shopno_aloy         স্বপ্ন আলয়-Shopno Aloy
24/06/2025

আজকের এই সুন্দরীরা পৌঁছে গেছে আরেক সুন্দর মানুষের কাছে 🥰
#স্বপ্ন_আলয়_shopno_aloy স্বপ্ন আলয়-Shopno Aloy

Address

ফুদকীপাড়া, ঘোড়ামাড়া, বোয়ালিয়া
রাজশাহী
৬১০০

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন আলয়-Shopno Aloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share