Rajshahi Pressclub রাজশাহী প্রেসক্লাব

Rajshahi Pressclub রাজশাহী প্রেসক্লাব রাজশাহী প্রেসক্লাব
স্থাপিত: ১৯৫৪

08/01/2023
31/10/2021

রেলগেটের ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের উদ্বেগ
সংবাদ বিজ্ঞপ্তি: রেলগেটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাজশাহী প্রেসক্লাব। রবিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে বলেন, রেলগেট এলাকায় দেশের শীর্ষস্থানীয় দৈনিকের সাংবাদিকদের উপর হামলা এবং নবীন সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে মুখোমুখি অবস্থানকে ঘিরে সৃষ্ট ঘটনায় মূলধারার সাংবাদিকরা বিব্রত। সভা-সমাবেশ, মিছিল-মানববন্ধন স্বাধীন দেশের সাংবিধানিক অধিকার। সংবিধানের ৩৭ ও ৩৮ অনুচ্ছেদে এ অধিকার দেয়া আছে। গনতান্ত্রিক দেশে সাংবাদিকরা এসব করতে পারেন। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সাংবাদিক রফিকুল ইসলাম রফিকসহ কয়েকজনের যেভাবে হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়, নাক্কারজনক। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও জড়িতদের শাস্তি দাবি করছি।
হামলার শিকার রফিকুল ইসলাম রফিক সাংবাদিক হিসেবে পরিচিত মুখ। কি কারণে তার ওপর হামলা চালানো হলো? কি কারণে তিনি মুখোমুখি অবস্থানে গেলেন? কি কারণে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার মতো পরিস্থিতির উদ্ভব ঘটলো, কেন তিনি সেখানে উপস্থিত হলেন এসব প্রশ্ন এখনো অমীমাংসিত। এসবের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন।
একই সাথে যারা সংগঠনের নেতৃত্ব দিবেন তাদের অবশ্যই সহনশীল আচারণের অধিকারী হতে হবে। নাহলে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হয়। পদ ও সংগঠনেরও গরিমা আঘাতপ্রাপ্ত হয়। এ ধরণের অনাকাঙ্খিত ঘটনার যাতে পূণরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি করে কর্মসূচি পালন কাম্য নয়।

বার্তাপ্রেরক
সাইদুর রহমান
সভাপতি
রাজশাহী প্রেসক্লাব
০১৭১১-৩০১৬১৩
৩১ অক্টোবর, ২০২১

ভেঙে পড়েছে রাজশাহী প্রেসক্লাবভবন, প্রাণে বাঁচলেন সভাপতিপ্রেস বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২১|| ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী রাজশাহী প...
12/10/2021

ভেঙে পড়েছে রাজশাহী প্রেসক্লাব
ভবন, প্রাণে বাঁচলেন সভাপতি
প্রেস বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২১|| ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ভবন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৫টা ৫৫ মিনিটে আকস্মাৎ ভেঙে পড়ে ভবনটির সামনের অংশ। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ভাষাসৈনিক পরিবারের সদস্য ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান।

জানা গেছে, দেশের দ্বিতীয় পুরাতন প্রেসক্লাব রাজশাহী প্রেসক্লাব। ১৯৫৩ সালে জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠার পরের বছরই ১৯৫৪ সালে এ প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এটি অবস্থিত। এ প্রেসক্লাবের ভবনটি রাজশাহী জোন গণপূর্ত বিভাগ-১ এর আওতাধীন। যেটি নির্মাণ করা হয় ১৯৪৫ সালে। তবে দীর্ঘদিন ধরে ওই গণপূর্ত বিভাগের নিয়মকানুন মেনে সবকিছু পরিশোধ করা হয়। কিন্তু প্রয়োজন অনুসারে কোনো সংস্কার কাজ করা হয়নি। যে কারনে অনেকদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে সবশেষ মঙ্গলবার ভেঙে পড়ে ভবনটির সামনের অংশ।

ভেঙে পড়ার সময় ভবনের ভেতরেই ছিলেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। পরে কোনোমতে বাইরে বেরিয়ে আসেন এবং সহকর্মীদের বিষয়টি জানান। খবর পেয়ে তৎক্ষণাৎ প্রেসক্লাবে ছুটে আসেন সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, অন্যতম সদস্য আমানুল্লাহ আমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা প্রেসক্লাব চত্বরে আসেন। এসময় তারা বিপজ্জনক চিহ্নিত করেন প্রেসক্লাব চত্বরকে।

এ বিষয়ে ভাষাসৈনিক পরিবারের অন্যতম সদস্য ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, প্রেসক্লাব অফিসের দুটি কক্ষ। একটি মিলনায়তন, যেটি ভেতরের দিকে। অপরটি অতিথি কক্ষ, যেটি বাইরের দিকে। কক্ষ দুটি ছাড়াও বারান্দা রয়েছে সামনের অংশে।
তিনি বলেন, করোনাকালীন সময়ে প্রেসক্লাবের ভেতরেই থাকতাম। এদিন ভেতরের অংশে মিলনায়তন কক্ষে ছিলাম। সকালবেলা আকস্মাৎ জোরে শব্দ হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বারান্দার সামনে অংশটুকু। এ ঘটনার পর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির ও জেলা প্রশাসক আব্দুল জলিল ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

24/05/2021

Five get BJWT financial support in Rajshahi 112 RAJSHAHI, May 24, 2021 (BSS) – Family-members of two late journalists and three other insolvent journalists received financial support from the Bangladesh Journalists welfare Trust (BJWT) here today. The District Administration organised the check-di...

24/05/2021

রাজশাহীঃ কর্মরত অস্বচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্.....

24/05/2021

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কর্মরত অস্বচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক ও মৃত সাংবাদিকদের পরিবারের মাঝে বাং...

08/05/2021

সাংবাদিক আমজাদ হোসেন শিমুলের চাচার
মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রেসবিজ্ঞপ্তি ০৮ মে ২০২১॥ রাজশাহী প্রেসক্লাবের লাইাব্রেরী সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলের চাচা মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গাইবান্ধা জেলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ.......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২বছর।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বার্তাপ্রেরক--
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব
রাজশাহী।
০১৭১৪-২৪৪৭৮৯

সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ইফতার বিতরণ...০৫.০৫.২০২১ইং
08/05/2021

সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ইফতার বিতরণ...০৫.০৫.২০২১ইং

মরণোত্তর সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোয় রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন-কৃতজ্ঞতা প্রকাশ  প্রেসবিজ্ঞপ্তি ০৫ মে ২০২১॥ রাজশা...
05/05/2021

মরণোত্তর সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোয়
রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন-কৃতজ্ঞতা প্রকাশ
প্রেসবিজ্ঞপ্তি ০৫ মে ২০২১॥ রাজশাহীর দুইজন প্রয়াত গুণী সাংবাদিক বুলবুল চৌধুরী ও তবিবুর রহমান মাসুমের পরিবারের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মরণোত্তর তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকার আর্থিক বরাদ্দ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালালকে রাজশাহী প্রেসক্লাব অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই দুই প্রয়াত সাংবাদিক পরিবারের পাশে কেউ না দাঁড়ানোয় রাজশাহী প্রেসক্লাব সভাপতি/সম্পাদক উদ্যোগী হয়ে কল্যাণ ট্রাস্টে আবেদন প্রেরণ করেন। এরআগে ২০১৯-২০২০ অর্থবছরে রাজশাহী প্রেসক্লাবের সুপারিশের প্রেক্ষিতে দুইজন সাংবাদিক পরিবারকে (খবরপত্রের হুমায়ুন কবীরকে চিকিৎসা ও প্রয়াত সাইদুর রহমান নাজু পরিবারকে মরণোত্তর) দুই লক্ষ করে চার লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছিলো। এছাড়া ক্রীড়া সাংবাদিক জিএম হাসান-ই-সালাম বাবুলের চিকিৎসার জন্য কল্যাণ ট্রাস্ট থেকে এক লক্ষ টাকা ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুই লক্ষ টাকার অনুদানের ব্যবস্থা করা হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার মতো সাংবাদিকবান্ধব রাষ্ট্রপ্রধান। সাংবাদিকের কল্যাণের কথা চিন্তা করে তিনি সার্বজনীন ফান্ড গঠন করেন। কিন্তু একসময় ফান্ডটি সাংবাদিকের কল্যাণে ব্যবহার হওয়ার পরিবর্তে মুষ্ঠিমেয় কতগুলো ব্যক্তি শুধু সুবিধা গ্রহণ করতেন, স্বচ্ছতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। তবে সজ্জ্বন ব্যক্তি, ডাকসুর সাবেক নেতা একুশে পদকে ভূষিত সাংবাদিক পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পর থেকে স্বচ্ছতার সাথে সাংবাদিকদের প্রয়োজনে যেন ফান্ডটি ব্যবহৃত হয় সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। যার সুফল রাজধানীর বাইরে বিভাগীয় ও জেলা শহরের সাংবাদিকরা পাচ্ছেন।
প্রয়াত সাংবাদিক বুলবুল চৌধুরী প্রায় ৪ বছর আগে মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ভারত থেকে ওপেনহার্ট সার্জারী করে নিজ বাড়িতে বিশ্রামে ছিলেন, পাশাপাশি ব্যবসায়িক কাজে জড়িত ছিলেন। কিন্তু তাঁর মৃত্যুতে পরিবারটি আর্থিক সংকটের ভেতর পড়ে। তাঁর পরিবারটির কেউ খোঁজখবর রাখেন নি। রাজশাহী প্রেসক্লাব জানতে পেরে পরিবারটির জন্য মরণোত্তর আর্থিক সহায়তার আবেদন ট্রাস্টে প্রেরণ করে। একইভাবে প্রয়াত সাংবাদিক তবিবুর রহমান মাসুমের মৃত্যুজনিত কারণে তাঁর পরিবার আর্থিক সংকটে পড়লেও কেউ এগিয়ে আসেনি। তাঁর সহধর্মিণীর অনুরোধ জানালে রাজশাহী প্রেসক্লাব সুপারিশসহ আবেদনটি কল্যাণ ট্রাস্টে প্রেরণ করেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে রাজশাহীর দুই প্রয়াত সাংবাদিক পরিবারকে মরণোত্তর তিন লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকার আর্থিক বরাদ্দ দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ এবং বিএফইউজে সভাপতি মোল্লা জালালকে রাজশাহী প্রেসক্লাব আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বার্তাপ্রেরক--
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব
রাজশাহী।
০১৭১৪-২৪৪৭৮৯

20/04/2021

লকডাউনে গরীব-অসহায় মানুষদের
পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান
প্রেসবিজ্ঞপ্তি ২০ এপ্রিল ২০২১॥ শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর অর্থনীতি-সামাজ কাঠামো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কেন্দ্র করে গড়ে উঠেছে। করোনা মহামারীর আগ্রাসী থাবায় বিশ্ব আজ থমকে পড়েছে। তবে বাংলাদেশের আন্দোলন, সংগ্রাম ও অর্জনের এই নগরী আজ সবচেয়ে বেশি ভুক্তভোগী। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ধাক্কা না সামলাতেই দ্বিতীয় দফার কঠোর লগডাউনে নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। অথচ নেই তেমন অর্থে কোনো সরকারী কিংবা বেসরকারী সহযোগিতা। এমতাবস্থায় মানবিক বিপর্যয় ঠেকাতে গরীব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও অরাজনৈতিক সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই”।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক বিবৃতিতে বলেন, অত্র অঞ্চলের দূরদর্শী নেতা শিক্ষানূরাগী জননেতা মাদার বখশ্ মন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যখান করে ২২ জন এম.এল,এ-কে সাথে নিয়ে বিশেষ সভায় স্বতন্ত্র প্রদেশ গঠনের হুশিয়ারি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মেডিকেল স্কুলও (বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল) তাঁর প্রতিষ্ঠা। এরপর অনেক সময় পেরিয়েছে এখনো রাজশাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই করোনা সংকটকালে রাজশাহী আজ সবচেয়ে ক্ষতিগ্রস্থ। এই অঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে বিশেষ বরাদ্দ ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। চলমান সংকট মোকাবেলায় গরীব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। অন্যথায় সকলক্ষেত্রে ব্যাপক বিপর্যয় দেখা দিবে। সেসময় শত চেষ্টায় ঘুরে দাঁড়ানো সম্ভব হবেনা। একটু মানবিক উদ্যোগ এই সংকট থেকে দেশবাসীকে বাঁচাতে পারে।
প্রসঙ্গত, রাজশাহী প্রেসক্লাব, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই, ধূমকেতু, মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ারসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন তাদের সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত বছর প্রথম দফার করোনাকালে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় ৭৫০টি পরিবারের মধ্যে খাদ্য সরবরাহ করেছিলো রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

বার্তাপ্রেরক--
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব
রাজশাহী।
০১৭১৪-২৪৪৭৮৯

01/04/2021

রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ বীরেন্দ্রনাথ সরকার এবং তৎকালীন রাজশাহী পৌরসভার ভাইস চেয়ারম্যান .....

ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শ্রদ্ধা নিবেদন....৩১.০৩.২১ইং
31/03/2021

ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শ্রদ্ধা নিবেদন....৩১.০৩.২১ইং

মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলেররোগ মুক্তি কামনা করেছে রাজশাহী প্রেসক্লাবপ্রেসবিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২০॥ জননেতা আতাউর রহমা...
28/07/2020

মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের
রোগ মুক্তি কামনা করেছে রাজশাহী প্রেসক্লাব
প্রেসবিজ্ঞপ্তি ২৮ জুলাই ২০২০॥ জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের আশু রোগ মুক্তি কামনা করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের আশু রোগ মুক্তি কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতি পরিষদ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সাথে দেখা করে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাদুল হক দুখু, কোষাধক্ষ্য কাজী তংকু, সদস্য শরীফ উদ্দিন, ইকবাল হাসান টাইগার, আরিফ হোসেন, আল আমিন, মো. হানিফ প্রমুখ।

বার্তাপ্রেরক-
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব,
রাজশাহী
ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

জাতীয় প্রেসক্লাব সম্পাদকের রত্মগর্ভা মা জাহানারা হোসেনের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশপ্রেসবিজ্ঞপ্তি ০৪ জুন ২...
04/06/2020

জাতীয় প্রেসক্লাব সম্পাদকের রত্মগর্ভা মা জাহানারা
হোসেনের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রেসবিজ্ঞপ্তি ০৪ জুন ২০২০॥ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেনের (৭৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। বুধবার রাত ১২টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কর্মজীবনে সফল ও উচ্চ শিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভা মায়ের স্বীকৃতি পেয়েছিলেন।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘রত্মগর্ভা মা জাহানারা হোসেন গণমাধ্যম পরিবারের আপন মানুষ ছিলেন। তাঁর পরিবারটি সংবাদপত্রের বিকাশে ও সাংবাদিকদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ, মরণোত্তর জীবনের শান্তি কামনা করছি। সকলের কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করছি।’

বার্তাপ্রেরক-----
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব,
রাজশাহী।

নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চুর মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশপ্রেসবিজ্ঞপ্তি ০৪ জুন...
04/06/2020

নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক মোলাজ্জেম
হোসেন সাচ্চুর মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রেসবিজ্ঞপ্তি ০৪ জুন ২০২০॥ রাজশাহীর দৈনিক নতুন প্রভাত পত্রিকার সাবেক সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চুর (৭৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে উপশহরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মোলাজ্জেম হোসেন সাচ্চু ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে তিনি ইংরেজি পত্রিকা মর্নিং নিউজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘বর্ণাঢ্য কর্মময় জীবনে মোলাজ্জেম হোসেন বাচ্চু স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি উচ্চ শিক্ষিত ও উন্নত চিন্তার মানুষ ছিলেন। সর্বশেষ দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাজ্ঞাপন করছি।’

বার্তাপ্রেরক-----
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব,
রাজশাহী।

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানেরমৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশপ্রেসবিজ্ঞপ্তি ১৪ মে ২০২০॥ দেশ বরেণ্য শিক্ষাবিদ, ...
14/05/2020

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের
মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ
প্রেসবিজ্ঞপ্তি ১৪ মে ২০২০॥ দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে-সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক শোক বার্তায় বলেন, ‘জ্ঞানের বাতিঘর ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান আমাদের জাতীয় জীবনে সম্পদ ছিলেন। জ্ঞানের সাধনায় তিনি রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করতে পেরেছিলেন। ভারত সরকার তাঁকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। যারা তাঁর সরাসরি ছাত্র নন, তারাও তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করতেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে সর্বজনীন শিক্ষক। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। শুধু জ্ঞানের জগৎ নয়, সামাজিক দ্বায়বদ্ধতার জায়গায়ও ছিলেন সমানভাবে দীপ্তমান। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে সবক্ষেত্রে ছিলো তাঁর সক্রিয় অংশগ্রহণ। ড. কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের তিনি একজন অন্যতম সদস্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে বাংলা ভাষ্যরূপ দেখি সেটিরও রচয়িতা তিনি। যা তাঁকে ইতিহাসে স্থায়ী আসন দান করেছে। তাঁর মৃত্যুতে জাতীয় জীবনে যে শুন্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর অসামান্য অবদান জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

বার্তাপ্রেরক-----
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব,
রাজশাহী।

রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক বনভোজনপ্রেসবিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২০॥ রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে...
08/03/2020

রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন
প্রেসবিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২০॥ রাজশাহী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর উপকণ্ঠ সিলিন্দা এলাকার চৈতীর বাগানে এই বনভোজনের আয়োজন করা হয়েছে।
বনভোজনে রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, গোলাম সারওয়ার, সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহ-সভাপতি আবু সালে মো ফাত্তাহ, যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক এসএম আতিক, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, রাশেদ রিপন, জামাল উদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের সহযোগী সদস্য শিক্ষা স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, ভোরের কাগজের ফটোসাংবাদিক রফিকুজ্জামান রানা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আসাদুল হক দুখু, প্রেসক্লাবের অফিস স্টাফ জামিল হোসেন জনি ও আশিকুল ইসলাম হানিফ প্রমুখ অংশ নেন।

বার্তাপ্রেরক-
আসলাম-উদ-দৌলা
সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব
০১৭১৪-২৪৪৭৮৯

Address

সাহেব বাজার জিরোপয়েন্ট
রাজশাহী
6100

Telephone

0721772064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Pressclub রাজশাহী প্রেসক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share