MD Mohibbullah

MD Mohibbullah Assalamu alaikum

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃوَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡئࣰا'নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কো...
16/10/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡئࣰا

'নিশ্চয় অনুমান সত্যের মোকাবিলায় কোনই কাজে আসে না।'

ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:'মর্যাদা লাভের মাধ্যম হলো - সালামের প্র...
15/10/2025

ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
'মর্যাদা লাভের মাধ্যম হলো - সালামের প্রচার প্রসার ঘটানো, মানুষকে খাওয়ানো এবং রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন (তাহাজ্জুদ) সালাত আদায় করা।'
[তিরমিযী; হাদীসঃ ৩২৩৩]

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأ...
14/10/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ

'যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের (শির্কের) সাথে মিশ্রিত করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।'
(Al-An'am 6: Verse 82)

ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:'ক্ষমা লাভের কারণগুলোর মধ্যে একটি হল...
07/10/2025

ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
'ক্ষমা লাভের কারণগুলোর মধ্যে একটি হলো সালাম দেওয়া এবং অপরটি সুন্দর কথা বলা।'
[মুজামুল কাবীর লিত তাবরানী; হাদীসঃ ১৭৯৫০]

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃيَآأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلۡقِسۡطِ'...
16/09/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

يَآأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُواْ قَوَّٰمِينَ لِلَّهِ شُهَدَآءَ بِٱلۡقِسۡطِ

'হে মুমিনগণ! তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দন্ডায়মান থাকো।'

08/09/2025

بَابُ الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سمع» . رَوَاهُ مُسلم
১৫৬-[১৭] উক্ত রাবী [আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তা-ই বলে বেড়ায়। (মুসলিম)[1]

بَابُ الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سمع» . رَوَاهُ مُسلم

وعن ابي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع» . رواه مسلم
[1] সহীহ : মুসলিম ৫, ইবনু আবী শায়বাহ্ ২৫৬১৭,।

03/09/2025
03/09/2025

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 10টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

মাগফিরাতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছে।এমনিভাবে আমাদের নেক কাজের সময় ফুরিয়ে যাচ্ছে সকলেই সতর্কতা অবলম্বন করি।।
31/03/2024

মাগফিরাতের দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছে।
এমনিভাবে আমাদের নেক কাজের সময় ফুরিয়ে যাচ্ছে সকলেই সতর্কতা অবলম্বন করি।।

Address

শ্যামনগর
সাতক্ষীরা।

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Mohibbullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share