কষ্টের ডাইরি

কষ্টের ডাইরি লেখক

31/03/2023
31/03/2023

“চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম
কিন্তু তার মুখের হাসিটাই যে আমার কাছে সবচাইতে দামী

31/03/2023

পুরুষ কাঁদে তখন যখন কষ্টের সীমা থাকে মৃত্যুর কাছাকাছি নারী কাদে তখন যখন তেলাপোকা থাকে কাছাকাছি!

14/03/2023

আলহামদুলিল্লাহ
সারাদেশে দুই হাজার রিক্সা বিতরণ করা হলো আমাদের আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে ।

মসজিদের এসি নিয়ে এতো মাথা ব্যথা কেন ফজরের সময় ২০ মিনিট, জোহরের সময়-৩০ মিনিট আসরের সময় ২০ মিনিট মাগরিবের সময়-  ২০ মি...
19/07/2022

মসজিদের এসি নিয়ে এতো মাথা ব্যথা কেন ফজরের সময় ২০ মিনিট, জোহরের সময়-৩০ মিনিট আসরের সময় ২০ মিনিট মাগরিবের সময়- ২০ মিনিট,এশার সময় ৩০ মিনিট।

সব মিলিয়ে ২৪ ঘণ্টায় মাত্র দুই ঘণ্টারও কমসময় মসজিদগুলোতে এসি চালানো হয়। আর মসজিদ কর্তৃপক্ষও এসি চালানোর ব্যাপারে বেশ সচেতন।

কারণ বিল মসজিদ পরিচালনা কমিটিকেই কালেকশন করতে হয়। এই বাস্তবতা সিজনাল মুসল্লিদের জানার কথা না। তাই তাদের কাছে মসজিদের এসিই বড় মনে হলো।

এসি বন্ধ করলে সচিবালয় ও সরকারি বেসরকারি অফিসের এসি বন্ধ করা হোক। কারণ সেখানে গুটিকয়েক ব্যক্তির জন্য অনেক পরিমাণে এসি চালানো হয় এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যয় হয়।

কিন্তু মসজিদে খুব অল্প সময় এসি চালানো হয় এবং অসংখ্য অগণিত এবাদতগুজার মুসল্লিদের উপকার হয়। মাথাপিছু হিসাব করলে একজন মুসল্লির পেছনে অতি নগণ্য বিদ্যুৎ ব্যয় হয়।

তারা প্রশান্তচিত্তে এবাদত বন্দেগী করে মহান প্রভুর দরবারে দেশের সংকট নিরসনের জন্য দোয়া করে থাকেন। সুতরাং মসজিদে এসি বন্ধ করার নির্দেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

নির্বাচনী নিবন্ধন থেকে বাদ পড়তে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামায়াতে ইসলাম_______(একুশেETV)'এর একটা সংবাদে দেখলাম রা...
18/07/2022

নির্বাচনী নিবন্ধন থেকে বাদ পড়তে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জামায়াতে ইসলাম_______

(একুশেETV)'এর একটা সংবাদে দেখলাম রাজনৈতিক বিশ্লেষক সহ নির্বচন কমিশনার ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও অনেকগুলো রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নিতে চাচ্ছে।
যদিও এখনও এমন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি নির্বাচন কমিশনার।

তাঁরা বাদ করার কারণ দেখাতে গিয়ে বলেছেন,
(১) তৃণমূলে জনসমর্থন নেই।
অথচ অন্যান্য দলের চাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'এর সমর্থন সবার উপরে।
(২) জনসমর্থন নেই।
অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ'এর জনসমর্থন সবার উপরে আলহামদুলিল্লাহ।
(৩) কর্মসূচি ভিত্তিক রাজনীতি নেই।
অথচ প্রতিটা ইস্যু নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নানান কর্মসূচি দিয়েছে দিচ্ছে।
(৪) কার্যালয় নেই।
অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এই দলের অন্যান্য অঙ্গসংগঠনের পর্যন্ত নিজস্ব কার্যালয় রয়েছে।

(৫) এছাড়া নির্বাচন কমিশন সহ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন,
বড় দলের সাথে ঐক্যজোট গঠন করা ছাড়া অন্যান্য দলগুলোর আর কোনো অবস্থা নেই।
অথচ আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজও ক্ষমতালোভীদের সাথে ঐক্যজোট না করে নিজ গতিতে এই পর্যন্ত এসেছে। সামনেও চলবে ইন শা আল্লাহ।
তবে শায়েখে চরমোনাই বলেছেন, ইসলাম,দেশ ও মানবতার কল্যাণে যারা আমাদের সাথে ঐক্য করতে আসবে, আমরাও তাদের সাথে ঐক্য করবো। এছাড়া কখনোই কারো ঐক্য হবেনা।

(৬) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসতে চায় নির্বাচন কমিশনার। নির্বাচনকে সামনে রেখে সকলের সাথে পরামর্শ করতে চান ওঁরা। এ-ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও আমীর,নায়েবে আমীরের উপস্থিত থাকা জরুরী বলে মনে করছি আমি।

(৭) প্রতিটা দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব না থাকায় বাদ দিতে চায় ইসলামী রাজনৈতিক দলগুলোকে।
অথচ রাজনীতির নীতিমালায় ও নিবন্ধিত সনদে এমন কিছুই উল্লেখ নেই। সুতরাং এমন একটি কারণ দেখিয়ে কোনো নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল করার কোনো মানেই হবেনা।

(৮) বিশেষ করে জামায়াতে ইসলাম দলের নিবন্ধন বাদ করতে চায় নির্বাচন কমিশন। কেননা তাদের ভাষ্যমতে ওঁরা মুক্তিযোদ্ধাবিরুধী একটি দল। রাজনৈতিক বিশ্লেষকরাও এমনটা ভাবছেন।
এছাড়া আরও কয়েকটি দল রয়েছে।
যেমনঃ (ক) ইসলামী আন্দোলন বাংলাদেশ।(খ) বাংলাদেশ মুসলিম লীগ। (গ) জমিয়তে ওলামায়ে ইসলামী।
বিশেষ করে এই ৪টি দলের উপর ওদের নজর একটু বেশিই।
যার ফলে প্রতিটা দলের নি

Address

সিরাজগঞ্জ
Dhaka
123456789

Telephone

+8801754460774

Website

Alerts

Be the first to know and let us send you an email when কষ্টের ডাইরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share