সীমান্তের আহ্বান

সীমান্তের আহ্বান সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনার ৫ম বছ?

06/06/2025
সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন ★আজ ১৫ নভেম্বর (শুক্রবার) বিকাল ২টায় জাফলং, বিছন...
15/11/2024

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন


আজ ১৫ নভেম্বর (শুক্রবার) বিকাল ২টায় জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জসহ সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের দোহাই দিয়ে ২০১৮ সালে সিলেটের পাথর কোয়ারিগুলো বন্ধ করে দেওয়া হয়। পাথর কোয়ারি সংশ্লিষ্ট ১০ লক্ষ শ্রমিক-ব্যবসায়ী পথে বসেছে। মানবেতর জীবনযাপন করছে। এদিকে সিলেটের অর্থনীতিতে বিরাট ধাক্কা লেগেছে, পাথর উত্তোলন বন্ধ থাকায় মানুষ বিভিন্ন অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে পড়ছে।

সংগঠনের সদস্য সচিব হাফিজ এহসান উল্লার সভাপতিত্বে ও ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

তিনি বলেন, পাথর হচ্ছে তেল-গ্যাস এর মত এদেশের খনিজ সম্পদ। এগুলো ভোগ করতে না পারলে মাটিতে মিশে যাবে। আমাদের পাথর রেখে ভারত থেকে এলসি পাথর এনে মোদীর ব্যবসাবৃদ্ধির কোনো মানে হয় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই, যত দ্রুত সম্ভব পাথর কোয়ারি সচল করে দিন, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হুসাইন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, জমিয়ত নেতা ফরিদ উদ্দিন কয়েছ, মাওলানা রফিক আহমদ, যুবনেতা আবুল হাসানাত, সুলতান মাহমুদ, সুফিয়ান সাদাত, ছাত্রনেতা আবু তালহা তোফায়েল, মাওলানা কাওছার আহমদ, নিজাম উদ্দিন, ইকরামুল হক জাবের, আব্দুল্লাহ মাহফুজ, মারুফ ও আব্দুর রহমান প্রমুখ।

ফারুকীর মত উপদেষ্টা বানিয়ে এই সরকারও জনবিচ্ছিন্নের পথে হাটছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক ★অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্...
11/11/2024

ফারুকীর মত উপদেষ্টা বানিয়ে এই সরকারও জনবিচ্ছিন্নের পথে হাটছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক


অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ফারুকীর মত ফ্যাসিবাদের দোষরদের উপদেষ্টা বানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও ফ্যাসিস্ট সরকারের মত জনবিচ্ছিন্নের পথে হাটছে। মনে রাখতে হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।
আর মুজিব এবং মুজিববাদকে পুঁজি করে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা ও গণহত্যা চালানো হয়েছে সেই ফ্যাসিস্ট আদর্শের প্রতি সহানুভূতিশীল কাউকে অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার সরকারে অন্তর্ভুক্তি সরাসরি শহীদদের রক্তের সাথে বেঈমানি।

১০ নভেম্বর (রবিবার) সিলেট শিবগঞ্জস্থ জমিয়তের দলীয় কার্যালয়ে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর-এর সাথে মতবিনিময়কালে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, শহীদের রক্তস্রোতের বিনিময়ে আমরা যে সরকার পেয়েছি, তার মাধ্যমে দেশের একটি বৃহৎ পরিবর্তনের স্বপ্ন দেখি। জাতীয় ঐক্যের এ সময়ে ফ্যাসিবাদপ্রেমী মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা ঘোষণা করা হয়েছে। যারা বিগত ১৬ বছর ফ্যাসিবাদের গুণকীর্তন করেছে, তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় দেখতে চাই না। পরীক্ষিত ও বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে দায়িত্বে আনা যাবে না।

সিলেট জেলা (উত্তর) জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান এর সভাপতিত্বে ও এবাদুর রহমান কাসেমীর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মুখলিছুর রহমান রাজাগঞ্জী, জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সহ-সভাপতি মুতাওয়াক্কিল বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ ও মাওলানা মুহিব্বুল্লাহ।

ফেনির বন্যাদুর্গত এলাকায় গোয়াইনঘাটবাসীর নগদ অর্থ বিতরণ ★সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীর ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান কর...
09/09/2024

ফেনির বন্যাদুর্গত এলাকায় গোয়াইনঘাটবাসীর নগদ অর্থ বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীর ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে ফেনির বন্যাদুর্গত এলাকায়।

০৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী ফেনির পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া সদর, বেতাঘী, সতেরো ও ফুলগাজি উপজেলার গুথুমা, ধর্মপুর, ঘাটঘর, চকবস্তা, থলিয়া, বশিকপুর, সোনাপুর, লক্ষিপুর হিন্দুপাড়া, আনন্দপুর ও ফৈথারায় প্রায় শতাধিক পরিবারে পুনর্বাসনের জন্য নগদ অর্থ এবং অসহায় হতদরিদ্র ১০টি পরিবারে ১০ হাজার করে বিধ্বস্ত ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

স্থানীয় প্রতিনিধি মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক ফুলগাজি নিবাসী মাওলানা মুনির আহমদ এর সার্বিক দিকনির্দেশনায় পুনর্বাসন সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের (সদ্য বিদায়ী) ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, লেঙ্গুড়া ইউপি সদস্য সাহেদ আহমদ, সাংবাদিক আবু তালহা তোফায়েল, রেজাউল করিম, শ্রমিকনেতা সুমন আহমদ। বিজ্ঞপ্তি।

সিলেটে যুব জমিয়তের শহীদি মার্চ পালিত ★ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করেছে...
06/09/2024

সিলেটে যুব জমিয়তের শহীদি মার্চ পালিত


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখা।

০৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় নগরীরর জেল রোডাস্থ হোটেল পানসি ইন এর সামন থেকে শহীদি মার্চের প্রতি সংহতি প্রকাশ করে র‍্যালী বের করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে পৌঁছায়।

সংগঠনের সভাপতি সালেহ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আল মাহদীর পরিচালনায় শহীদি মার্চে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও মাদ্রাসা ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শহীদি মার্চের র‍্যালীতে ছাত্রজনতার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।      .... মাওলানা উবায়দুল্লাহ ফারক★যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর...
05/09/2024

আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
.... মাওলানা উবায়দুল্লাহ ফারক


যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর উদ্যোগে সিলেট শহরস্থ হোটেল পানসী ইন-এ অনুষ্ঠিত ইসলাম ও দেশ রক্ষায় যুবসমাজের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, ইসলাম মায়নাস জীবন দেশ ও জাতির জন্য ক্ষতিকর। দেশের রন্ধ্রে রন্ধ্রে বসা ছিল ইসলাম বিরোধী শক্তি। যাদের মাঝে ইসলামী তাহযিম তামুদ্দুন না থাকার কারণে দেশের সম্পদকে মালে গণিমত মনে করে লুটপাট করেছে৷ কাজেই দেশ রক্ষার জন্য নিজেদের সংশোধন অত্যন্ত জরুরি।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাও. তাফহিফুল হক। তিনি বলেন, যুবকরাই হচ্ছে দেশের প্রাণ। যে যুবকরা যুগে যুগে ইসলামের জন্য প্রাণ বিলিয়েছে সেই যুবসমাজকে অবশ্যই সচেতন হতে হবে। মনে রাখতে হবে অসচেতনতায় বিপদ ডেকে আনে। সেজন্যই নাতিপুতু মার্কা বক্তব্যের কারণে শেষমেশ দেশ ছাড়তে হয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর অন্যতম উপদেষ্টা আব্দুল মুসব্বির, জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, জেলা উত্তর এর সভাপতি আতাউর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি খলিলুর রহমান, জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ, জেলা উত্তর জমিয়তের সহসভাপতি শায়খ মাও. আব্দুল হাই,মাওলানা কুতুব উদ্দীন,মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল,সহ সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, সুহেল আহমদ, নাজিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েস,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,জমিয়তে উলামায়ে সিলেট জেলা উত্তর এর যুব বিষয়ক সম্পাদক রেজাউল করিম,মাওলানা বাহা উদ্দীন বাহার, কানাইঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আলতাফ হুসাইন, রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাও. জামাল উদ্দীন, সুহেল আহমদ, হা. ফখরুল ইসলাম, খলিলুর রহমান মেম্বার,যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান,সাধারণ সম্পাদক হাফিজ মনসূর,যুব জমিয়তের সমাজ সেবা সম্পাদন মুফতী সিরাজুল ইসলাম প্রমুখ।

আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ২ঘটিকায় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাও. সালেহ আহমদ এর সভাপতিত্বে, মাও. মাসুম আল-মাহদি, মাও. আবুল হাসানাত ও ইমরান হুসাইন এর যৌথ পরিচালনায় সেমিনার শুরু হয়। সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাও. শামসীর হারুনুর রশীদ। পরিশেষে সিলেট জেলা উত্তর জমিয়তের উপদেষ্টা মাও. আব্দুল মুসব্বির এর দুআর মাধ্যম সেমিনারের সমাপ্তি ঘটে।

প্রবীণ আলেম মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তার জানাজায় মুসল্লীদের ঢল : দাফন সম্পন্ন ★শাহিদ হাতিমি :: সিলেটের প্রবীণ আলেম...
04/09/2024

প্রবীণ আলেম মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তার জানাজায় মুসল্লীদের ঢল : দাফন সম্পন্ন

শাহিদ হাতিমি :: সিলেটের প্রবীণ আলেম, জেলা জমিয়তের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত শতবর্ষী গৌরব-ঐতিহ্যের দ্বীনি বিদ্যাপীঠ "দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট" মাদরাসার ৪৭ বছরের মুহতামিম মাওলানা আব্দুল খালিক শায়খে চাক্তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে শায়খের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শায়খের ছেলে, দক্ষিণ সুরমা থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান।

মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ, ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানী রহ. এর খলিফা। শায়খে চাক্তা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

প্রবীণ এই আলেমের মৃত্যুর সংবাদে তার নিজ গ্রাম চাক্তায় অবস্থিত তার নিজ বাড়িতে স্থানীয় ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ ছুটে যান এরপর শায়খের মরদেহ লাফনাউট মাদরাসায় নিয়ে যাওয়া হয়।

শায়খে চাক্তার পারিবারিক সূত্রে জানা যায়, শায়খের অসিয়ত অনুযায়ী তাঁকে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

শায়খের নামাজে জানাজায় হাজার হাজার মুসল্লীদের সাথে অংশ নেন, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ ও বিশেষত জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কানাইঘাট দারুল উলূম মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটীসহ সিলেটের বরেণ্য উলামা মাশায়েখগণ।

দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহতামিম এর দায়িত্ব দেওয়া হয়েছে হযরত নুরুল ইসলাম ফুড়িগ্রামীকে।
03/09/2024

দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহতামিম এর দায়িত্ব দেওয়া হয়েছে হযরত নুরুল ইসলাম ফুড়িগ্রামীকে।

শায়খ আব্দুল খালিক চাক্তা'র ইন্তেকালে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের শোক★দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি...
03/09/2024

শায়খ আব্দুল খালিক চাক্তা'র ইন্তেকালে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের শোক


দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা (গোয়াইনঘাট, সিলেট) এর মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক, সিলেটের প্রবীণ বুজুর্গ শায়খ খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আব্দুল খালিক শায়খে চাক্তা আজ (০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন।

শায়খ চাক্তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর সভাপতি হাফিজ জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা জানান, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। তিনি এ যুগের একজন বুজুর্গ ও সর্বজন শ্রদ্ধেয় শায়খ ছিলেন। আমরা শায়খের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার, ছাত্র-ভক্তদের সবরে জামিলের দোয়া করি।

শায়খ আব্দুল খালিক চাক্তা'র ইন্তেকালে সিলেট জেলা উত্তর জমিয়তের শোক★দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি বিদ্য...
03/09/2024

শায়খ আব্দুল খালিক চাক্তা'র ইন্তেকালে সিলেট জেলা উত্তর জমিয়তের শোক


দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা (গোয়াইনঘাট, সিলেট) এর মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক, সিলেটের প্রবীণ বুজুর্গ শায়খ খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আব্দুল খালিক শায়খে চাক্তা আজ (০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন।

শায়খ চাক্তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারার জানান, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। তিনি এ যুগের একজন বুজুর্গ ও সর্বজন শ্রদ্ধেয় শায়খ ছিলেন। আমরা শায়খের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার, ছাত্র-ভক্তদের সবরে জামিলের দোয়া করি।

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ শায়খ আব্দুল খালিক চাক্তার ইন্তেকাল ★দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি বিদ...
03/09/2024

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ শায়খ আব্দুল খালিক চাক্তার ইন্তেকাল


দেশের প্রাচীন ও সিলেটের ঐতিহ্যবাহী ও বৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা (গোয়াইনঘাট, সিলেট) এর মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক, সিলেটের প্রবীণ বুজুর্গ শায়খ খলিফায়ে ফেদায়ে মিল্লাত আল্লামা আব্দুল খালিক শায়খে চাক্তা আজ (০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন।

তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া পড়েছে, শোকাহত তার পরিবার, ছাত্র, ভক্ত ও অনুরাগীরা।

আগামীকাল ০৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় দারুসসালাম লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

হেফাজতের সমাবেশে গুলি: হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা ★রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামের সমাব...
18/08/2024

হেফাজতের সমাবেশে গুলি: হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা


রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে বলে অভিযোগে তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহাবুব খন্দকার, র‌্যাবের সাবেক প্রধান এ কে এম শহিদুল হক, এনএসআইয়ের সাবেক প্রধান জিয়াউল হাসান, মতিঝিল বিভাগের সাবেক ডিসি বিপ্লব কুমার সরদার, মতিঝিল থানার সাবেক ওসি ওমর ফারুক, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুনসুর আহমেদ, তৎকালীন মতিঝিল থানার ছাত্রলীগ সভাপতি মাহাবুবুল হক হিরন, ইমরান, আওয়ামী লীগ নেত্রী মমতাজ পারভীন, মতিঝিল থানার সাবেক ওসি ফরমান আলী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান সালাউদ্দিন সালু, মতিঝিলের সাবেক ডিসি নাজমুল আলম, হামদাদ গ্রুপের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর মেজর ইকবাল, আশরাফুজ্জামান।

আবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের ছত্রচ্ছায়ায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হজরত মুহাম্মদ সা: সম্পর্কে কটূক্তি এবং বাজে লেখালেখি করার প্রতিবাদে হেফাজত ইসলাম ১৩ দফা দাবি সরকারের কাছে দেয়। সরকার দাবি না মানায় ২০১৩ সালে ৫ মে মতিঝিল শাপলা চত্বরে রাস্তায় অবস্থান নেয় হেফাজত। ওই দিন রাত ১১টা থেকে পরদিন বেলা ১১টা পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎলাইন বন্ধ করে শেখ হাসিনার মদদে আসামিদের যোগসাজশে অন্য আসামিরা এজাহারে বর্ণিত পুলিশ ও আর্মি সদস্যরা মিলে নিরীহ মাদরাসাছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালায়। তাদের হত্যা করে লাশগুলো সিটি করপোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করে ফেলে।

অভিযোগে বাবুল সরদার চাখারী আরো উল্লেখ করেন, এ সময় বহু মাদরাসাছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তাদের অভিভাবকরা সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ কোনো মামলা নেয়নি। একজন রাজনীতিবিদ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মানুষকে নির্বিচার গণহত্যার কারণে আদালতে মামলাটি এনেছেন।

এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১১টি মামলা হয়েছে, যার মধ্যে আটটি হত্যা, একটি অপহরণ এবং দু’টি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে মামলা হতে থাকে, যা অব্যাহত রয়েছে।

Address

৩১৮ (৩য় তলা) রংমহল টাওয়ার, বন্দর বাজার
সিলেট

Alerts

Be the first to know and let us send you an email when সীমান্তের আহ্বান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সীমান্তের আহ্বান:

Share