07/02/2025
দ্বীনি ও আধুনিক শিক্ষার সম্বয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান "দারুল হিকমা আল-ইসলামিয়া দক্ষিণ হরিণা, লোহাগাড়া,চট্টগ্রামের নতুন ভবনের উদ্ভোধন ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সকাল ১১টা হতে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন লোহাগাড়া উপজেলার মান্যবর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমামুল হাসান।
এলাকার প্রবীন ও বিশিষ্ট শিক্ষাবিদ দারুল হিকমা আল-ইসলামিয়ার সুযোগ্য অধ্যক্ষ জনাব হামিদুল হোছাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আধুনগর কামিল মাদ্রাসার উপধ্যক্ষ জনাব মওলানা ওসমান গনি।।
আল হিকমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক,বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক জনাব আমিমুল এহসান, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জনাব মাহমুদুল হক বাবুল, বিশিষ্ট সমাজ সেবক ও বড়হাতিয়ার সফল চেয়ারম্যান জনাব মওলানা জুনাইদ হোছাইন,আধুনগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব নাজিম ঊদ্দিন,এলাকার কৃতি সন্তান,ব্যবসায়ী ও দক্ষিণ জেলা ওলামা দলের সভাপতি মুজিবুর রহমান,বিশিষ্ট ব্যাংকার ও এলাকার সন্তান জনাব হিফজুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ মোহাম্মদ নুরুচ্ছাফা ,সৌদি প্রবাসী ও দানবীর জনাব মওলানা নুরুল আবছার,বিশিষ্ট সমাজ সেবক ও ইউপি সদস্য জনাব এন্তেজার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও সৌদি প্রবাসী জনাব নওশাদ।।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর জনাব এডভোকেট আয়াতুল্লাহ, দারুল হিকমা আল-ইসলামিয়ার সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ ইসা ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আশফাকুর রহমান।।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আল হিকমা ফাউন্ডেশনের সহ সভাপতি জনাব, সরওয়ার কামাল, সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ বেলাল উদ্দিন, সহকারী অর্থ সম্পাদক জনাব হারুন অর রশিদ, ক্রিড়া সম্পাদক জনাব খোরশেদ আলম, প্রচার সম্পাদক জনাব হাফেজ শাহ জাহান, একাডেমিক কাউন্সিল জনাব রিদওয়ানুল হক, সদস্য জনাব লিয়াকত আলী, মাওলানা জিয়াউর রহমান, ৯ নং ওয়ার্ড জামায়াত সভাপতি জনাব মাওলানা আবু তাহের।।
অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমা আল-ইসলামিয়ার সুযোগ্য উপাধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।।
অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন বিষয়ে বার্ষিক প্রতিযোগীতার ফলাফলের উপর পুরষ্কার বিতরণ করা হয়।
তাছাড়া শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার পান দারুল হিকমা আল-ইসলামিয়ার প্রবীণ শিক্ষক মিসেস রাশেদা বেগম।।
উক্ত অনুষ্ঠানে দারুল হিকমা আল-ইসলামিয়ার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।।