14/04/2023
প্রবাদে আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসবপ্রিয় বাঙালির সারা বছর উৎসব লেগে থাকলেও ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। কোন কোন ইতিহাসবিদদের মতে, সম্রাট আকবর বাংলা নববর্ষের প্রবর্তন করেন। আবার কোন কোন ইতিহাসবিদ মনে করেন সম্রাট আকবরের বহু আগে ৭ম শতকের রাজা শশাঙ্কের হাত ধরে বাংলা নববর্ষের প্রবর্তন। তবে বাংলা নববর্ষের প্রবর্তনের সাথে জড়িয়ে আছে বাংলার কৃষকদের ইতিহাস। কৃষকদের নতুন ফসল ওঠা ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা নববর্ষের প্রচলন হলেও
পরবর্তীতে বাংলা নববর্ষ শুধুমাত্র বাংলার কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সাথে নয় বরং বাঙালি জাতিয়তাবাদের ধারক ও বাহক হিসেবে সকল শ্রেণি,পেশা,সম্প্রদায় ও ধর্মের মানুষের সার্বজনীন উৎসবে পরিণত হয়।
বৃটিশ শাসনামলে বৃটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান শাসনামলে বিভিন্ন আন্দোলন ও বাংলাদেশ সৃষ্টির পর স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদ ও জাতিগত চেতনার ধারক হিসেবে বাংলা নববর্ষ অনুপ্রেরণা জুগিয়েছে সবসময়।
বাংলা নববর্ষকে ঘিরে বাংলার লোকসংস্কৃতিতে বিভিন্ন আচার অনুষ্ঠানের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে হালখাতা অনুষ্ঠান, বৈশাখী মেলা, পুতুল নাচ উল্লেখযোগ্য।
১৯৬৭ সালে ছায়ানটের হাত ধরে বাংলা বর্ষবরণ উদযাপনের মাধ্যমে যে প্রতিবাদ সূচিত হয় তা আজ পুরো বাংলাদেশের আবেগ,সংস্কৃতি ও জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শত আঘাত প্রতিকূলতা ও ভয়ভীতি উপেক্ষা করে আজও রমনার বটমূলে বাংলা বর্ষবরণের মাধ্যমে আমরা সাহস ও লড়াই করার শক্তি খুঁজে পাই।
বাংলা নববর্ষকে বরণ করে নেয়া এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মনে করিয়ে দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা আজ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
বাংলাদেশে বসবাসরত বাঙালি জাতিসত্তার পাশাপাশি আদিবাসীরা তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। নতুন বছরের আগমনকে কেন্দ্র করে ত্রিপুরারা বৈসুব, মারমারা সাংগ্রাই ও চাকমারা বিজু উৎসব পালন করে যা সংক্ষেপে বৈসাবি নামে পরিচিত। বৈসাবি উপলক্ষ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর পালিত হয়।
হিংসা,হানাহানি, রেষারেষি, সাম্প্রদায়িকতামুক্তভাবে
নতুন বছর সকলের ভালো ও সুস্থ কাটুক। আনন্দ, সংস্কৃতি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক সকলের বাংলা নতুন বছর এই কামনায় আমরা, জাহাঙ্গীরনগর থিয়েটার, সকলকে জানাচ্ছি বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ হোক ১৪৩০। শুভ হোক নতুন বছরের আগমনী মঙ্গলবার্তা।