পুন্য কথন

পুন্য কথন নমস্কার আমি পুন্যের মা।আমার ব্লগিং পেইজে সবার আমন্ত্রণ রইলো।
(4)

আমার সব কিছু
20/07/2025

আমার সব কিছু

20/07/2025

যেই নারী স্বামীকে ত্যাগ করে সে নরক ভোগ করবে কিন্তু স্বামী যদি অত্যাচারী হয়,প্রহার করে,সব সময় অপমান করে,কথায় কথায় গায়ে হাত তুলে, সেই স্বামীর সাথে থাকায় যখন নরক হয়ে যাবে, এটা মনে হয় এর থেকে ভালো মারা যাওয়া তখন সেই স্ত্রীর করণীয় কি,শাস্ত্র কি বলে???

উত্তর:স্বামীর কর্তব্য তার স্ত্রীকে রক্ষা করা, তাকে আগলে রাখা, তার সম্মান যেন অখুন্ন থাকে সেদিকে খেয়াল রাখা।আমাদের আশেপাশে এমন অনেক মা বোনেরা রয়েছে যারা প্রতিনিয়ত স্বামীর অত্যাচার সহ্য করে যাচ্ছে শুধুমাত্র এটা ভেবে স্বামীকে ত্যাগ করলে হয়তো তাদের নরক ভোগ হবে।।এই ভেবে অনেকে শেষ পর্যন্ত নিজের জীবন ত্যাগ করছে আত্মহ*ত্যার পথ বেছে নিচ্ছে,তাদের বলব জীবন ত্যাগ না করে সেই আশুরিক ব্যক্তিকে ত্যাগ করুন!!! তাই তাকে ত্যাগ করা অবশ্যই যাবে,যদি সে স্বামীর ধর্ম পালন না করে আসামির ধর্ম পালন করে।।
আমাদের সমাজে বহুল প্রতিষ্ঠিত একটা নিয়ম স্ত্রী যা ধর্ম করবে সেটা স্বামী ভাগ পাবে কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্র অনুযায়ী ভাগ স্বামী পাবে না বরং স্বামী যে ধর্ম কর্ম করবে তার ভাগ স্ত্রী পাবে।। আবার স্ত্রী যদি কোন অন্যায় কর্ম করে তার ফল স্বামীকে ভোগ করতে হবে। তাই সংসার জীবনে একে অপরের দোষ গুণগুলোকে নিজের মনে করে চলার চেষ্টা করুন কিন্তু স্বামী হতে গিয়ে আসামি হবেন না 😅
- অপূর্বা ঊর্মিলা দেবী দাসী
゚viralシ

আমার গাছের সম্পদ
20/07/2025

আমার গাছের সম্পদ

সোনার হরিণ নাকিঘোড়ার ডিম?আপনারাই বইলা যান। ゚
20/07/2025

সোনার হরিণ নাকি
ঘোড়ার ডিম?
আপনারাই বইলা যান।

শুভ সকালছবিগুলা শেষ পর্যন্ত দেখবেন সবাই।শেষে একজন গুনী মানুষের ছবি আছে
20/07/2025

শুভ সকাল
ছবিগুলা শেষ পর্যন্ত দেখবেন সবাই।
শেষে একজন গুনী মানুষের ছবি আছে

19/07/2025

স্বামী-স্ত্রী এই সম্পর্ক টার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন তফাৎ রয়েছে।এই যেমন কিছু স্বামী রয়েছে যারা স্ত্রীকে ভো*গের পণ্য মনে করে,দাসীবাদী মনে করে। শুধুমাত্র জৈবিক চাহিদা নিবারণের জন্যই তারা স্ত্রীর সাথে বসবাস করে।স্ত্রীর ভালো-মন্দ দুঃখ-কষ্ট কোন কিছুতে তাদের কিছু যায় আসে না। আবার কিছু স্বামী আছে যারা স্ত্রী বলতেই অজ্ঞান। তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার স্ত্রী। আসলে জীবন নাটকের চেয়েও নাটকীয়। যে যেমন ডিজার্ভ করে সে সেটা পায় না। আবার না চাইতে অনেকে অনেক কিছু পেয়ে যায়।
প্রতিটা স্বামী উচিত তাদের মনকে বুঝা স্ত্রীরা কি চায়,কি ভালোবাসে, কোনটায় কম্ফর্ট ফিল করে কোনটায় করে না।
আগের যুগে স্বামী স্ত্রীর মধ্যে এই বোঝাপড়াটা থাকতো। এজন্যই হয়তো ডিভোর্সের সংখ্যাও কম ছিল।
কিন্তু এখনের যুগে কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত না, সবাই সবার স্বার্থ বুঝে।
দুজনের রিলেশনগুলো এখন কেমন যেন নড়বড়ে।

আমার কোনো এক জন্মদিনে।
19/07/2025

আমার কোনো এক জন্মদিনে।

নয়নতারা দিয়ে কি বানিয়েছি!!
19/07/2025

নয়নতারা দিয়ে কি বানিয়েছি!!

18/07/2025

বেশি আশাই মানুষকে আশাহত করে।
মানুষ হীরা পেয়ে যখন অবহেলা করে
তখন আশা করে তার চেয়ে বড় কিছু পাওয়ার।কিন্তু দিনশেষ এ পায় ভাঙা চুড়া কাঁচ।
এমনই হবে।
কথাটা মিলাইয়া দেখমু।

Address

Airport

Telephone

+8801713053096

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুন্য কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুন্য কথন:

Share