md.osman goni 2011

md.osman goni 2011 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from md.osman goni 2011, Digital creator, Chattogram Akbar Shah, Akbar Shah.

14/04/2025

গান পরিবেশন করছেন কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

14/04/2025

বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও আনন্দ র‍্যালী
কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শিক্ষার্থীরা।

কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিলে
07/04/2025

কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর
২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের
বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিলে

26/03/2025

Chattogram to Cox'sbazar With Family.

25/03/2025

বিনা আঘাতে শব্দ করা ঢোল - একটি জাপানি লোককথা

এক দেশে ছিল এক অদ্ভুত নিয়ম।

এই নিয়ম অনুযায়ী, যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়তেন, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো।

রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে।

এই কঠোর নিয়ম চালু থাকাকালীন এক পিতা-পুত্র খুব ভালোবাসতেন একে অপরকে।

সময় গড়িয়ে গেল। পিতার বয়স হয়ে গেল, তিনি আর কাজ করতে পারতেন না।

দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাঁকে পাহাড়ে ফেলে আসতে হবে।

কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না।

তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।

পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল।

শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না।

সে তাঁকে সঙ্গে নিয়ে ফিরে এল এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল।

চুপিচুপি খাবার এনে তাঁকে খাওয়াতে লাগল।

একদিন রাজা তাঁর প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন।

তিনি ঘোষণা করলেন, "যে ছাই দিয়ে বোনা দড়ি এনে দিতে পারবে, সে পুরস্কৃত হবে!"

লোকজন অবাক হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব?

ছেলেও এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল।

বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।"

ছেলে বাবার কথা মতো কাজ করল।

দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল।

সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতল।

এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর শিকড় আর আগার পার্থক্য খুঁজে বের করো!"

ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না।

ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"

ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল।

এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, "একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!"

সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হল।

বাবা বললেন, "ঢোল তৈরি করো, তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।"

ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল।

রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়ালেই এর ভেতরের মৌমাছিরা ওড়ে, ফলে ঢোলে শব্দ হয়!

রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, "তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে?"

অভিজ্ঞতার মূল্য
ছেলে বলল, "রাজামশাই, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন।"

ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান।

রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, "আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না!" এরপর থেকে সকল বৃদ্ধ-বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন।

মূল্যবান শিক্ষা
বিনা আঘাতে শব্দ করা ঢোলের কাহিনি আমাদের শেখায়, অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।

একজন মা গর্ভ থেকে জন্ম দেন, আর বাবা নিজের কাঁধে তুলে মানুষ করেন। তারা জীবন্ত ঈশ্বর! 🙏🏻🙏🏻
সংগৃহীত

এস এস সি পরীক্ষা ২০২৫ এর সাজেশনবাংলা ২য় পত্র মোহাম্মদ ওসমান গনি সিনিয়র শিক্ষক চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ প...
21/03/2025

এস এস সি পরীক্ষা ২০২৫ এর সাজেশন
বাংলা ২য় পত্র
মোহাম্মদ ওসমান গনি
সিনিয়র শিক্ষক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ
প্রধান পরীক্ষক (বাংলা)
চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডে
মাস্টার্স ট্রেইনার বাংলা

great picture
01/03/2025

great picture

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিল ও আলোচনা সভাকাট্টলী সিটি...
21/02/2025

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিল ও আলোচনা সভা
কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পাহাড়তলী, চট্টগ্রাম

12/02/2025

চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে অমর একুশে বইমেলা
উপলক্ষে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মেয়েদের গানের রিহার্সেল

11/02/2025
11/02/2025

https://www.facebook.com/share/p/18prmWbUSB/
চট্টগ্রাম কক্সবাজার ঈদগাঁও ইসলামপুরের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আজম চৌধুরীর জনপ্রিয় আঞ্চলিক গান

Address

Chattogram Akbar Shah
Akbar Shah

Telephone

+8801991950547

Website

Alerts

Be the first to know and let us send you an email when md.osman goni 2011 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to md.osman goni 2011:

Share