Muhammad Safayet

Muhammad Safayet হে আল্লাহ, এই আইডির মালিকের সকল গুনাহ মাফ করে দাও!
--আমিন!

18/04/2025

আমাদেরকে ভাবতে হবে আমাদের জীবন এবং জীবনের উদ্দেশ্য নিয়ে।— আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।

18/04/2025

সত্য কথা...

©

18/04/2025

কালি-মার পতাকা বেআইনি করে দেন, সে সাহস আছে?
🎙️আসিফ আদনান (হাফি.)

18/04/2025

হে আমার রব, আমার অন্তর ব্যথিত! 🤍

চীনের প্রস্তাবিত ৩ টি হাসপাতালের মধ্যে ১ টি হাসপাতাল আখাউড়ায় নির্মাণ করলে ভালো হতো,এর কারন এখানে ঢাকা সিলেট চট্টগ্রামস...
16/04/2025

চীনের প্রস্তাবিত ৩ টি হাসপাতালের মধ্যে ১ টি হাসপাতাল আখাউড়ায় নির্মাণ করলে ভালো হতো,এর কারন এখানে ঢাকা সিলেট চট্টগ্রামসহ সারা দেশে যোগাযোগের অন্যতম মাধ্যম রেলওয়ে জংশন স্টেশন রয়েছে।

আখাউড়া থেকে সড়ক পথেও রয়েছে সারা বাংলাদেশে সহজ সুন্দর ব্যবস্থা,ভারতের ত্রিপুরা সহ মূল ভূখণ্ডের সাথে রয়েছে সরাসরি সড়ক ও রেল পথ তারাও উন্নত চিকিৎসা সেবা নিতে সহজে বাংলাদেশের আখাউড়ায় আসতে পারবে,ইনশাআল্লাহ।

ঘটনা রাজশাহীতে, ওই বৃদ্ধের  স্ত্রী ৮ মাস  আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন  বাবাকে রাখার পর আর রাখতে চায়না...
15/04/2025

ঘটনা রাজশাহীতে, ওই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া। এমনও রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। মৃত্যুর দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল। কিছু খাননি। দুপুরে আত্মহত্যা করে।

তথ্য: সংগ্রহীত

14/04/2025

Situation of indian assamese Muslims ( বাংলা / English Subtitle)

14/04/2025

একদিন এক ব্যক্তি আবু যর গিফারির নিকট এলো। সে তাঁর ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখল, ঘরে বলতে গেলে কিছুই নেই।

লোকটি জিজ্ঞেস করল, — “হে, আবু যর, আপনার সামানপত্র কোথায়?”

আবু যর গিফারি (রাদিআল্লাহু তা'আলা আনহু) উত্তর দিলেন — “আখিরাতে আমার একটি বাড়ি আছে। আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দিই।”

— [العالم من خلال عيون الصحابة]

27/03/2025

হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখেরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও অর্থ-সম্পদের। হে আল্লাহ! আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ! আপনি আমাকে হেফাযত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই আমার নীচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে

27/03/2025

[৭৭:১৫] আল মুরসালাত

وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

🔴 বিন্দাস মিলির পরিবারের সংক্ষিপ্ত তথ্য :(বিন্দাস মিলির ৭বোন, ৪ভাই) পিতা:- শহিদ মিয়া (আমিন)(তিনি একজন ধার্মিক, জামিয়া ও ...
15/02/2025

🔴 বিন্দাস মিলির পরিবারের সংক্ষিপ্ত তথ্য :

(বিন্দাস মিলির ৭বোন, ৪ভাই)

পিতা:- শহিদ মিয়া (আমিন)

(তিনি একজন ধার্মিক, জামিয়া ও আলেম উলামা প্রিয় ছিলেন। মেয়েদের অশৃঙ্খল চলাচলের কারণে স্ট্রোক করে মারা যান। তিনি পাকিস্তান আমলে একজন আমীন (জায়গা পরিমাপক) ছিলেন। যদ্দরুন সেসময়েই অনেক জায়গার... মালিক বনে যান। বর্তমানে এগুলো বিক্রি করে তারা হুডাঙ্গীড়ি করছে।)

গ্রাম:- সাতবর্গ
পোষ্ট:- সাতবর্গ
থানা:- বিজয় নগর
জেলা:- ব্রাক্ষণবাড়িয়া

♦️বোন:-

১) শেলী
বিবাহ হয়েছে ২টা

২) শিউলি
বিবাহ হয়েছে ৩টা
দ্বিতীয় স্বামীর বাচ্চা নিয়ে বর্তমান স্বামীর ঘরে।

৩) আকলিমা
বিবাহ হয়েছে ৩টা
প্রথম স্বামীকে ছেড়ে অন্য স্বামীর সংসার করে এখন পুনরায় প্রথম স্বামীর ঘরে।

৪) ফাহিমা
বিবাহ হয়েছে ৩ টা
দুই স্বামীর তিন বাচ্চা নিয়ে বর্তমান স্বামীর ঘরে।

৫) নাজমা
স্বামীর বিদেশ যাওয়াটাকে মানতে না পেরে প্রেগনেন্ট অবস্থায় নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা
করেছে।

♦️৬) নাইমা আক্তার (বিন্দাস মিলি) ♦️
(একেক সময় একেক বোনের বাসা, বিভিন্ন হোটেল, অথবা সমকামী সাথীদের বাসায় থাকে)

বিবাহ হয়েছে ৩টা
# ক্লাস ৮ থাকতে সরাইলে বিয়ে হয়েছিলো। এই বিয়ে সমকামীতার জন্য টিকেনি। পরে বড় অংকের টাকা দিয়ে এ বিয়ে শেষ করতে হয়েছে।
ডিভোর্সের পরে নিয়াজ মুহাম্মদ স্কুলে ভর্তি হয়েছিলো। বড়বোন নিজের শরীরে নিজেই আগুন দিয়ে মারা যাওয়ার পর, সে কলেজপাড়ার আল-বাতুল মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে ৩মাস লেখাপড়া করেছিলো।
এরপর সেখান থেকে বের হলেই তার টার্গেটে পরিণত হয় বোরকা পড়া মেয়েরা।

# কান্দিপাড়ার সুমনের সাথে ২য় বিয়ে হলে ৫ মাসের মাথায় ডিভোর্স। এটাও নিজ ফাজলামোর কারনে ডিভোর্স হয়।

# ৩য় বিয়ে ঢাকায় হলে সেটাও তার সমকামিতার কারণে টিকেনি (সঙ্গত কারণে এটার পরিচয় গোপন রাখা হলো)

৭) তানিয়া
বিবাহ হয়েছে ২টা

♦️৪ভাই :-

১) জহির
বিবাহ করেছে ১টা

২) আশিক
বিবাহ করেছে ২টা

৩)সুমন
বিবাহ করেছে ৭ টা

৪)আনাস
অবিবাহিত অবস্থায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

🟥 বি. দ্র. এখানে সংক্ষিপ্ত তথ্য প্রকাশ করা হলো। বিস্তারিত তথ্য আমাদের কাছে আছে। সময় সুযোগে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

Address

Akhaura
3450

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Safayet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Safayet:

Share

Category