15/08/2023
**মূলত সবার কাছে একটা প্রশ্ন ফিলাসিং কি???
ফিলাসিং একটি মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" বা ফ্রিলেন্সার।
**ফিলাসিং কেন করবেন??
আপনি আপনার পড়াশোনার পাশাপাশি এই কাজ করে নিজের খরচ চালাতে পারবেন এইটা যেকোন সময় করতে পারবেন আপনি।
**অনেক এর প্রশ্ন ফিলাসিং করতে কি কি লাগবে??
ফিলাসিং করতে আপনার ধৈর্য এবং একটা মোবাইল ফোন।
**ফিলাসিং করে মাসে কত টাকা ইনকাম করা যাবে??
এইটা সমর্পণ টা আপনার উপর নির্ভর করবে কারণ আপনি কত গুলো কাজ করবেন তার উপর নির্ভর করবে আপনার মাসের ইনকাম।
আপনি যদি দিনে ৫ঘন্টা করে সময় দান তাহলে আপনার মাসের ইনকাম এক রকম আসবে আবার যদি আপনি দিনে ৮ঘন্টা করে সময় দান তাহলে আপনার মাসের ইনকাম আর এক রকম আসবে।
অতএব, আপনি যেমন সময় দিবেন ঠিক তেমন টাকা মাসে ইনকাম করতে পারবেন।