Frame & Feel

Frame & Feel ফ্রেমে বাঁধা অনুভব, হৃদয়ে জাগে অনুভূতি।
তোমার চোখে খুঁজে পাই, মনের নিঃশব্দ আকৃতি।

17/08/2025
16/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Amit Paul, Shajjad Shovo, শাহীন হোসাইন শ্যামল, Farjana Akhter Shormi, Md Dinislam M, Itz Magnath, Mahmudur Rahman Siddique, Sk Khan, Mos Ta Sim, Ragib Khanb, Tasli Ma, Dipto Bi, Laeb Ali, Md Saidy Md Saidy, Plumbing Chichi, Sujon Islam, Musleha Khanom, Sabbir Khan Sabbir, Sad Ahmed, শারমিন আক্তার

প্রিয় ভাই ও বোনেরা,আমরা সবাই এই দুনিয়ায় অতিথি। আমাদের জীবনটা খুবই ছোট, কিন্তু হিসাবটা হবে অনেক বড়। একদিন আমরা সবাই আ...
15/08/2025

প্রিয় ভাই ও বোনেরা,
আমরা সবাই এই দুনিয়ায় অতিথি। আমাদের জীবনটা খুবই ছোট, কিন্তু হিসাবটা হবে অনেক বড়। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো—যেখানে টাকা-পয়সা, পদমর্যাদা বা দুনিয়ার সম্মান কিছুই কাজে আসবে না। সেখানে কাজে আসবে শুধু আমাদের ঈমান আর সৎ আমল।

আজ আমরা নামাজ পিছিয়ে দিচ্ছি, কুরআন পড়া ভুলে যাচ্ছি, গুনাহকে হালকা ভাবছি—কিন্তু মৃত্যু তো কাউকে সময় দিয়ে আসে না। কখন, কোথায়, কিভাবে আসবে—কেউ জানে না।

তাই আসুন আজই আমরা তাওবার পথে ফিরে আসি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, মানুষের হক আদায় করি। কারণ, এই জীবনটা শুধু দুনিয়ার জন্য নয়—আখিরাতের জন্যও।

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, গুনাহ মাফ করে দিন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। 🤲
আমীন।

13/08/2025

স্বপ্ন পূরণে এখনো বাকি 💗🥀🙂

জীবনটা সব সময় রঙিন হয় না… কখনো সুখের রোদ্দুরে ভরে ওঠে, আবার কখনো দুঃখের মেঘে ঢেকে যায়। আমরা সবাই হাসির আড়ালে লুকিয়ে...
11/08/2025

জীবনটা সব সময় রঙিন হয় না… কখনো সুখের রোদ্দুরে ভরে ওঠে, আবার কখনো দুঃখের মেঘে ঢেকে যায়। আমরা সবাই হাসির আড়ালে লুকিয়ে রাখি অনেক অশ্রু, অনেক কষ্ট…
কিন্তু মনে রাখবেন, প্রতিটি কষ্টের পরই আসে নতুন আলো। প্রতিটি অশ্রুর ফোঁটায় লুকিয়ে থাকে এক একটি শিক্ষা, এক একটি শক্তি।

হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, মনে হচ্ছে কেউ আপনাকে বোঝে না… কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ আপনার প্রতিটি দোয়া শোনেন, আপনার প্রতিটি ব্যথা জানেন।
শুধু ধৈর্য ধরুন, একদিন এই কষ্টও আপনার হাসির গল্প হয়ে যাবে।

এই পৃথিবীতে যত শব্দ, যত কোলাহল, যত বিশৃঙ্খলা—সব কিছুর মাঝেও যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার মনে শুধু একটি নামই ভেসে ...
09/08/2025

এই পৃথিবীতে যত শব্দ, যত কোলাহল, যত বিশৃঙ্খলা—সব কিছুর মাঝেও যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার মনে শুধু একটি নামই ভেসে ওঠে, আর সেটা হলো তুমি।
মানুষ বলে, শান্তি নাকি দূরের কোথাও খুঁজে নিতে হয়—কেউ খোঁজে পাহাড়ের নীরবতায়, কেউ সমুদ্রের গভীরতায়, কেউ আবার নির্জনতার ফাঁকে। কিন্তু আমার শান্তি কোথাও বাইরে নয়… আমার শান্তি তো তোমার চোখের গভীরে, তোমার হাসির উষ্ণতায়, তোমার কণ্ঠের সুরে।

যেদিন পৃথিবী আমাকে অবহেলা করে, যেদিন সবকিছু অর্থহীন মনে হয়, ঠিক সেদিন তোমার কথা ভাবলেই মনে হয়—হ্যাঁ, আমি এখনও বেঁচে আছি, কারণ আমার কাছে তোমার মতো একজন মানুষ আছে।
তুমি আমার আশ্রয়, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আস্থার প্রতিচ্ছবি।

জীবন যত কঠিন হোক, ঝড় যত তীব্র হোক—তুমি পাশে থাকলেই মনে হয় আমি সবকিছু পারব। কারণ তুমি-ই সেই একমাত্র মানুষ, যার উপস্থিতি আমার ভেতরের অশান্তি গলিয়ে দেয়, যার ভালোবাসা আমার ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়।

হাজারো অশান্তির মাঝেও, তোমার একটুখানি ভালোবাসা, একটুখানি যত্ন—আমাকে মনে করিয়ে দেয়, শান্তি কোনো স্থান নয়… শান্তি হচ্ছে একজন মানুষ।
আর আমার সেই মানুষটি, তুমি। ❤️

ভালোবাসা মানে শুধু বলা "ভালোবাসি" নয়…ভালোবাসা মানে— চুপচাপ কারো জন্য অপেক্ষা করা।তার একটুখানি হাসি দেখেই নিজের সমস্ত ক্...
08/08/2025

ভালোবাসা মানে শুধু বলা "ভালোবাসি" নয়…
ভালোবাসা মানে— চুপচাপ কারো জন্য অপেক্ষা করা।
তার একটুখানি হাসি দেখেই নিজের সমস্ত ক্লান্তি ভুলে যাওয়া।
ভালোবাসা মানে— তার দুঃখ গুলো নিজের করে নেওয়া,
তার আনন্দে নিজেকে ভাসিয়ে দেওয়া।

ভালোবাসা কখনো নিখুঁত হয় না,
ভালোবাসা শেখায় ধৈর্য রাখতে, ক্ষমা করতে, আর বারবার ফিরে আসতে।
ভালোবাসা মানে— একে অপরের পাশে থাকা,
সেই দিনেও, যেদিন পৃথিবীটা যেন পেছন ফিরে তাকাতে ভুলে গেছে।

যাকে ভালোবাসো, তাকে বোঝাও…
কারণ কেউ যদি তোমার ভালোবাসা না বুঝে হারিয়ে যায়—
তাহলে একদিন তুমি নিজেকেই প্রশ্ন করবে,
"আমি কি তাকে যথেষ্ট বলেছিলাম, কতটা ভালোবাসি?"

তাই ভালোবাসো নিঃস্বার্থভাবে, নিঃশর্তভাবে…
ভালোবাসো এমনভাবে— যেন সে বুঝে যায়,
তুমি তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়।

আজ আমি কিছু বলবো… এমন কিছু, যেটা বলা খুব সহজ নয়। কিন্তু চুপ থেকেও আর পারছি না। কারণ ভালোবাসা যখন নিঃস্বার্থ হয়, তখন তা...
07/08/2025

আজ আমি কিছু বলবো… এমন কিছু, যেটা বলা খুব সহজ নয়। কিন্তু চুপ থেকেও আর পারছি না। কারণ ভালোবাসা যখন নিঃস্বার্থ হয়, তখন তাকে মুক্তি দেওয়াটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়।

তোমাকে ভালোবেসেছিলাম সমস্ত হৃদয় দিয়ে—না কোনো শর্তে, না কোনো প্রত্যাশায়। শুধু চেয়েছিলাম, তুমি থাকো ভালো। চেয়েছিলাম, তুমি হাসো। আজ যদি তোমার হাসি কোনো অন্য কারো পাশে থেকে আসে… আমি চাইবো, তুমি সেখানেই থাকো।

আমার ভালোবাসা কোনো জয়-পরাজয়ের গল্প নয়। এটা আত্মার একটা গভীর অনুভব, যেখানে একে অপরকে হারিয়েও ভালবাসা থেকে যায়। আমি জানি, আমরা হয়তো একসাথে হাঁটবো না জীবনের সব পথ। কিন্তু আমার হৃদয়ের সেই কোণায়, যেটা শুধুই তোমার, তা চিরকাল থাকবে অমলিন।

আমি তোমাকে মুক্তি দিচ্ছি… কষ্ট দিয়ে নয়, দোয়া দিয়ে। তুমি যেখানে থাকো, ভালো থেকো। সুখে থেকো। এবং কখনো যদি গভীর রাতের নিস্তব্ধতায় আমার কথা মনে পড়ে, জেনে রেখো—কেউ একজন এখনো নিঃশব্দে তোমার জন্য দোয়া করে যাচ্ছে।

ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ছেড়ে দিয়েও তাকে ভালো থাকা দেখা। আর আমি সেই ভালোবাসাতেই বিশ্বাস করি।

এই ভালোবাসা, এই চোখের জল, এই নীরবতা
—সবকিছু তোমার জন্যই উৎসর্গ করছি।

\\_অবশেষে সৃতির হয়ে থেকে গেলা! হঠাৎ কেমন যেন বুকের বা পাশে দুমড়েমুচড়ে শেষ; মনের অজান্তেই গভীর রাতে চোখের জলে বালিশ ভিজে ...
06/08/2025

\\_অবশেষে সৃতির হয়ে থেকে গেলা! হঠাৎ কেমন যেন বুকের বা পাশে দুমড়েমুচড়ে শেষ; মনের অজান্তেই গভীর রাতে চোখের জলে বালিশ ভিজে যায়; বুকটা শূন্য হয়ে শূন্যতাই শেষ!
আজ ভাগ্যের কি নিয়তি দেখো তুমি অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ!! এতজন আমাকে চায়, এতজনের অভিসাপের ভাগিধারী... তবুও কারও হতে পারি না!! ওহে মায়াবতী কি এমন অদ্ভুত মিথ্যা মায়ার ঝালে বেঁধে রেখেছো আমায়, আর সহ্য হয় না জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে!!তোমাকে নিয়ে ভাবলেই কেন যেন চোখের কোনায় জমে ওঠে একফোঁটা অশ্রু। বুকের ভেতর এক অজানা ব্যথা, যা কেবল তোমার জন্যই।
তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা, বিশেষ। তুমি ছিলে আমার হৃদয়ের খুব কাছের, একদম গভীরে থাকা মানুষ। তোমার স্মৃতি, তোমার হাসি, তোমার স্পর্শ-সব যেন এখনও মনে হয় কালকের কথা। অথচ সেই সব স্মৃতি আজ আমাকে একা করে তোলে। আমি আজও প্রভুর কাছে প্রার্থনা করি, তুমি যেন ভালো থাকো।_তোমার নতুন শহর, নতুন জীবনের নতুন মানুষ-সবকিছু যেন তোমার জন্য সুখ বয়ে আনে। তবে, আমার চোখের কোনায় জমে থাকা এই অশ্রু যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে ছুঁতে না পারে। তোমার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, আর প্রার্থনা। ভালো থেকো তুমি, যেখানে আছো, যার সঙ্গে আছো। তুমি সুখেই থাকো নতুন কোনো শহরে, নতুন কোনো গল্পে, নতুন কোনো মায়ায়।
_তবুও একটা দীর্ঘশ্বাস রয়ে যায়-তুমি আর আমি, আমরা এক হয়ে উঠতে পারলাম না। আমার মনে তুমি সেই একমাত্র বিশেষ মানুষ, যাকে ভুলে যাওয়া অসম্ভব। তোমার ভালো থাকা যেন আমার সমস্ত কষ্টকে সার্থক করে তোলে।
-তোমার স্মৃতি যতই কষ্ট দিক, আমি তবুও চাই, তুমি হাসিখুশি থাকো। নতুন জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমার জন্য আনন্দ বয়ে আনে। ভালো থেকো তুমি, প্রিয়। অবশেষে তোমার এই স্মৃতি হৃদয়ের অন্তিম কোনায় রেখে দেয়া চিরকালের জন্য:)😅💔😓

Good morning 🌞🌄
06/08/2025

Good morning 🌞🌄

05/08/2025

বেঁচে থাকার জন্যে “নিঃশ্বাস” এর চেয়ে “বিশ্বাস” বেশি প্রয়োজন।যেখানে বিশ্বাস নেই সেখানে প্রতিটা শ্বাস’ই “বিষশ্বাসের” মতো!🥀💔

04/08/2025

-যে ফুল যত সুন্দর, তার নিহত হওয়ার সম্ভাবনা তত বেশি.! 🙂💔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Frame & Feel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share