রাফা

রাফা assalamualaikum I'm sharmin this is my vlog page all of you follow it and stay tuned . thank you ❤️
(5)

ক্লাসে ফার্স্ট হবার পর সে অনেক খুশি সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন ❤️
30/05/2025

ক্লাসে ফার্স্ট হবার পর সে অনেক খুশি সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন ❤️

দিনটা অন্য রকম হবার কথা ছিল 💔
13/05/2025

দিনটা অন্য রকম হবার কথা ছিল 💔

ফাইনালি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি এখন তুমি আর তোমার ইগো বা...ল ছেড়া
11/03/2025

ফাইনালি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি এখন তুমি আর তোমার ইগো বা...ল ছেড়া

তবে ভুল ভেবো নাআমি অন্য কারো না 'আমি এখনো তোমারি আছি..!!তবে তুমি আমার না..😅❤️‍🩹
09/03/2025

তবে ভুল ভেবো না
আমি অন্য কারো না 'আমি এখনো তোমারি আছি..!!তবে তুমি আমার না..😅❤️‍🩹

তাকে এতটা ভালোবেসেছিলাম যে তার বুকে মাথা রেখে ঘুমাইনি সে ব্যাথা পাবে বলে বিনিময়ে সে আমার হৃদয়  ভেঙ্গে দিল  💔
09/03/2025

তাকে এতটা ভালোবেসেছিলাম যে তার বুকে মাথা রেখে ঘুমাইনি সে ব্যাথা পাবে বলে বিনিময়ে সে আমার হৃদয় ভেঙ্গে দিল 💔

আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছেঅথচ দেখা হচ্ছে না। আমাদের দেখা হওয়া দরকারজীবন ফুরিয়ে যাচ্ছে যেন আগামীকাল-ই পৃথিবীর শেষ দিন। তোমা...
27/02/2025

আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছে
অথচ দেখা হচ্ছে না।
আমাদের দেখা হওয়া দরকার
জীবন ফুরিয়ে যাচ্ছে
যেন আগামীকাল-ই পৃথিবীর শেষ দিন।

তোমাকে অনেক না বলা কথা আছে,
যা আমি কখনো লিখতে পারিনা।
বলতে পারি না; তাই আমাদের দেখা হওয়া দরকার।
আমি কেবল তোমার চোখে চোখ রাখতে চাই।

-

আমাদের দেখা হওয়া দরকার,আজ না হয় কাল ‍অথবা পরশু।দেখা হওয়া দরকার; দেখানোর জন্য,কে কতটা সুখে থাকার নিখুঁত অভিনয় করতে পারে।আ...
14/02/2025

আমাদের দেখা হওয়া দরকার,
আজ না হয় কাল ‍অথবা পরশু।

দেখা হওয়া দরকার; দেখানোর জন্য,
কে কতটা সুখে থাকার নিখুঁত অভিনয় করতে পারে।

আমার বিশ্বাস এবারো তুমিই জিতে যাবে,
আমার বিশ্বাস আগের মতো এখনো আমি তোমার সামনে-
মোমের মতো গলে যাবো।

বলে দেবো সব;
যা জমিয়ে রেখেছিলাম কুড়ি বছর ধরে,
তবুও আমাদের -আরেকটিবার দেখা হোক।

😞

শত্রু মারা গেলে তার জন্য কষ্ট হয় আর প্রিয় মানুষ বদলে গেলে এক আকাশ পরিমান ঘৃণা জন্মায়
10/02/2025

শত্রু মারা গেলে তার জন্য কষ্ট হয়
আর প্রিয় মানুষ বদলে গেলে এক আকাশ পরিমান ঘৃণা জন্মায়

আচ্ছা সম্পর্কের বয়স বাড়লে তোমরা ব্যস্ত হয়ে যাও কেনো? এত বোরিং হয়ে যাও কেনো? রোজ নিয়ম করে কিছুক্ষণ ভালোমন্দ কথা বললে এতেই...
06/02/2025

আচ্ছা সম্পর্কের বয়স বাড়লে তোমরা ব্যস্ত হয়ে যাও কেনো? এত বোরিং হয়ে যাও কেনো? রোজ নিয়ম করে কিছুক্ষণ ভালোমন্দ কথা বললে এতেই শেষ। কেনো? মাঝেমাঝে হুটহাট কল দিয়ে বলতে পারো "আমি তোমাকে মিস করছি।তোমার কথা খুব মনে পড়ছে। কিংবা সহজ ভাষায় বলে দিতে পারো- ভালোবাসি তোমাকে।" সম্পর্কের যত্ন নিতে শেখো। প্রিয় মানুষটিকে নিজের সর্বোচ্চ টা দিয়ে আগলে রাখো। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হয় অ'বহেলা।সময় থাকতে কদর করো, হারিয়ে ফেলার পর কখনোই তা আর ফিরে পাবেনা। সম্পর্ক সুন্দর রাখতে সময়ের প্রয়োজন হয়না, গুরুত্বের দরকার। ❤️‍🩹
©

06/02/2025

মানুষ কষ্টে না থাকার জন্য সারা জীবন কষ্ট করে কি অদ্ভুত

পাওয়া কিংবা না পাওয়ার নয়, তোমারে ভালোবাসি কারণ তোমারেই ভালোবাসতে ভালো লাগে।🌸🖤
06/02/2025

পাওয়া কিংবা না পাওয়ার নয়,
তোমারে ভালোবাসি কারণ তোমারেই ভালোবাসতে ভালো লাগে।🌸🖤

31/12/2024

স্মৃতির পাতায় মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ২০২৪ সাল মনে থাকবে
এতটাই স্পেশাল এই বছর

Address

Dhaka
Alamdanga
7210

Alerts

Be the first to know and let us send you an email when রাফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাফা:

Share