BSPL Traveler

BSPL Traveler যেই কাজ করতে আপনার ভালো লাগে । সেই কাজেই পাবেন আপনি সফলতা ইনশাল্লাহ........ ✍✍

ছোট্ট আবিদের নিঃসঙ্গ পৃথিবী। মাত্র ৪ বছর বয়সে আবিদের জীবন থেকে বাবা-মা দুজনই হারিয়ে গেলো। যে বয়সে মায়ের কোল আর বাবার হাত...
16/09/2025

ছোট্ট আবিদের নিঃসঙ্গ পৃথিবী।
মাত্র ৪ বছর বয়সে আবিদের জীবন থেকে বাবা-মা দুজনই হারিয়ে গেলো। যে বয়সে মায়ের কোল আর বাবার হাত ধরে হাঁটার কথা, সে বয়সে তাকে দাঁড়াতে হচ্ছে একা পৃথিবীর মুখোমুখি। নিষ্পাপ চোখে লুকানো হাজারো প্রশ্ন, অথচ উত্তর দেওয়ার মতো কেউ নেই পাশে।

এই ছোট্ট ফেরেশতার কষ্ট শুধু তাকেই নয়, আমাদেরকেও গভীরভাবে নাড়া দেয়। আবিদের জীবন যেন ভালোবাসা আর মমতায় ভরে ওঠে—এ দায় আমাদের।

একটা বয়সে এসে প্রতিটা মানুষ চাই,    যদি  ছোটবেলাটা আবার ফিরে পাওয়া যেতো  ।  প্রতিটা মানুষের জীবনের  সুন্দরতম মূহুর্ত ছোট...
30/08/2025

একটা বয়সে এসে প্রতিটা মানুষ চাই, যদি ছোটবেলাটা আবার ফিরে পাওয়া যেতো ।

প্রতিটা মানুষের জীবনের সুন্দরতম মূহুর্ত ছোটবেলাতে ফেলে রেখে আসে ।

27/08/2025

রাসূলুল্লাহ (সা.) বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে।

আলহামদুলিল্লাহ🤲

বছর কয়েক আগে মেয়েটির বাবা ঢাকায় চলে এসেছিলেন “ভালো জীবনের” খোঁজে। শুরুতে গ্রামের বাড়িতে থাকা স্ত্রী ও মেয়ের জন্য টাকা পা...
20/08/2025

বছর কয়েক আগে মেয়েটির বাবা ঢাকায় চলে এসেছিলেন “ভালো জীবনের” খোঁজে। শুরুতে গ্রামের বাড়িতে থাকা স্ত্রী ও মেয়ের জন্য টাকা পাঠালেও, সময়ের সাথে সাথে সেই দায়িত্ববোধ উধাও হয়ে যায়। যোগাযোগ কমতে কমতে একসময় একেবারেই হারিয়ে যায়। স্ত্রী কেবলই অপেক্ষা করতে থাকেন—হয়তো একদিন স্বামী ফিরে আসবেন, অথবা কোনো খোঁজ দেবেন। কিন্তু সেই প্রতীক্ষা দিনে দিনে যন্ত্রণায় পরিণত হয়।

অবশেষে একদিন, আর না পেরে তিনি ছোট্ট মেয়েকে নিয়ে ঢাকা শহরে স্বামীকে খুঁজতে বের হন। অচেনা শহরের ব্যস্ত রাস্তা, ধোঁয়া-ধুলা আর মানুষের ভিড়ের মাঝে দিন গড়িয়ে যায়। তিনি প্রত্যেক কোণায় খুঁজেছেন, পরিচিতজনদের জিজ্ঞেস করেছেন, কিন্তু কোথাও স্বামীর সন্ধান মেলেনি। হয়তো ইচ্ছা করেই মানুষটি নিজেকে আড়ালে রেখেছে, যাতে স্ত্রী ও সন্তানের দায়িত্ব থেকে মুক্তি পায়।

দিন যেতে থাকে, হাতে থাকা সামান্য টাকা ফুরিয়ে যায়। খাবার জোগাড় করা দুঃসাধ্য হয়ে ওঠে। মা ক্ষুধা সহ্য করলেও ছোট্ট মেয়ের ক্ষুধার্ত চোখের দিকে তাকানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। একসময় সেই শিশু আর দাঁড়িয়ে থাকতে পারল না—ক্ষুধা, ক্লান্তি আর অসুস্থতার ভারে রাস্তায় মাটিতে লুটিয়ে পড়ল।

পথচারীরা কেউ পাশ কাটিয়ে চলে গেল, কেউ কেবল একঝলক তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সেই ছোট্ট প্রাণটি পড়ে রইল ধুলোয়, চোখ বন্ধ করে, যেন জীবনের সব রঙ হারিয়ে গেছে। আর এর সব কিছুর পেছনে দায়ী সেই মানুষ—যিনি বাবা হয়েও দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছেন।

আমরা এমনিঃ-১/ প্রাইমারী সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। যেই বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিং এর জন্য বসে ছিল। স্ক...
21/07/2025

আমরা এমনিঃ-
১/ প্রাইমারী সেকশন নাকি ছুটি হয়ে গিয়েছিল। যেই বাচ্চাগুলো মারা গেছে তারা স্কুল শেষে কোচিং এর জন্য বসে ছিল। স্কুলের পর নাকি কোচিং করতে হয়, তাও স্কুলের ভেতরেই৷

২/ যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের। তাও রাশিয়ান বিমানের চাইনিজ রেপ্লিকা।

৩/ পুরো উত্তরায় কোন বার্ণ ইউনিট নেই।

৪/ বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

৫/ ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন উতসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। জনতার ভীড়ে ফায়ার সার্ভিসও ঠিকঠাক ভেতরে ঢুকতে পারে নাই।

৬/ আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৭/ মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৮/ উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৯/ বার্ণ ইউনিটে বিভিন্ন রাজনৈতিক নেতারা "খোজ" নিতে গিয়েছেন, সাথে বিশাল দলবল নিয়ে। সাংবাদিকদের কান্নাজড়িত গলায় সাক্ষাতকার দিচ্ছেন।

জ্বি, আমাদের দেশটা এমনই! আমরা এমনই!

এই জঘন্য দেশের সবচেয়ে কোমলমতি নিষ্পাপ বাচ্চাগুলোই এমন দুর্ভাগ্য বরণ করলো! দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন 🤲

বৃষ্টির দিনে চারিদিকে বৃষ্টি হচ্ছে আর আপনি এখানে বসে আছেন ।   ভাবুন একবার অনূভুতিটা কেমন ।
29/05/2025

বৃষ্টির দিনে চারিদিকে বৃষ্টি হচ্ছে আর আপনি এখানে বসে আছেন । ভাবুন একবার অনূভুতিটা কেমন ।

প্রকৃতির ভয়ংকর রূপ  🌧️🌩️
29/05/2025

প্রকৃতির ভয়ংকর রূপ 🌧️🌩️

27/05/2025

পর্দাশীল মেয়ে ফেসবুক ব্লগারদের ঠেলায় বাড়ির মেয়েদের সামলানো কষ্টকর হয়ে যাচ্ছে 😫

( পাশের বাড়ির আপা এতো ডলার পাইছে )

23/05/2025

ব্রেকিং নিউজ
চট্টগ্রাম পতেঙ্গা বীচে প্রকাশ্য গো-লাগু-লি চলছে
গু'লিবিদ্ধ কয়েকজন রাস্তায় পড়ে আছে ।
চেক কমেন্ট 👇

ভালোবাসার নামে বিষ এগুলো! জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, জানেন?আমরা সন্তানকে ভালোবাসি। তার ভালো...
22/05/2025

ভালোবাসার নামে বিষ এগুলো! জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, জানেন?

আমরা সন্তানকে ভালোবাসি। তার ভালো চাই বলেই তার মুখে এক চামচ আরেক চামচ খাবার তুলে দিই। কখনো সে না চাইলে মুখ জোর করে খুলে দিই, চোখ রাঙিয়ে বলি, “না খেলে বড় হবে কী করে?” কিন্তু জানি কি, এই ভালোবাসার চাপে, আদরের নামে কখনো কখনো মৃ**ত্যুও এসে যেতে পারে?

সম্প্রতি এই হৃদয়বিদারক ঘটনা চোখে পড়েছে। অসুস্থ অবস্থায় একটি ছোট্ট শিশু হাসপাতালে আনা হয়। কিন্তু কিছুই করার ছিল না। চিকিৎসক জানান, অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণেই শিশুটির মৃ**ত্যু হয়েছে।
ভাবা যায়?
আমার বুক ফেটে কান্না আসছে এটা দেখে!😔😔

শিশুর শরীর ছোট, হজমক্ষমতা সীমিত। তারা যখন না খেতে চায়, অনেক সময় শরীর নিজেই সংকেত দেয়,আমি এখন নিতে পারছি না। কিন্তু আমরা বড়রা সেই সংকেত বুঝতে না পেরে নিজেদের চিন্তাধারাই চাপিয়ে দিই। যেন না খেলে সে অপুষ্টিতে ভুগবে, দুর্বল হয়ে পড়বে, অথচ অতিরিক্ত খাওয়ানো যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে, সেটা ভুলেই যাই।

মনে রাখবেন,অতিরিক্ত খাওয়ানোর ফলে বমি ও শ্বাসকষ্ট হতে পারে!!জোর করে খাওয়ালে খাবার শ্বাসনালিতে ঢুকে যেতে পারে।
পেটের অস্বস্তি ও ফোলাভাব, গ্যাস হয় যা শিশু বুঝিয়ে বলতে পারে না, কিন্তু কষ্ট পায়!!

আমার পেজে অনেক মা আছেন,আমি রিকোয়েস্ট করছি প্লিজ শিশু না চাইলে জোর করবেন না।
বাচ্চার স্বাভাবিক খাওয়ার ইচ্ছাকে সম্মান জানাবেন!!

আর বাচ্চার খাবার কখনো পরিমাণে নয়,পুষ্টিতে গুরুত্ব দিবেন সবসময়!!

অবশ্যই খেয়াল রাখবেন,খাওয়ানোটা যেন খেলার মতো মজা হয়, ভয়ের নয়!!

আমাদের সন্তানের সুস্থতা আমাদের সচেতনতার ওপরই নির্ভর করে। আদর করুন, খেয়াল রাখুন, কিন্তু কখনোই ভালোবাসার নামে তার ক্ষতি করে ফেলবেন না।
🥺🥺
সচেতনতামূলক পোস্ট হিসেবে সবার টাইমলাইনে শেয়ার করে দিবেন এটা,প্রতিটা মা যেনো নিজের ভুলটা বুঝতে পারে।।😔

©️

🛑 ঝড় বৃষ্টি শুরু হবার পর্বে
17/05/2025

🛑 ঝড় বৃষ্টি শুরু হবার পর্বে

Address

Alamdanga
7210

Telephone

+8801511307507

Website

Alerts

Be the first to know and let us send you an email when BSPL Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BSPL Traveler:

Share