
18/09/2025
"আলমডাংগাবাসী হারালো আরেকজন উজ্জ্বল নক্ষত্র কে"
আলমডাঙ্গা রথতলা নিবাসী বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে অন্যতম উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্নধর জনাব গিরিধারী লাল মোদি কাকা (৭৮) আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইহকালের মায়া ত্যাগ করেছেন।
শিল্পপতির পাশাপাশি গিরিধারী লাল মোদি কাকা একজন দাতা ও সমাজসেবী হিসেবে সারাদেশে পরিচিত। এলাকার পাশাপাশি দেশের নানান স্থানে তিনি বহু জনহিতকর কাজ করেছেন। আলমডাঙ্গা কালীমন্দির নির্মাণ, আলমডাঙ্গার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পুননির্মাণ, আধুনিকায়নকরণ তাঁরই অবদান। আলমডাঙ্গার নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন তার হাত ধরেই শুরু হয়েছিলো তিনি এই নামযজ্ঞ অনুষ্ঠানে মোটা অংকের চাঁদা প্রদানের পাশাপাশি অনুষ্ঠান আয়োজন ও নিজে উপস্থিত থেকে তদারকিতে সার্বিকভাবে জড়িত থাকেন। অর্থ-বস্ত্র দান খয়রাতেও তাঁর উদার মনের পরিচয় মেলে।
ব্যক্তিজীবনে তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।
এলাকার বিশিষ্ট শিল্পপতি ও কিংবদন্তি গিরিধারী লাল মোদি কাকার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারবর্গের গভীর সমবেদনা জানাচ্ছি।