Aayan Kid's Cartoon

Aayan Kid's Cartoon Welcome To My Ayaan Kids Cartoon Page..

॥ টেলিফোন ॥কাজী আবুল কাসেমক্রিং ক্রিং টেলিফোন হ্যালো। হ্যালো।  হ্যালে। কে—তুমি, কাকে চাই বলো বলো বলো।আমি ম্যাও, হলো ক্যা...
20/06/2025

॥ টেলিফোন ॥
কাজী আবুল কাসেম
ক্রিং ক্রিং টেলিফোন
হ্যালো। হ্যালো। হ্যালে।
কে—তুমি, কাকে চাই
বলো বলো বলো।
আমি ম্যাও, হলো ক্যাট,
ই'দুরকে চাই—
জরুরী আলাপ আছে
তুমি কে হে ভাই?
আমিই ইদুর, তবে
কথা হলো এই—
আমি গেছি মার্কেটে
বাড়ীতেই নেই।
ক্রিং ক্রিং টেলিফোন—
শোন হে ইদুর।
—শুনবো না শুনবো না
দূর দূর দূর।।

রাজার দুঃখসত্যজিৎ রায়এক যে ছিল রাজাতার ভারি দুঃখ,দ্যাখ রাজা, কাঁদে রাজা,আহা রাজা, বেচারা রাজার ভারি দুখ!দুঃখ কিসে হয়?অ...
09/06/2025

রাজার দুঃখ
সত্যজিৎ রায়
এক যে ছিল রাজা
তার ভারি দুঃখ,
দ্যাখ রাজা, কাঁদে রাজা,
আহা রাজা, বেচারা রাজার ভারি দুখ!
দুঃখ কিসে হয়?
অভাগার অভাবে জেনো শুধু নয়—
যার ভাণ্ডারে রাশি রাশি
সোনাদানা ঠাসাঠাসি
তারও ভয়,
জেনো সে-ও সুখী নয়।
দুঃখ যাবে কি?
বিরস বদনে রাজা ভাবে কী?
যারে তারে দিয়ে শাস্তি
রাজা কখনো সোয়াস্তি
পাবে কি?
দুঃখ যাবে কি?
দুঃখ কিসে যায়?
প্রাসাদেতে বন্দি রওয়া বড় দায়।
একবারে ত্যাজিয়ে সোনার গদি
রাজা মাঠে নেমে যদি
হাওয়া খায়,
তবে রাজা শান্তি পায়।

একদিন এক শিক্ষক একটি অংক কষতে দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, "তোমাদের মধ্যে যে অংকটি পারবে, তাকে আমি এই জুতা জোড়া ...
08/06/2025

একদিন এক শিক্ষক একটি অংক কষতে দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, "তোমাদের মধ্যে যে অংকটি পারবে, তাকে আমি এই জুতা জোড়া উপহার দেব।
প্রায় প্রত্যেকেই অংকটির সঠিক উত্তর দিল।
শিক্ষক কিছুটা হতাশ হয়ে বললেন, "আমি তো মাত্র একজনকে জুতা দিতে পারব। একটা কাজ করো, একটা বাক্স নিয়ে এসো, লটারি করা যাক! তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সের মধ্যে দাও। লটারিতে যার নাম উঠবে সে-ই জুতা জোড়া পাবে।"
শিক্ষকের কথামতো ছাত্রছাত্রীরা তাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সে ফেলল। শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলে বললেন, "আমি কি নামটি পড়ব?"
ছাত্রছাত্রীরা সমস্বরে বলল, "পড়ুন স্যার!"
শিক্ষক পড়লেন, "রাজু। রোল নম্বর ১।"
ছাত্রছাত্রীরা হাত তালি দিয়ে রাজুকে অভিনন্দন জানাল। শিক্ষক নিজের হাতে জুতা জোড়া বিজয়ী ছাত্রের হাতে তুলে দিলেন।
কিছু সময় পর টিচার্স রুমে ওই শিক্ষককে কাঁদতে দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন, "স্যার, আপনার চোখে পানি কেন?"
শিক্ষক জুতার ঘটনা খুলে বলে বললেন, "রাজু ক্লাসের একমাত্র ছাত্র যে কিনা খালি পায় ক্লাসে আসে। আসলে ওরা খুব গরীব, নতুন জুতা কিনে দেবার মতো সামর্থ্য ওর বাবা মায়ের নেই। আমি তাই ওর কথা চিন্তা করেই অংকটি কষতে দিয়েছিলাম। যখন ক্লাসের অনেকেই অংকের সঠিক উত্তর দিল, হতাশ হলাম। কিন্তু লটারির বাক্স খোলার পর আমি এক অবাক করা দৃশ্য দেখতে পেলাম। দেখলাম, ছেলেমেয়েরা তাদের নিজেদের নাম না লিখে সবাই রাজুর নাম লিখেছে, যাতে করে জুতা জোড়া রাজুই পায়!"

Address

Alamdanga Chuadanga
Alamdanga
7210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aayan Kid's Cartoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share