News of Alfadanga - নিউজ অব আলফাডাঙ্গা

News of Alfadanga - নিউজ অব আলফাডাঙ্গা আলফাডাঙ্গার সব খবর, সবার আগে জানতে পেজটিতে লাইক দিন। আলফাডাঙ্গার সব খবর সবার আগে পেতে পেজটি লাইক ও ফলো দিন। ধন্যবাদ।

06/09/2025

শোক সংবাদ
আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিমের পিতা বীর মুক্তিযোদ্ধা হবি মিয়া ইন্তেকাল করেছেন।

চাঁদাবাজির মামলায় সিকদার লিটনের জামিন আবেদন নামঞ্জুরনিজস্ব প্রতিবেদক, ঢাকা: চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ফরিদপুর-১ আসনে...
03/09/2025

চাঁদাবাজির মামলায় সিকদার লিটনের জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুলের সাবেক পিএস সিকদার লিটনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার দুপুরে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশ ফরিদপুর শহর থেকে সিকদার লিটনকে গ্রেপ্তার করে।

অতীতে তিনি বিভিন্ন সময়ে একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে ফের ভিন্ন ভিন্ন অভিযোগে আলোচনায় আসেন তিনি। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে জড়িয়েও মামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিকদার লিটন বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয় দিয়ে কাজ করতেন বলে জানা যায়। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তার মোবাইল ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখে অস্বাভাবিক কিছু তথ্য পেয়েছে।

এছাড়া ভুয়া মামলার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া, ভিন্ন ভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক দেখানোসহ নানা ধরনের অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ফরিদপুরের আলফাডাঙ্গার চরডাঙ্গা গ্রামের বাসিন্দা সিকদার লিটন বর্তমানে দুদকের এক মামলায়ও আসামি। সংস্থাটির তদন্তে তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। মামলাটি এখন আদালতে বিচারাধীন।

স্থানীয়ভাবে তিনি বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। অভিযোগ আছে, রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামেও অর্থ গ্রহণ করেছেন।

ব্রেকিং নিউজ: হ ত্যা ও চাঁ দা বা জিসহ একাধিক প্রতারণা মামলার আসামি সিকদার লিটনকে ফরিদপুরে ডিবি পুলিশ গ্রে প্তা র করেছে।
28/08/2025

ব্রেকিং নিউজ: হ ত্যা ও চাঁ দা বা জিসহ একাধিক প্রতারণা মামলার আসামি সিকদার লিটনকে ফরিদপুরে ডিবি পুলিশ গ্রে প্তা র করেছে।

23/08/2025

Good Morning Everyone 🌞

কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশবৃহস্পতিবার কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে অনুষ্ঠিত হয়...
21/08/2025

কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

বৃহস্পতিবার কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। তারা নিজেদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরে ভবিষ্যৎ পরীক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান।

এসময় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি, পড়াশোনার কৌশল ও সাফল্যের পথে এগিয়ে যেতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

গোপালপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বাজড়া ঘাটের রোড ভাঙনের মুখেগোপালপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বাজড়া ঘাটে যাওয়ার রাস্তাটি এখন ...
21/08/2025

গোপালপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বাজড়া ঘাটের রোড ভাঙনের মুখে

গোপালপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বাজড়া ঘাটে যাওয়ার রাস্তাটি এখন ভোগান্তির চরম শিখরে। দিন দিন রাস্তাটির অবস্থা এতটাই করুণ হয়ে পড়ছে যে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার করা প্রয়োজন।

তাদের মতে, সংস্কারের পর রোডের দুই প্রান্তে পিলার বা এ ধরনের কিছু বসানো দরকার, যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে। অতিরিক্ত ওভারলোড গাড়ি চলাচলের কারণেই আজ এ রাস্তাটির এমন দুরবস্থা তৈরি হয়েছে। সময়মতো ব্যবস্থা নিলে রাস্তাটি দীর্ঘদিন ভালো থাকবে বলেও মনে করছেন তারা।

জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি এলাকাবাসীর।

আলফাডাঙ্গায় ত্রাস সৃষ্টির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল গ্রেপ্তারস্টাফ রিপোর্টার:ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক ম...
12/07/2025

আলফাডাঙ্গায় ত্রাস সৃষ্টির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি ইনামুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইনামুল হাসানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা আছে। ওই মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি সে। মামলাটি দায়ের হয়েছিল ২০২৫ সালের ১৫ জানুয়ারি। গ্রেপ্তারের পর পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং রবিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার ইনামুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।’

২০২৪ সালের ১৩ আগস্ট পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আলফাডাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী একটি মিছিল বের করে। আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তায় তারা হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৭০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩ হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ইনামুল ওই মামলার অন্যতম আসামি হিসেবে পলাতক ছিলেন।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতা সাম্প্রতিক সময়ে একাধিক যুবদল নেতাকে লাঞ্ছিত করে এবং তাদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তার নেতৃত্বে শতাধিক হেলমেটধারী ক্যাডার রামদা, রড, হকিস্টিক নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে—যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় আরও সাতজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়দের মতে, ইনামুল হাসান নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগের মনোনয়নে তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেও নানা অভিযোগে দেড় বছর বরখাস্ত ছিলেন। ২০২২ সালের নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।

ইনামুলের বিরুদ্ধে জমি দখল, নারী কেলেঙ্কারি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাজার থেকে মাসোহারা আদায়সহ অসংখ্য অভিযোগ রয়েছে। ইনামুলের ভাই মাহবুবও ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি।

বিশ্বস্ত সূত্র জানায়, সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইনামুল দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অপকর্ম চালিয়ে আসছিলেন। আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত ক্যাডার বলেও এলাকায় পরিচিত ছিলেন তিনি।

পুলিশ বলছে, ইনামুলের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং অতীতে সংঘটিত নানা অপরাধের বিষয়েও আলাদা করে তদন্ত শুরু করা হয়েছে।

ইনামুলের অত্যাচার নিয়ে যা বলছে বিএনপি:

ছাত্রলীগের সাবেক নেতা ইনামুল হাসানের নেতৃত্বে গঠিত একটি সন্ত্রাসী চক্রের দাপটে গত ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছাড়া ছিলেন বলে অভিযোগ করেছেন দলটির একাধিক নেতা। আলফাডাঙ্গা শহর, গোপালপুর ইউনিয়ন এবং আশপাশের এলাকায় বিএনপি-সমর্থিত ব্যক্তি ও পরিবারগুলোর ওপর চলেছে নির্যাতন ও হয়রানি। বিএনপি নেতারা বলেন, ‘শেখ হাসিনা দেশ ছাড়লেও ইনামুলের আওয়ামী প্রভাব কমেছিল না।’

সূত্র জানায়, শেখ হাসিনার সভাপতিত্বে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন (টেলিগ্রাম) মিটিংয়ে অংশ নেন ইনামুল হাসান। মিটিংয়ে আব্দুর রহমান সভাপতিত্ব করেন। সেখানে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের মাঠে থেকে পরিকল্পিত নাশকতার ছক কষতে এবং তা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ইনামুল নিজের সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে মাঠে সক্রিয় হয়ে উঠে।

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত সর্বশেষ কথিত উপজেলা পরিষদ নির্বাচনে ইনামুল বাহিনীর বিরুদ্ধে ভোটকেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাই, বুথ ভাঙচুর, সাধারণ ভোটারদের মারধর এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। নিরীহ ভোটাররা মামলা করতে থানায় গেলে পুলিশ ইনামুলের নাম বাদ দিয়ে এজাহার দিতে বলে।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন ইনামুল হাসানের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি খেয়াঘাট নিয়ম ভেঙে ঘুষের বিনিময়ে ইজারা দেন তিনি, যা পরবর্তীতে উপজেলা প্রশাসন বাতিল করে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এক মাঝিকে মারধর করেন। এ ঘটনায় মাঝি ওবায়দুর রহমান থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নম্বর ১১৬৮)।

ইনামুলের বিরুদ্ধে রয়েছে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন, পরে বিবাহবিচ্ছেদ ঘটানো, প্রবীণদের সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং জুয়ার আসর পরিচালনার মতো গুরুতর অভিযোগও। তিনি ইউনিয়ন পরিষদের কার্যালয়ের একটি কক্ষ নিয়মিত জুয়ার আসরে ভাড়া দিতেন বলে স্থানীয়দের অভিযোগ। বয়স্কভাতা, বিধবাভাতা, শিশু কার্ড বিতরণ এবং গৃহহীনদের বরাদ্দকৃত ঘর নিয়ে মোটা অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চাকরির আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ নেওয়ার একাধিক অভিযোগে এলাকাবাসী তার বিরুদ্ধে বারবার ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে। এমনকি সরকারি চাল বিতরণে দুর্নীতি, টিআর-কাবিখা প্রকল্পে অনিয়ম, রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ নানা অভিযোগে তিনি দীর্ঘদিন ধরেই বিতর্কিত ছিলেন।

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক ফরিদপুরের আ...
28/06/2025

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কমিটিগুলোর কার্যক্রমে স্থবিরতা এবং সাংগঠনিক ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তস্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলার আওতাধীন আল...
23/06/2025

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলার আওতাধীন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দল পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্রুতই একটি ১৫ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে বলে দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ কমিটি নতুন নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখবে এবং মাঠপর্যায়ে বিএনপির কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে।

বিলুপ্ত কমিটির কেউ পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দলীয় পরিচয়ে কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছে জেলা বিএনপি।

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা সোহরাব হোসেন বুলবুল গ্রে/প্তারস্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা ইউ...
13/06/2025

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা সোহরাব হোসেন বুলবুল গ্রে/প্তার

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলকে গ্রে/প্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রে/প্তার করা হয়।

একইদিন সকালে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ভোরে পুলিশ তার বাড়ি থেকে সোহরাব হোসেনকে গ্রে/প্তার করে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।'

কোন মামলায় গ্রে/প্তার দেখানো হতে পারে জানতে চাইলে ওসি বলেন, 'এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি; পূর্বেও তার বিরুদ্ধে মামলা আছে।' আদালতে পাঠানোর পর বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জানা গেছে, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল ফরিদপুর জেলা কৃষকলীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক। তার সঙ্গে পলাতক সাবেক মন্ত্রী (মৎস ও প্রাণি সম্পদ) আব্দুর রহমানের ব্যাপক ঘনিষ্ঠতা ছিল। তাছাড়া টিআর, কাবিখা, বয়স্ক ভাতাসহ সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎতের অভিযোগ রয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে নানা অনিয়মের অভিযোগ এনে সোহরাব হোসেন বুলবুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন স্থানীয় একজন ব্যক্তি। তাছাড়া সাম্প্রতিক সময়ে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এক বক্তৃতায়__ সোহরাব হোসেন বুলবুলকে গণ/ধো/লাই দেওয়ার ঘোষণা দেন।

কৃষকলীগ নেতা বুলবুলকে অ/স্ত্র/ধারী, ভোট ডা/কাত উল্লেখ করে নাসিরুল ইসলাম বলেন, '৫ আগস্টের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আলফাডাঙ্গায় অ/স্ত্র মিছিল হয়েছে। সেই মিছিলে এই ইউনিয়নের ভোট ডা/কাত সোহরাব হোসেন বুলবুল ছিলেন। কিন্তু মামলা থেকে তার নামটি কৌশলে বাদ হয়ে গেল।'

এসময় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, 'এই বুলবুলকে গ্রে/প্তার করতে হবে। তাকে গ্রে/প্তার না করা পর্যন্ত আপনারা ঘরে ফিরে আসবেন না।'

📢 আজ আলফাডাঙ্গায় বিশেষ তাফসীর মাহফিল 📢আজ শুক্রবার, ১৩ জুন, দুপুর ২টা থেকে📍 আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি উচ্চ বিদ্...
13/06/2025

📢 আজ আলফাডাঙ্গায় বিশেষ তাফসীর মাহফিল 📢

আজ শুক্রবার, ১৩ জুন, দুপুর ২টা থেকে
📍 আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
তাফসীর পেশ করবেন—

🕌 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার
🎤 মুফতি আমির হামজা (দা.বা.)

💬 শান্তিপূর্ণ পরিবেশে কুরআনের আলোকে জীবন গঠনের মহামূল্যবান বয়ান শুনতে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনাকে ও আপনার পরিবারকে।

🕋 আসুন, কুরআনের বাণীতে আলোকিত হই।

11/06/2025

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, স শ স্ত্র মহড়া ও হুম কি দাতাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৭জনকে গ্রেপ্তার করেছে। তবে অভিযানের প্রধান টার্গেট ইনামুল, মাহবুব, তারিকুল পলাতক রয়েছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

Address

Alfadanga, Faridpur, Dhaka
Alfadanga

Website

Alerts

Be the first to know and let us send you an email when News of Alfadanga - নিউজ অব আলফাডাঙ্গা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category