
12/07/2025
আলোকদিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর পানিতে টানা বৃষ্টিতে যে ভরপুর হয়ে গেছে, তা প্রকৃতির এক অনন্য দৃশ্যপট সৃষ্টি করেছে। গ্রামের চারপাশে জলরাশি ছেয়ে গেছে, সবুজ ধানক্ষেত আর গাছপালায় পড়ছে বৃষ্টির ফোঁটা, বাতাসে এক অন্যরকম স্নিগ্ধতা এনে দিয়েছে।
এই সময় নদীর কূল ছাপানো পানি তেমনি আবার প্রকৃতির অপরূপ রূপও উপহার দেয়। চারদিকে যেন এক শান্ত, ধোয়া ধোয়া আবহাওয়া, নতুন প্রাণের সজীবতা নিয়ে এসেছে। এটাই গ্রামবাংলার বর্ষার আসল সৌন্দর্য—যেখানে ভয় আর মুগ্ধতা পাশাপাশি থাকে। ছবি আলোকদিয়া ব্রিজ মাগুরা ২০২৫ !! 😍