Rana 1.0

Rana 1.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rana 1.0, Digital creator, Dhaka, Amjhupi.

আসসালামু আলাইকুম সবার ভালোবাসা ও দোয়া নিয়ে ছোট বড় নতুন পুরাতন সকল বন্ধুদের নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। সকল বন্ধুদের ভালবাসা অবিরাম। কথায় আছে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। তাই একসাথে আমরা পথ চলতে চাই।আল্লাহ আমাদের সহায় হোক। সকল বন্ধুদের ধন্যবাদ। রানা

-||-🖤🌸✨তোমার আর আমার দূরত্ব হয়তো শতমাইলের কিন্ত চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে।
01/02/2025

-||-🖤🌸✨তোমার আর আমার দূরত্ব হয়তো শতমাইলের কিন্ত চোখ বন্ধ করলেই তুমি আমার পাশে।

⎯⃝🩵🖤💔⎯͢⎯⃝🌼ভালোবাসা থাকা সত্ত্বেওকিছু কিছু সম্পর্কভুল বোঝা বুঝিরকারণে নষ্ট হয়ে যায়💙 ༅༎•-🥀💘🙇-🥀༅༎•─
01/02/2025

⎯⃝🩵🖤💔⎯͢⎯⃝🌼
ভালোবাসা থাকা সত্ত্বেওকিছু কিছু সম্পর্কভুল বোঝা বুঝিরকারণে নষ্ট হয়ে যায়💙
༅༎•-🥀💘🙇-🥀༅༎•─

⎯⃝🩵🖤💔⎯͢⎯⃝🌼-!._۵ღ༎🤗🌻যেই খাঁচাতে থাইকাশিখলি প্রেমের মানেটাসেই খাঁচাটা ছাইড়াযাইতেও কষ্ট পাইলি না।🌸 ༅༎•-🥀💘🙇-🥀༅༎•─       ゚vir...
31/01/2025

⎯⃝🩵🖤💔⎯͢⎯⃝🌼
-!._۵ღ༎🤗🌻যেই খাঁচাতে থাইকাশিখলি প্রেমের মানেটাসেই খাঁচাটা ছাইড়াযাইতেও কষ্ট পাইলি না।🌸
༅༎•-🥀💘🙇-🥀༅༎•─

゚viralシ

29/01/2025

⎯⃝🩵🖤💔⎯͢⎯⃝🌼
পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল আমার মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির শতদল
༅༎•-🥀💘🙇-🥀༅༎•─

27/01/2025

⎯⃝🩵🖤💔⎯͢⎯⃝🌼
একাকীত্ব একটি অভ্যাসে দাঁড়িয়ে গেলেসেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য।
༅༎•-🥀💘🙇-🥀༅༎•─

জাফর ইবন সুলায়মান রহ. বলেন যে, একদা আমি এবং মালেক ইবন দিনার একসঙ্গে বসরা শহরে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা একটি আলিশান মহলের ...
26/01/2025

জাফর ইবন সুলায়মান রহ. বলেন যে, একদা আমি এবং মালেক ইবন দিনার একসঙ্গে বসরা শহরে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা একটি আলিশান মহলের কাছে গিয়ে এর ভিতরে প্রবেশ করে দেখলাম যে, মিস্ত্রী ও অন্যান্য শ্রমিকরা কাজ করতেছে। মহলটির একপাশে বসে আছে অত্যন্ত সুন্দর সুদর্শন এক যুবক। এরকম সুন্দর পুরুষ আমরা আগে কখনও দেখিনি। যুবকটি মহল নির্মাণ সমাপ্তির অপেক্ষা করছিল। সে মিস্ত্রী ও শ্রমিকদের অমুক অমুক কাজ করার তাগীদ দিচ্ছিল। এ অবস্থা দেখে আমাকে মালেক ইবন দিনার বলেন, দেখেছ লোকটি কত সুন্দর এবং মহল তৈরির প্রতি তার কেমন আগ্রহ? তাকে দেখে আমার বড় করুণা হলো। আমার ইচ্ছে হচ্ছে তার জন্য আল্লাহর কাছে দোআ করতে যাতে আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দেন। যেন সে জান্নাতের যুবকদের অর্ন্তভূক্ত হয়ে যায়। আলাপ আলোচনার পর আমরা যুবকের কাছে গিয়ে সালাম করলে সে সালামের জবাব দিল বটে, কিন্তু মালেক রহ. কে চিনতে পারেনি। কিছুক্ষণ পর সে তাকে চিনতে পেরে তাকে সম্মান করল এবং নিবেদন করল, জনাব কি উদ্দেশ্যে আগমন? হযরত মালেক রহ. বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে, তুমি এ মহলে কি পরিমাণ টাকা পয়সা ব্যয় করার ইচ্ছা করেছ? সে বলল, একলাখ দেরহাম। হযরত মালেক রহ. বললেন, যদি এ সমস্ত মালামাল তুমি আমাকে দাও তাহলে আমি এগুলো এমন স্থানে ব্যয় করব যার বিনিময়ে তুমি এর চেয়ে আরো উন্নত মহল পাবে। যে মহলের জিম্মাদার আমি নিজে হবো। শুধু মহলই নয় তার সকল আসবাপত্র, খাট পালঙ্গ এবং দাসদাসীও আমার জিম্মায়। ঐ মহলে লাল ইয়াকুতের গম্বুজ থাকবে তাবু থাকবে। মহলের মাটি হবে মেশক জাফরানের, সেই মহলটি তোমার এই মহল থেকে হাজার গুণে প্রশস্ত হবে। আর সেই মহলটি হবে চিরস্থায়ী কখনও নষ্ট হবেনা। আর সেই মহলটিতে কোন শ্রমিকের হাত লাগবে না। শুধু আল্লাহর কুন শব্দটি ব্যবহৃত হয়েই মহলটি নির্মিত হবে। তখন যুবক তাকে বলল, জনাব আমাকে মাত্র অদ্যকার রাতটি সুযোগ দিন। আগামীকাল প্রত্যুষে আপনি আবার আসবেন। মালেক ইবন দিনার রহ. বললেন, ঠিক আছে।

জাফর রহ. বলেন, মালেক ইবন দিনার রহ. সারা রাত এই যুবকের কথা ভেবে ভেবে কাটিয়ে দিলেন, সকাল হওয়ার পূর্বমুহুর্তে তিনি গাত্রোত্থান করত তার জন্য দোআ করলেন এবং প্রত্যুষেই আমরা দুজন আবার যুবকের নিকট গেলাম। আমরা গিয়ে দেখলাম যে, যুবক মহলের দরজার সামনে বসে আছে। সে যখন মালেককে দেখল তখন সে খুশি হয়ে বলতে লাগল, গতকালের প্রতিশ্র“তি স্মরণ আছে কি? মালেক রহ. বললেন, হ্যাঁ আছে। তো তুমি কি আমার কথায় রাজি? সে বলল অবশ্যই রাজি। এ কথা বলেই লেকদেরকে সে ধন সম্পদগুলো একত্র করতে ডেকে পাঠিয়ে তাদের সামনে রাখল। তারপর কলম ও কাগজ আনিয়ে সে কাগজের উপর এ সংক্রান্ত বিষয়ের অঙ্গীকারনামা লিখে দিল। যা

নিম্নরুপ:

বিসমিল্লাহির রহমানির রাহিম। এই চুক্তিনামা এই উদ্দেশে লিখা হচ্ছে যে, মালেক ইবন দিনার অমুকের পুত্র অমুকের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে এমন একটি মহল বিনিময় হচ্ছে যা তিনি আমাকে প্রদান করার জিম্মাদার। আর যদি এই মহল থেকে সেটির মধ্যে অতিরিক্ত কিছু হয় তা হবে আল্লাহ পাকের অনুগ্রহ। এই ধন সম্পদের বিনিময়ে তার জন্য আরেকটি জান্নাতের মহল তার এই মহল থেকে আরো প্রশস্ত ক্রয় করা হল। আর সে মহলটি হবে আল্লাহর নিকটে। চুক্তিনামা লিখে যুবকের হাতে প্রদান করা হল এবং যাবতীয় মালামাল নিয়ে আসা হল। তারপর আমি মালগুলো সারা দিন বিলি বন্টন করলাম। সন্ধ্যাবেলা মালেকের কাছে রাত অতিবাহিত ব্যতীত আর কিছুই ছিলনা। উক্ত ঘটনার চল্লিশ দিন অতিবাহিত হতে না হতেই একদিন মালেক ইবন দিনার ফজরের নামায আদায় করে চলে যাচ্ছিলেন। তিনি যখন মেহরাবের দিকে দৃষ্টি দিলেন তখন সেই চুক্তিনামাটি পড়ে থাকতে দেখতে পেলেন যা যুবকের সাথে করা হয়েছিল। তার অপর পৃষ্ঠায় লিখা রয়েছে- ইহা মহিমাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মালেক ইবন দিনারের জন্য ফরমান এবং পাপ থেকে মুক্তির সনদ। তুমি যে মহলের যামানত আমার উপর রেখেছিলে তা আমি সে যুবককে দিয়ে দিলাম। সত্তর ভাগেরও বেশি অংশ আমি তাকে দিয়েছি। এই লিখা দেখে মালেক ইবন দিনার রহ. বিস্মিত হয়ে গেলেন এবং চুক্তিনামাটি নিয়ে ঐ যুবকের ঘরে গিয়ে হাজির হলেন। তিনি বাড়িতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলেন। আমি যুবকের অবস্থা বুঝতে পারলাম যে, সে গতকাল ইন্তেকাল করেছে। তারপর গোসলদাতাকে জিজ্ঞেস করলাম যে, তুমি কি তাকে গোসল দিয়েছো? সে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মালেক ইবন দিনার জিজ্ঞেস করলেন তার মৃত্যু কিভাবে হয়েছে আমাকে বল। লোকটি বলল মৃত্যুর পূর্বে সে আমাকে বলল, আমার মৃত্যুর পর তুমি আমাকে গোসল দিবে। তারপর সে আমাকে একটি লেখা কাগজ দিয়ে বলল যে, ইহা আমার কফিনের ভিতর দিয়ে উহাসহ আমাকে দাফন করবে।

যে পত্রটি মালেক ইবন দিনার মেহরাবের কাছ থেকে পেয়েছিল সেটি বের করে গোসলদাতাকে দেখাল তখন সে বলল, আল্লাহর কসম এই সেই পত্র যা আমি তার কাফনের মধ্যে রেখেছিলাম। তারপর যুবক দাঁড়িয়ে মালেক ইবন দিনার কে বলতে লাগল, আমি আপনাকে দুলাখ দিনার দিব। আপনি আমার জন্য এমন মহলের জিম্মাদার হয়ে যান। মালেক ইবন দিনার বললেন, যা হবার তা হয়ে গেছে। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন। তারপর মালেক ইবন দিনার যখনই এই যুবকের কথা স্মরণ করতেন তখন ক্রন্দন করতেন এবং তার জন্য দোআ করতেন।

জীবিত থাকতেই জান্নাতের সুসংবাদ

কোন এক লোক বললেন, অমাকে এক বুযুর্গ লোক বলল, আমি স্বপ্নে দেখলাম যে, এক ব্যক্তি আমাকে বলছে, আমি তোমার জন্য একটি ঘর তৈরি করেছি। তুমি তা দেখলে তোমার নয়ন শীতল হয়ে যাবে। এক সপ্তাহ পরপর ঘরটি পরিষ্কার করার জন্য আমি তাকে বলে দিলাম। স্থানটির নাম দারুসসুরুর যার অর্থ শান্তির ঘর। সুতরাং তাই তুমি খুশি হয়ে যাও।

বর্ণনাকারী বলেন, সপ্তম দিন যখন এলো, দিনটি ছিল জুমআ বার। লোকটি খুড়িয়ে খুড়িয়ে ঝর্ণাতে গেল ওযু করার জন্য। সেখান থেকে সে পা ফসকে ঝর্ণাতে পড়ে মারা গেল। নামাজান্তে আমি তাকে ঝর্ণা থেকে বের করে দাফন কাফন করলাম। তিন দিন পর আমি তাকে স্বপ্ন দেখলাম যে, সে রেশমের সবুজ পোষাক পড়ে আছে। আমি তার অবস্থা জিজ্ঞেস করলাম। সে বলল, আল্লাহ পাক আমাকে দারুস্সুরুরে স্থান দিয়েছেন। যা আমার জন্য তৈরি করা হয়েছিল। আমি তাকে বললাম স্থানটি কেমন আমাকে কিছু বলতো? সে বলল, আফসোস এর কোন বর্ণনা আমি দিতে পারবোনা। সম্ভবত আমার পরিবার পরিজনদের জন্যও এর নিকটে আরেকটি মহল তৈরি করা হয়েছে। এখানে সব ধরনের আরাম আয়েশের উপকরণাদি রয়েছে। আমার ভাইদের জন্যও তাই হবে। তুমিও তাদের অর্ন্তভূক্ত।

18/01/2025

People's lives - bring tears, laughter and memories. Tears dry up, memories fade but memories last forever.

বানর ও কাঠমিস্ত্রীকোনো এক জঙ্গলের ধারে এক কাঠমিস্ত্রী করাত দিয়ে গাছ ফাঁড়ছিল এবং দু’টি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল। অ...
17/01/2025

বানর ও কাঠমিস্ত্রী

কোনো এক জঙ্গলের ধারে এক কাঠমিস্ত্রী করাত দিয়ে গাছ ফাঁড়ছিল এবং দু’টি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল। অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত চালনা ও খিল মারা দেখছিল। বানরের মনে এসব দেখে ইচ্ছা হ’ল, সেও গাছ ফাঁড়বে।

কাঠমিস্ত্রী খাওয়ার জন্য চলে গেলে বানর এসে গাছটির উপর এমনভাবে বসল যে, তার লেজটি তক্তার ফাঁক দিয়ে নীচে ঝুলে পড়ল। বানর করাতের কাছে ঘেঁষে যেমনি তক্তার খিল ধরে টান দিল, অমনি খিল খুলে গিয়ে দু’টি তক্তা পরস্পর মিলে গেল। আর বানরের লেজ তক্তার ফাঁকে আটকা পড়ল। তখন যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে বলছিল, আমার কাজ ছিল গাছে গাছে ফলমূল খেয়ে বেড়ানো। আমি কেন করাত চালাতে আসলাম।

ইতিমধ্যে কাঠমিস্ত্রী এসে উপস্থিত হ’ল এবং লাঠি দিয়ে পিটিয়ে বানরের বাঁদরামি শেষ করে দিল।

গান বাজনা Delete কর নামায রোজা Save করখারাপ পোস্ট Cut করভাল পোস্ট Share করভিন্ন ধর্মকে Respect করইসলাম ধর্ম Open কর।
17/01/2025

গান বাজনা Delete কর
নামায রোজা Save কর
খারাপ পোস্ট Cut কর
ভাল পোস্ট Share কর
ভিন্ন ধর্মকে Respect কর
ইসলাম ধর্ম Open কর।

14/01/2025

ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে
কালিমা শাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা

13/01/2025

সুন্দর এই পৃথিবী, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, সৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা??

Address

Dhaka
Amjhupi
DHAKABANGLADESH

Telephone

+8801946253209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rana 1.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share