Santoo

Santoo বাংলাদেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর 🎬 😆

🎞️ ভ্লগ | 🌾 গ্রামীণ গল্প | 🎥 ভিডিওগ্রাফি | 📹 ডকুমেন্টারি | 📸 সবকিছু একসাথে

📧 [email protected]

02/07/2025

মানিক ভাই এর ভালো ছেলে হয়ে যাওয়ার গল্প,,,,,

24/06/2025

📢 কিছু জরুরি ওষুধের তালিকা — অনাকাঙ্ক্ষিত ছোটখাটো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার সময় যেগুলো আপানার গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে 🏥💊

🩹 সমস্যা ও ওষুধঃ
(ওষুধের গ্রুপের নাম লিখলাম, একই গ্রুপের যেকোন ওষুধ খেতে পারেন)

💊 ১. হালকা জ্বর ও যেকোন ধরনের ব্যথা -
ওষুধের গ্রুপঃ Paracetamol
প্রচলিত ওষুধঃ Napa/Ace/Reset

মাঝে মাঝে ঠান্ডা সহ অন্যান্য কারনে শরীরে জ্বর আসলে বা ব্যথা করলে শুরুতেই এন্টিবায়োটিক না খেয়ে Paracetamol সেবন করবেন।

সতর্কতাঃ জরুরী প্রয়োজন ছাড়া কখনোই নিয়মিত সেবন করবেন না। মনে রাখবেন অতিরিক্ত ওষুধ সেবন দ্রুত সুস্থতা দিতে পারে কিন্তু তা ভবিষ্যতের জন্যে অনেক বড় অসুবিধার কারন হতে পারে।

💊 ২. ঘুমের সমস্যা, দুশ্চিন্তা জনিত কারনে শরীর অতিরিক্ত ঘামানো বা হাত-পা জ্বালাপোড়া করা -
ওষুধের গ্রুপঃ Clonazepam
প্রচলিত ওষুধঃ Lonapam, Disopan, Rivotril
সেবনের নিয়মঃ রাতে ঘুমানোর আগে ১ বার।

ঘুমের সমস্যা বা দুশ্চিন্তা থেকে অনেক ধরনের অসুখ হতে পারে।
আপনার মনে হতে পারে আপনার কোন দুশ্চিন্তা নেই কিন্তু তারপরেও আপনার দুশ্চিন্তা জনিত অসুখ হতে পারে।

এক্ষেত্রে Clonazepam ১ সপ্তাহ সেবন করে দেখতে পারেন।
যদি কাজ না হয় তবে বাদ দিবেন।
যদি হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তীতে ওষুধ চালিয়ে যেতে পারেন। নিজে নিজে কখনোই কোন ওষুধ একটানা খেতে থাকবেন না।

💊 ৩. ডায়রিয়া -
ওষুধের গ্রুপঃ Loperamide
প্রচলিত ওষুধঃ Imotil
সেবনের নিয়মঃ প্রতিবার ডাইরিয়ার পর ১ টা করে ওষুধ।

এইটা একটা মারাত্মক ওষুধ ,,,
সাধারণত খাবারের সমস্যার কারনে ডাইরিয়া হতে পারে যেটা কোন ওষুধ ছাড়া শুধুমাত্র স্যালাইন খেলেই নিরাময় হয়ে যায়।
আর দীর্ঘদিন ডাইরিয়া হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হয়। তবে ডায়রিয়া হওয়ার প্রথমদিকে জরুরী কোন কাজ থাকলে Imotil আপনার জন্য সহায়ক হতে পারে।
তাছাড়া না খাওয়াই উত্তম।

সতর্কতাঃ জরুরী প্রয়োজন ছাড়া কখনোই নিয়মিত ওষুধ সেবন করবেন না। অসুস্থতা অধিক মনে হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন।

💊 ৪. দুই পা বা কাপড়ের ঘর্ষণে পা এর উরু ছিলে যাওয়া -
ওষুধের গ্রুপঃ Betamethasone + Neomycin Sulphate
প্রচলিত ওষুধঃ Neocort (Cream)

একটু স্বাস্থবান মানুষদের জন্য এইটা একটা জাতীয় সমস্যা একই সাথে একটা গোপন সমস্যাও বলা যায় ।
কত কি করেও সমাধান খুঁজে পান না, আবার কাউকে বলতেও পারেন না। তবে এই পোষ্ট পড়ার পর এই সস্তা ক্রিমটা কিনে রাখলে আশা করছি আর এই সমস্যা থাকবেনা আপনার।
মাত্র ১ দিনেই সমাধান পাবেন।

💊 ৫. ব্যাক পেইন বা মাজায় লাগা -
ওষুধের গ্রুপঃ Tolperisone Hydrochloride
প্রচলিত ওষুধঃ Mayolax
সেবনের নিয়মঃ দিনে ২ বার সকাল ও রাতে

যাদের মাজায় লাগা সমস্যা আছে বা মাঝেমাঝে হয় তারা ডাক্তারের কাছে না যেয়ে অনেকেই দড়ি পড়া, তেল পড়া খুঁজে বেড়ান।
এক্ষেত্রে Tolperisone Hydrochloride ওষুধ ৫ দিন সেবন করে দেখতে পারেন।
যদি কাজ হয় তবে ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তীতে ওষুধ চালিয়ে যেতে পারেন। আর যদি কাজ না হয় তবে বাদ দিবেন। নিজে নিজে একটানা কোন ওষুধ খেতে থাকবেন না।

💊 ৬. মুখে বা মাড়িতে ঘা(এপথাস আলসার) -
ওষুধের গ্রুপঃ Amlexanox
প্রচলিত ওষুধঃ Apsol
সেবনের নিয়মঃ দিনে ৪ বার

এইটা কখনোই ভিটামিন সি এর অভাবে হয়না। তাই সিভিট খেয়ে কোন লাভ নাই।
যাদের হয় তাদের এর চিকিৎসা না জানলে অনেক কষ্টে ভুগতে হয়। আশা করছি এই পোস্ট পড়ার পর এই সমস্যায় কষ্ট কমে যাবে অনেকটাই ।

💊 ৭. নাক বন্ধ হয়ে থাকা -
ওষুধের গ্রুপঃ Xylometazoline Hydrochloride
প্রচলিত ওষুধঃ Antazol/Rhinozol

এটা নিয়মিত ব্যাবহার করলে অভ্যাস হয়ে যেতে পারে তাই খুব কম ব্যাবহার করাই উত্তম। তবে নাক বন্ধ হয়ে খুব সমস্যা হলে ঘুমানোর আগে বা যেকোন সময় ব্যবহার করতে পারেন।
এতে অনেকের নাক-ডাকা সমস্যারও অস্থায়ী সমাধান হয়ে যেতে পারে।

💊 ৮. ঘনঘন থুথু ওঠা বা বমি বমি ভাব -
ওষুধের গ্রুপঃ Domperidone
প্রচলিত ওষুধঃ Omidon/Motigut

💊 ৯. বাত রোগের জন্য হঠাৎ হাত/পা ব্যথা -
ওষুধের গ্রুপঃ Prednisolone
প্রচলিত ওষুধঃ Cortan/Deltasone

যাদের সারাবছর বাতের ব্যাথা থাকে এবং নিয়মিত ঔষধ খাওয়া লাগে তাদের ডাক্তারের অনুমতি ছাড়া এই ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। কারন ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খেলে অনেক ক্ষতি হতে পারে।
তবে হঠাৎ করে যদি অসহ্য ব্যাথা হয় তবে এইটা ১/২ বার খেতে পারেন।

💊 ১০. ঘূর্ণি -
ওষুধের গ্রুপঃ Prochlorperazine Maleate
প্রচলিত ওষুধঃ Vergon

ঘুর্ণি একটা খুবই বিরল রোগ। তবে যাদের ঘুর্ণি সমস্যা আছে এই ঔষধ টা সবসময় হাতের কাছে রাখা বাধ্যতামূলক।
বছরে একবার বা দুইবারও যদি এই সমস্যা হয় তবে এটি আপনার জন্য অনেক কাজের হবে।

✅ এই তালিকাটি যদি উপকারে আসে, তাহলে শেয়ার করে অন্যদেরও জানানোর সুযোগ করে দিন !

⚠️ মনে রাখবেন:
👉 চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে অতিরিক্ত ওষুধ খাবেন না।

(আমি কোন ডাক্তার না, ব্যাক্তিগত ও পারিবারের লোকজনের চিকিৎসার অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য দিয়েছি। নিজ দ্বায়িত্বে এইসব চিকিৎসা গ্রহণ করবেন কিনা সিদ্ধান্ত নিবেন, আমার কোন দায়বদ্ধতা নেই)

13/06/2025

কুরবানি ভ্লগ ২০২৫ | ঈদ উল আজহা ভ্লগ ২০২৫ (২য় পর্ব) | Eid Ul Adha Vlog 2025 (Part - 2) | Santoo

07/06/2025

আমার গ্রামের কুরবানী ঈদ উৎসব,, খুব শীঘ্রই সম্পূর্ণ ভ্লগ আপলোড দিবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ঈদের ভ্লগ দেখতে অবশ্যই FOLLOW দিয়ে রাখুন।

11/05/2025

কাচ্চি খেতে গিয়ে যা দেখলাম Kacchi Bhai - Rajshahi তে। Kacchi Bhai - Taste Of Traditional Kacchi ।

Address

Amnura
6303

Alerts

Be the first to know and let us send you an email when Santoo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category