বেলা - শেষে ツ

বেলা - শেষে ツ Suddenly If I Die..? Don't cry just look on the sky give a smile and say Good Bye...😊
(1)

09/08/2025

_গন্তব্যের শেষ স্থান ক'ব'র!😊

09/08/2025

মানুষ মা'*রা গেলেই তার গ্রহণযোগ্যতা বাড়ে !🙂

08/08/2025

সামান্য একটা কথার জন্য?

হ্যাঁ, একটা কথার জন্য ঘর ভে'ঙে যায়। একটা কথা দিয়ে ঘর শুরু হয়। একটা কথায়ও বন্ধুত্ব হয়, শ'ত্রু'তা হয়। একটা কথা হৃদয় জ'খ'ম করে, একটা কথাই আবার ক্ষ'ত সাড়ায়।

কথা কখনো সামান্য হয় না, কথার আ'ঘা'তে মানুষ ম*রে, কথার জেরে আয়ু-ও বাড়ে।

07/08/2025

পিছনে তোমার ছেলে ফ্রেন্ডদের কমেন্টগুলো শুনলে কোনদিন ছেলে ফ্রেন্ডদের সাথে মিশতা‌ না। 🙂

05/08/2025

যে প্রতি ওয়াক্ত সালাতের সিজদায় লুটিয়ে পড়ে,
শুধু তোমাকে পাওয়ার জন্য কান্না করে —
সে কি তোমাকে পাবে না?

04/08/2025

বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে? তুমি বৃষ্টি শেষ হলেই এসো। আমি নাহয় সেই পর্যন্ত বৃষ্টিতে ভিজে অপেক্ষা করি। তুমি এসে কপালে হাত রেখে জ্বর টুকু মেপে দেখবে ভাবলে, বৃষ্টিতে ভেজা সার্থক মনে হয়।

03/08/2025

না মনের সাথে পেরে উঠতে পারছি, আর না শরীরের সাথে! সবকিছু কেন যেন কোণঠাসা করে দিচ্ছে আমায়!

02/08/2025

Vabsilam confessions dlt korte bolbe kintu korlona 🙂💔

02/08/2025

😅💔

02/08/2025

আমি দেখেছি তুমি মানুষ ভালোবাসো,
কিন্তু আমারে ভালোবাসো না।
আমি কি মানুষ না.?
তুমি সবাইরে খুব কাছে রাখো -
তবে আমারে রাখো অবহেলায়।

আমি দেখেছি,
আমারে ছাড়া তোমার সব ভালো লাগে,
ভালো লাগে নতুন বইয়ের ঘ্রা'ন।
ভালো লাগে মাটিতে ঝরে পড়া বকুল,
সন্ধ্যায় উ'ড়ে যাওয়া নীড়ে ফেরা পাখির দল;
রাতের অ'ন্ধকারে আদো আলো খেলা করা চাঁদ।

আমি দেখেছি,
আমি ছাড়া তোমারে সবা'ই পায়,
গাঁ'ঙ্গের জলে তোমারে পায়,
গীষ্মের ছা'ড়খার করা রোদ তোমারে পায়।
প্রচ'ণ্ড শীতে তোমার গায়ে মুড়িয়ে দেওয়া-
সেই চাঁদরও তোমারে পায়।

সে'ও তোমারে পায়,
যে কোনোদি'নও তোমারে চায় নাই,
অথচ রোজ চাওয়া আমার মোনাজাতে-
কোনো দিনও তোমারে পাই নাই;
কোনোদিনও না!

😊💔
01/08/2025

😊💔

আজ আছি, কাল নাও থাকতে পারি...জীবন অনিশ্চিত — কখন কী হয় কেউ জানে না।আমি যদি কোনোভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকি,সেই সকল ভুলে...
01/08/2025

আজ আছি, কাল নাও থাকতে পারি...
জীবন অনিশ্চিত — কখন কী হয় কেউ জানে না।
আমি যদি কোনোভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকি,
সেই সকল ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আমাকে সবাই মাফ করে দিবেন।😊

Address

Amtali

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেলা - শেষে ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বেলা - শেষে ツ:

Share