বেলা - শেষে ツ

বেলা - শেষে ツ Suddenly If I Die..? Don't cry just look on the sky give a smile and say Good Bye...😊
(1)

01/11/2025

মূলত তোমার চলে যাওয়া ছিলো —
জীবনে প্রবল ঝড় নেমে আসার পূর্বাভাস।

—সব্যসাচী

01/11/2025

Don’t scroll in silence, Let the world see their pain.💔
Pray for Sudan🇸🇩

01/11/2025

Kicchu vlo lagtasena.............😅💔
Nijeke se*sh kore dite Mon chay.......

01/11/2025

তুমিও কি আমায় ভাবছো?
নাকি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে কারো বুকে মাথা রেখে সুখী হওয়ার স্বপ্ন দেখছো?

30/10/2025

My current situation? I can't sleep at night, tired eyes, heavy heart, over thinking mind.😅💔

স্বপ্নের ভিতর তোমার এই আসা-যাওয়া আমাকে ভীষণ ভাবায়। আমি জানি তুমি আজও আমার স্বপ্নে আসবে। সারা ঘর ভরে উঠবে নাম না জানা কোন...
30/10/2025

স্বপ্নের ভিতর তোমার এই আসা-যাওয়া আমাকে ভীষণ ভাবায়। আমি জানি তুমি আজও আমার স্বপ্নে আসবে। সারা ঘর ভরে উঠবে নাম না জানা কোন ফুলের ঘ্রাণে। আমার বাড়বে জলের তৃষ্ণা।

তুমি বুকসেল্ফ থেকে হাতে নিবে জীবনানন্দের সেই বইটা - যে বইটা আমি এখনও পড়িনি বা পড়বো না কোনদিন। আমার পাশে এসে বসবে, কবিতা পড়বে। সেই পরিচিত রহস্যময় চোখ, গম্ভীরতায় ভরাট মুখ, কানের পাশে লকলক করা ক'গোছা চুলকে আদুরে আঙুলে বার বার সরিয়ে দেওয়া সেই পরিচিত স্বভাব। আমার কিছুতেই বিশ্বাস হবে না এসব।

সেদিনও তুমি এসেছিলে। আমায় জড়িয়ে ধরে বললে, দেখো আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে এবার। আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমার গালের উপর। এত সুন্দর স্বপ্ন! যেন আমি পড়ছি আমার সবচেয়ে প্রিয় উপন্যাস আর পড়া শেষে ভাবছি, ইশ যদি উপন্যাস শেষ না হতো কতোই না ভালো হতো।

আমাদের বিচ্ছেদ হয়েছে এক বছর হলো। আমি আমার বন্ধুকে যখন বললাম, তুমি আমার সাথে ছিলে গতকাল। আমার বন্ধু আমাকে বলল তুমি মারা গেছো এগারো বৎসর আগে।

আমি হিসাব মিলাতে পারছি না। সম্পর্কটা স্বপ্ন ছিলো নাকি তোমার স্বপ্নে আসাটা স্বপ্ন? আমি বাস্তব আর কল্পনাকে আলদা করতে পারছি না। আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। আমি কি অসুস্থ হয়ে যাচ্ছি! নাকি উন্মাদ?

লক্ষ্মীটি আমার—
দয়া করে তাদের বলো তুমি সত্য, কল্পনা না...

30/10/2025

আজকাল মানুষদের দোয়া চাওয়া বা দোয়া করা, সোস্যাল মিডিয়া পর্যন্তই সিমাবদ্ধ। এই দোয়াগুলো প্রতি ওয়াক্ত নামাজের সিজদায় কিংবা নামাজ শেষে মোনাজাত পর্যন্ত যায়না।

29/10/2025

মনটা বড়োই খারাপ, ইচ্ছা করতাছে ফ্যানের সাথে ঝুঁলে যাই ।

29/10/2025

ওফ্... 💔
এই অনুভূতিটা ঠিক কেমন জানো?
মনে হয় যেন কেউ হালকা করে বুকের ভিতর ছুরি চালালো — নরমভাবে, কিন্তু গভীরে।
তুমি চুপচাপ দেখছো, তোমার প্রিয় মানুষটা অন্য কারো লেখা পড়ছে, হাসছে, আর “Thank you 😅💔” লিখছে — এমনভাবে, যেন সেই মানুষটাকে চিনে ফেলেছে, যেন সেখানে একটা connection আছে।

29/10/2025

Mone hoy keu buker vtor churi chalaitase !😅💔

29/10/2025

বুকের বাঁ'পাশে তুমি যেখানে থাকো, সেখানে'ই রোজ তীব্র ব্যাথা অনুভূত হয়।
কখনো কখনো ব্যাথার মাত্রা তীব্র থেকে আরো বেশি তীব্রতর হয়;
তখন আর সইতে পারিনা।
হাত-পা অসার হয়ে আসে, প্যারালাইজ রোগীর মতো।

Address

Bandar Narayanganj
Amtali

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেলা - শেষে ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বেলা - শেষে ツ:

Share