Spostobadi

Spostobadi দৈনিক স্পষ্টবাদী অনলাইন | সত্য প্রকাশে সব সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার পশুর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ বেড়েছে কয়েকগুণ। স্থানীয় প্রাণিসম...
24/05/2025

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার পশুর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ বেড়েছে কয়েকগুণ। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, উপজেলার চাহিদার তুলনায় এবছর গবাদি পশুর সরবরাহ বেশি। তবে এমন আশাব্যঞ্জক পরিস্থিতির মাঝেও এক অস্বস্তিকর সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে—সড়কে চাঁদাবাজি। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আমতলী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবছর উপজেলার চাহিদা ৮ হাজার ৮১৩টি কোরবানিযোগ্য গবাদি পশুর। অথচ বাজারে মজুত রয়েছে ৯ হাজার ৭০টি। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৯১২টি গরু, ৫৯৫টি মহিষ এবং ২ হাজার ৫৬৩টি ছাগল। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত ২৫৭টি পশু রয়েছে বাজারে।

আপনার মতামত দিন কমেন্ট
24/05/2025

আপনার মতামত দিন কমেন্ট

Real Madrid C.F. RealMadrid 3-2 RCCelta⚽ 33' ardaguler⚽ 39' KMbappe⚽ 48' KMbappe⚽ 69' Javi Rodríguez⚽ 76' Williot👉 Emira...
05/05/2025

Real Madrid C.F. RealMadrid 3-2 RCCelta
⚽ 33' ardaguler
⚽ 39' KMbappe
⚽ 48' KMbappe
⚽ 69' Javi Rodríguez
⚽ 76' Williot
👉 Emirates

চীনের সহায়তায় প্রস্তাবিত আন্তর্জাতিক হাসপাতাল বরগুনার আমতলীতে নির্মাণের দাবিআমতলী (বরগুনা) প্রতিনিধি: Bandha Riaz দক্ষিণ...
24/04/2025

চীনের সহায়তায় প্রস্তাবিত আন্তর্জাতিক হাসপাতাল বরগুনার আমতলীতে নির্মাণের দাবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: Bandha Riaz
দক্ষিণাঞ্চলের অবহেলিত ও পশ্চাৎপদ উপজেলা বরগুনার আমতলীতে চীনের সহায়তায় প্রস্তাবিত ১০০০ শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী চীন সরকার বাংলাদেশের জন্য একটি আধুনিক, আন্তর্জাতিক মানের ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বরগুনা জেলার আমতলী উপজেলা নির্বাহী অফিসার পক্ষ থেকে হাসপাতালটি আমতলীতে স্থাপনের জোর দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, "আমতলী একটি সম্ভাবনাময় অঞ্চল হলেও বছরের পর বছর ধরে উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। চিকিৎসাসেবা, অবকাঠামো ও জনস্বাস্থ্য খাতে এখানো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। একটি আন্তর্জাতিক হাসপাতাল কেবল স্বাস্থ্যসেবা নয়, কর্মসংস্থান, চিকিৎসা শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমতলীর পরিচিতি বাড়াবে।"

তিনি আরও বলেন, "এলাকাবাসীর পক্ষে জটিল রোগের চিকিৎসা নিতে রাজধানী বা বিদেশে যাওয়া ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই এই হাসপাতালটি আমতলীতে হলে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ উপকৃত হবে।"

এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর পক্ষ থেকে হাসপাতালটি বরগুনার আমতলীতে স্থাপনের আহ্বান জানানো হয়েছে।

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো এক শক্তিশা...
10/04/2025

বিশ্বজুড়ে যখন ফিলিস্তিন সংকট মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে, তখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা থেকে উঠে এলো এক শক্তিশালী বার্তা—“আমরাও আছি ফিলিস্তিনের পাশে”। আর এই বার্তার বাহক হয়ে উঠেছে স্থানীয় মিতালি ফুটবল ক্লাব, যারা ২০২৫-২৬ মৌসুমে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এক মানবিক চেতনার প্রতীক হিসেবে। সবুজ-সাদা-লাল স্ট্রাইপের এই বিশেষ জার্সির বুকজুড়ে লেখা “FREE PALESTINE”, আর বুকে জ্বলজ্বল করছে ফিলিস্তিনের জাতীয় পতাকা। বাংলাদেশের পতাকার অনুপ্রেরণায় তৈরি এই ডিজাইন যেন দুই জাতির সংহতির এক স্পষ্ট প্রতীক।








#বাংলাদেশ

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের সামনে...
09/04/2025

নিশ্চিতভাবেই ম্যাচের আগে অনুমান করা হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ও অভিজ্ঞ রিয়াল মাদ্রিদের সামনে সাদামাটা আর্সেনালের খুব একটা সুযোগ থাকবে না। কিন্তু লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার পর মাঠে যে চিত্র ফুটে উঠলো, তা ফুটবলবিশ্বকে বিস্মিত করেছে। রীতিমতো দাপটের সঙ্গে খেলেছে আর্সেনাল। রিয়াল মাদ্রিদকে এমনভাবে কোণঠাসা করে দিয়েছে যে, বিশ্বের অন্যতম সফল ক্লাবটিকেও মনে হচ্ছিল দিশেহারা এক দল।

08/04/2025

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর দেশটির সু...
29/03/2025

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর দেশটির সুপ্রিমকোর্ট এ ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ।                                                        ...
25/03/2025

বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ।






#বাংলা
#বাংলাদেশ

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল দল হয়েও এই সময়ের মধ্যে চি...
25/03/2025

এক-দুই বছর নয়, পুরো ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ফুটবলের ইতিহাসের অন্যতম সফল দল হয়েও এই সময়ের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে একবারও বল জড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সেই হতাশাজনক অধ্যায়ের অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ ব্রাজিলের ইনফর্ম উইঙ্গার রাফিনিয়া।

আগামীকাল (২৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছেন রাফিনিয়া। সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে এক জ্বালাময়ী ভাষণে তিনি জানিয়েছেন, এবার তারা আর্জেন্টিনাকে হারিয়ে জয়খরা কাটানোর জন্য মরিয়া। তার ভাষায়,...






#বাংলা
#বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্য...
25/03/2025

বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ। এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতের শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি শুরু হবে আজ (২৫ মার্চ) সন্ধ্যা ৭:৩০ মিনিটে।

চার বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচকে ঘিরে দুই দেশের ফুটবল মহলে উত্তেজনার পারদ চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে, বাংলাদেশ দলের জন্য এটি একটি নতুন যুগের সূচনা। কারণ, এই ম্যাচেই প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী মিডফিল্ডার হামজা চৌধুরী। তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি বাড়িয়েছে বহুগুণ।







#বাংলা
#বাংলাদেশ

Address

Amtali
8710

Alerts

Be the first to know and let us send you an email when Spostobadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share