
24/05/2025
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার পশুর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ বেড়েছে কয়েকগুণ। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, উপজেলার চাহিদার তুলনায় এবছর গবাদি পশুর সরবরাহ বেশি। তবে এমন আশাব্যঞ্জক পরিস্থিতির মাঝেও এক অস্বস্তিকর সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে—সড়কে চাঁদাবাজি। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আমতলী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবছর উপজেলার চাহিদা ৮ হাজার ৮১৩টি কোরবানিযোগ্য গবাদি পশুর। অথচ বাজারে মজুত রয়েছে ৯ হাজার ৭০টি। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৯১২টি গরু, ৫৯৫টি মহিষ এবং ২ হাজার ৫৬৩টি ছাগল। ফলে চাহিদার তুলনায় অতিরিক্ত ২৫৭টি পশু রয়েছে বাজারে।