18/11/2025
আন্তর্জাতিক ফুটবলে উত্তেজনার ঝড় বইতে যাচ্ছে আজ রাতেই। ফুটবল পরাশক্তি ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার প্রতিভাবান দল তিউনিসিয়ার। এটি হবে ২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলের শেষ ম্যাচ। এরপর সেলেসাওরা মাঠে নামবে আগামী বছরের মার্চে।
ফ্রান্সের লীলে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে ব্রাজিল শিবিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দল পৌঁছে গেছে স্টেড পিয়েরে-মোরোয়া (Stade Pierre-Mauroy)-তে এবং কোচ কার্লো আনচেলত্তির অধীনে চলছে অনুশীলন।
Vinicius Jr