আজাদ ভাই

আজাদ ভাই I like to publish Move clip 80s.
(1)

09/12/2025

9 10 11 -???

03/12/2025

যারা দেশেরই রক্ষক, তারা হয় যদি ভক্ষক,
ন্যায়ের কথা ভুলে যায় লোভেরই অন্ধ রথে—
তখন আমি কোথায় দাঁড়াই?
আমি তো শুধু এক নগণ্য, নিপীড়িত শিক্ষক এই সমাজের পথে।

জীবন গড়ার শপথ নিয়ে যে chalk ধরে লিখি স্বপ্ন,
সেখানে যদি ভাঙন ধরে অন্যায়ের কঠিন চাপে—
তবে বলো, কেমন করে হাসবে ভোর, ফুটবে আলো?
আমি তো তবু দাঁড়িয়ে থাকি আদর্শেরই সিঁড়ি পায়ে।

যারা দেশের রক্ষক হয়ে দেশকে করে ক্ষতবিক্ষত,
তাদের সামনে আমার মতো শিক্ষক হয় আরও ক্ষুদ্র—
তবু নির্ভীক, অটল মন, সত্যের পথে রেখে শপথ,
কারণ শিক্ষক থামে না, যতই আসুক অত্যাচার, অপমান, নিপীড়ন—অধিক তীব্র।

তাই রক্ষকেরই ভ্রান্তি ভাঙুক ন্যায়-সত্যের ঝড়ে,
শিক্ষকের এই ক্ষুদ্র কণ্ঠই একদিন জেগে উঠবে গর্জে।

03/12/2025

এখন ভেদাভেদ ভুলে যাই,
এক পথে সবাই কাঁধ মেলাই।
সব সংগঠন এক সুরে উঠুক জাগিয়ে—
অভিন্ন কর্মসূচি দিক দেশ জুড়ে ছড়িয়ে।

এ সময়টাই উপযুক্ত, বদলে দেবে দিন,
ঐক্যের শক্তিতে জিতবে মানুষের অধিকার-স্বপ্ন-প্রতিদিন। ゚

03/12/2025

Breaking News!!
News!!

03/12/2025

Breaking News!!
পরীক্ষা বর্জন! পরীক্ষা বর্জন কর্মসূচি!
আজও দা‌বি বাস্তবায়নের কাঙ্ক্ষিত অগ্রগতি নেই—
তাই নিরুপায় নয়, ন্যায়চেতনা থেকেই
আগামীকাল থেকে জ্বলে উঠবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের আগুন।

অধিকারহীনতার অন্ধকার ভেদ করে
দা‌বি বাস্তবায়ন পরিষদ এগিয়ে দেয় ন্যায়ের শপথ—
যতদিন না দাবি পূরণের ভোর জাগে,
ততদিন চলবে এই অটল কর্মসূচির পথ।

সংগ্রাম আমাদের, সাহস আমাদের,
প্রজ্ঞাপনের আলো না ফোটা পর্যন্ত
প্রতিটি পদক্ষেপ— একেকটি কবিতা,
প্রতিটি আওয়াজ— ন্যায়বিচারের প্রতিধ্বনি।

এবার দাবি মানতেই হবে—
হৃদয়ের রক্তে লেখা এই ঘোষণা
অবশেষে পৌঁছে যাক সিদ্ধান্তের টেবিলে। ゚

26/11/2025

পড়াশোনা শিখবো
নতুন জীবন গড়বো। ゚

26/11/2025

দৈনিক সমাবেশ
পূর্ব কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ゚

24/11/2025

আমাদের দাবি একটাই—
জানুয়ারী থেকে পে-স্কেল কার্যকর চাই।
মহোদয়, আপনার দিকেই চেয়ে
আছে আঠারো লক্ষ পরিবারের হৃদয়ভাই।

বিশ্বাসের আলোয় জ্বলে আশা,
আজকের বৈঠক হোক সফল ভাষা—
পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধ্বনি
মুছে দিক কর্মজীবীদের দীর্ঘদিনের বেদনা-গণি।

মনের চাওয়া, প্রাণের দাবি
সর্বনিম্ন পে ৩৫ হাজার হোক স্থির—
এ আশা বুকে ধরে আমরা সবাই
প্রার্থনায় দাঁড়াই আলোর অধীর।

আল্লাহর রহমত নেমে আসুক,
হোক কর্মচারীদের স্বপ্নপূরণ, সুখের ঢেউ;
চাওয়ার সাগরে ভাসুক আনন্দ—
বলুন সবাই— আমিন, আলহামদুলিল্লাহ, আমিন রবে। #৯মপেস্কেল

23/11/2025

পে স্কেলের দাবিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাসমাবেশ, অধিকার পেতে রাস্তায় নামা—এটাই আমাদের বাস্তব উপদেশ। পে স্কেল নিয়ে আর যেন না হয় কোনও তালবাহানা, ন্যায্য প্রাপ্য আদায় করেই ফিরবো—এই আমাদের দৃঢ় মানা।

Address

Amtali

Website

Alerts

Be the first to know and let us send you an email when আজাদ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category