Md Wahid

Md Wahid আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ।

23/04/2025

☘️চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর।"

22/04/2025

#বিশ্বাস এর গুরুত্ব
বিশ্বাস এবং শান্তি সবচেয়ে বড় ধন। ধন-সম্পদ থাকলেও, যদি শান্তি না থাকে, তবে তা অল্পই উপকারী।

03/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

03/04/2025

الكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ
অর্থ: “মিষ্টি কথা সদকাহ।” (সহিহ বুখারী: ২৯৮৯)

30/03/2025

সকল প্রবাসী ভাইদেরকে জানাই
🌙 ঈদ মোবারক ⭐

23/03/2025

আজ যদি তুমি দুনিয়ার জন্য কাঁদো, কাল আখিরাতে হাসতে পারবে।

23/03/2025

"যার আল্লাহ আছে, তার সব কিছু আছে।"

20/03/2025


#নামাজি বন্ধুর গল্প
#ভায়রাল

নামাজি বন্ধু

রাত তখন প্রায় ১১টা। বিশ্ববিদ্যালয়ের হলের রুমে বসে ফারাবি মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ পাশ থেকে তার বন্ধু জাকারিয়া বলল,

— দোস্ত, রাত অনেক হলো, চল নামাজ পড়ে নিই।

ফারাবি একটু বিরক্ত হয়ে বলল,

— তুই তো জানিস, আমি নামাজ-টামাজে তেমন নেই। তোর জন্য আমি বসেই থাকলাম, তুই গিয়ে আয়।

জাকারিয়া মুচকি হাসল।

— ঠিক আছে, আমি নামাজ পড়ে আসি। তবে নামাজের পর যদি তোর একটু সময় হয়, একটা গল্প বলব।

ফারাবি বলল,

— আচ্ছা, আয়। দেখি তোর গল্প কেমন হয়!

নামাজ পড়ে এসে জাকারিয়া বলতে শুরু করল,

— ধর, তুই একদিন গভীর বনে হারিয়ে গেলি। অন্ধকার, কোথাও আলো নেই, কোনো দিক ঠিক করতে পারছিস না। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলি। তুই দ্রুত ওই আলোর দিকে হাঁটতে থাকলি, কারণ সেটাই একমাত্র পথ যা তোকে নিরাপদে ফিরিয়ে আনতে পারে।

ফারাবি মাথা নাড়ল,

— হুম, বুঝলাম। তারপর?

জাকারিয়া বলল,

— ঠিক তেমনই, দোস্ত! দুনিয়াটা আসলে একটা গভীর অন্ধকার বন। এই জীবনের যাত্রায় আমরা পথ হারিয়ে ফেলি, ঠিক-ভুলের হিসাব মিলাতে পারি না। কিন্তু আল্লাহ আমাদের জন্য একটা আলো রেখেছেন, যেটা আমাদের পথ দেখায়। আর সেই আলো হলো নামাজ।

ফারাবি একটু চুপ করে রইল। সে কখনো এমনভাবে চিন্তা করেনি।

— তুই কি মনে করিস, নামাজ আমাকে সত্যিই পথ দেখাতে পারবে?

জাকারিয়া মৃদু হেসে বলল,

— একবার চেষ্টা করেই দেখ না!

সেদিন রাতে ফারাবি অনেকক্ষণ ভাবল। পরের ফজরের আজান যখন দিল, সে প্রথমবারের মতো উঠে ওজু করল, আর জাকারিয়ার সঙ্গে মসজিদের দিকে হাঁটতে থাকল...

19/02/2025

কারেন্ট শক্ট খেয়ে মা'রা গেল কুরআনের হাফেজ তাকরিম

বিস্তারিত কমেন্ট...

19/12/2024

"সঙ্গ নয়, সাহসই যথেষ্ট🌱

Address

Anowara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Wahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Wahid:

Share