10/08/2025
রক্ত ঝরল রইস উদ্দিনের — বিচার হলো না কেন?
মাসের পর মাস কেটে গেল — উত্তর দেবে কে, কেন?
ন্যায়বিচার কি শুধু তাদের জন্য, যাদের আছে ক্ষমতার হাত?
দুঃখী-মজলুমের রক্ত কি তবে — হয়ে গেল এত সস্তা, এতই মাত?
কালকে তো এক সাংবাদিক মরল — ঘণ্টার ভেতরে রায়,
তাহলে রইস উদ্দিনের বিচার আজও — কেন হলো না ভাই?
আইন যদি সবার জন্য হয় — তফাৎ থাকে কেন?
বিচার যদি সত্যি হয় — সময় লাগে কেন?
আজকে প্রশ্ন জাগে আকাশে — "ন্যায় কোথায় হারাল?"
মজলুমের আর্তনাদ শুনে — বিবেক কেন মরাল?