11/08/2024
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর পরই নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহনে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এতে চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও।
ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় একটি চক্র গত আট বছর উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজি করছিল। টাকা দিতে না চাইলে চালকদের বিভিন্নভাবে হয়রানি করত চাঁদাবাজরা। বিভিন্ন এলাকার অর্ধশতাধিত স্পট থেকে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় করা হতো। এতে যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত ভাড়া। গাড়ির গতিরোধ করে টোল আদায়ের কারণে সড়ক-মহাসড়কে যানজট লেগে থাকত। প্রকাশ্যে চাঁদাবাজি চললেও প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রুক্ষেপ করেনি। মুখ খুললেই বিপদ নেমে আসত প্রতিবাদকারীদের ওপর। অনেক সময় চাঁদা আদায় এবং ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
আড়াইহাজার উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের পায়রা চত্বর, পৌরবাজার, সাব-রেজিস্ট্রি অফিস, পুরোনো স্টিল ব্রিজ, নরসিংদী-মদনগঞ্জ সড়কের নোয়াপাড়া, মাইক্রোবাসস্ট্যান্ড, আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের থানার মোড়, পল্লী বিদ্যুৎ-সংলগ্ন এলাকা, গোপালদী বাজার বাসস্ট্যান্ড, বিশনন্দী ফেরিঘাট, খাগকান্দা লঞ্চঘাট, মোল্লারচর, উচিৎপুরা, জাঙ্গালিয়া বাজার, মানিকপুর, বিশনন্দী, দয়াকান্দা, প্রভাকরদী, ইদবারদী. কালীবাড়ি, পাঁচরুখী, পুরিন্দাসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্পটে চাঁদাবাজি চলত। যদিও এসব সড়কে পৌরসভার কিংবা ইউনিয়নের নিজস্ব কোনো পার্কিং স্থান কিংবা টার্মিনাল নেই। এর পরও এসব এলাকায় চলাচলরত অটোরিকশা ও ইজিবাইক থেকে ২০ টাকা, পিকআপভ্যান থেকে ৫০ টাকা, ট্রাক থেকে ৭০ টাকা টোল আদায় করত কথিত ইজারাদারের লোকজন। প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার টাকা চাঁদা তোলা হতো। চাঁদা দিতে না চাইলে চালকদের লাঠি দিয়ে আঘাত করা হতো। চাঁদা নিয়ে প্রশ্ন তুললে দুর্ব্যবহারসহ শারীরিকভাবে আঘাত করা হতো যাত্রীদের। বছরের পর বছর চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন খেটে খাওয়া যানবাহনের চালকরা। অথচ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, পৌরসভার নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়ক থেকে কোনো ধরনের পৌরকর বা টোল নিতে পারবে না।