Araihazar Digital

Araihazar Digital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Araihazar Digital, Media/News Company, Araihazar.

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহসহ সব পুলিশ সদস্যকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। সরকারের পট পরিবর্...
09/09/2024

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহসহ সব পুলিশ সদস্যকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। সরকারের পট পরিবর্তনের পর উদ্ভুত পরিস্থিতে সাড়া দেশের পুলিশ প্রশাসনে বদলির অংশ হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বদলির আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেল থেকেই সকল অফিসার ও কনষ্টেবলদেরকে সিসি দেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, ওয়্যারলেস অপারেটর শাহিন এবং কম্পিউটার অপারেটর বিল্লাল হোসেন বদলির আদেশ পাননি বলে জানা গেছে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর পরই নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহনে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এতে চ...
11/08/2024

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর পরই নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহনে চাঁদাবাজি বন্ধ হয়েছে। এতে চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও।
ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় একটি চক্র গত আট বছর উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজি করছিল। টাকা দিতে না চাইলে চালকদের বিভিন্নভাবে হয়রানি করত চাঁদাবাজরা। বিভিন্ন এলাকার অর্ধশতাধিত স্পট থেকে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় করা হতো। এতে যাত্রীদের গুনতে হতো অতিরিক্ত ভাড়া। গাড়ির গতিরোধ করে টোল আদায়ের কারণে সড়ক-মহাসড়কে যানজট লেগে থাকত। প্রকাশ্যে চাঁদাবাজি চললেও প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রুক্ষেপ করেনি। মুখ খুললেই বিপদ নেমে আসত প্রতিবাদকারীদের ওপর। অনেক সময় চাঁদা আদায় এবং ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আড়াইহাজার উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের পায়রা চত্বর, পৌরবাজার, সাব-রেজিস্ট্রি অফিস, পুরোনো স্টিল ব্রিজ, নরসিংদী-মদনগঞ্জ সড়কের নোয়াপাড়া, মাইক্রোবাসস্ট্যান্ড, আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের থানার মোড়, পল্লী বিদ্যুৎ-সংলগ্ন এলাকা, গোপালদী বাজার বাসস্ট্যান্ড, বিশনন্দী ফেরিঘাট, খাগকান্দা লঞ্চঘাট, মোল্লারচর, উচিৎপুরা, জাঙ্গালিয়া বাজার, মানিকপুর, বিশনন্দী, দয়াকান্দা, প্রভাকরদী, ইদবারদী. কালীবাড়ি, পাঁচরুখী, পুরিন্দাসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক স্পটে চাঁদাবাজি চলত। যদিও এসব সড়কে পৌরসভার কিংবা ইউনিয়নের নিজস্ব কোনো পার্কিং স্থান কিংবা টার্মিনাল নেই। এর পরও এসব এলাকায় চলাচলরত অটোরিকশা ও ইজিবাইক থেকে ২০ টাকা, পিকআপভ্যান থেকে ৫০ টাকা, ট্রাক থেকে ৭০ টাকা টোল আদায় করত কথিত ইজারাদারের লোকজন। প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার টাকা চাঁদা তোলা হতো। চাঁদা দিতে না চাইলে চালকদের লাঠি দিয়ে আঘাত করা হতো। চাঁদা নিয়ে প্রশ্ন তুললে দুর্ব্যবহারসহ শারীরিকভাবে আঘাত করা হতো যাত্রীদের। বছরের পর বছর চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন খেটে খাওয়া যানবাহনের চালকরা। অথচ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, পৌরসভার নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকলে পৌর কর্তৃপক্ষ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সড়ক থেকে কোনো ধরনের পৌরকর বা টোল নিতে পারবে না।

জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় আড়াইহাজারে সিমীত পরিসরে থানার কার্যক্রম শুরু হচ্ছে। গেপালদী তদন্তকেন্দ্র থেকে  (অস্থায়...
11/08/2024

জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষায় আড়াইহাজারে সিমীত পরিসরে থানার কার্যক্রম শুরু হচ্ছে। গেপালদী তদন্তকেন্দ্র থেকে (অস্থায়ী) থানার কার্যক্রম শুরু হবে।

আড়াইহাজারে বাজার  তদারকি করছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে  দ্রব্যমুল্য তদারকি করেন তারা।
11/08/2024

আড়াইহাজারে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। শনিবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে দ্রব্যমুল্য তদারকি করেন তারা।

আড়াইহাজার থানার নিরাপত্তায় নিয়োজিত  সেনাবাহিনী টিম।
11/08/2024

আড়াইহাজার থানার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী টিম।

জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় ভাঙচুরের শিকার।
07/08/2024

জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় ভাঙচুরের শিকার।

আড়াইহাজারে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার শাখার অফিস খোলা হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সদর...
07/08/2024

আড়াইহাজারে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার শাখার অফিস খোলা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ফল পট্রিতে এই অফিসের উদ্ভোধন করা হয়।

আড়াইহাজার উপজেলায় বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সাধারণ শিক্ষার্থীরা।
07/08/2024

আড়াইহাজার উপজেলায় বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সাধারণ শিক্ষার্থীরা।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ মঙ্গলবার বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি দলীয় সাবেক সংসদসদস্য আতাউর রহমান খ...
07/08/2024

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ মঙ্গলবার বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি দলীয় সাবেক সংসদসদস্য আতাউর রহমান খান আঙ্গুর ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

সফর আলি কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি সাধারণ ছাত্রছাত্রীদের।
06/08/2024

সফর আলি কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি সাধারণ ছাত্রছাত্রীদের।

পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চার সংসদ সদস্যদের বাড়িঘর ও ...
06/08/2024

পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চার সংসদ সদস্যদের বাড়িঘর ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারী বিক্ষুব্ধ জনতা।

সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাপা নেতা সেলিম ওসমানের বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ লুটপাট করা হয়েছে। এছাড়া জেলা ও থানা পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাবসহ শহরের বিভিন্ন স্থাপনা লুটপাট করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ আগস্ট) দিনব্যাপী এই সহিংসতার চিত্র দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগের খবরে শহরের চাষাঢ়া এলাকায় ছাত্র-জনতার ঢল নামে। এ সময় তারা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড প্রতিষ্ঠানের মালামাল লুট করা শুরু করে দুষ্কৃতিকারীরা। বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই লুটপাট। ফ্রিজ, সোফা, এসি, ভবন তৈরির রডসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যেতে দেখা যায়। একইভাবে পুলিশের ডাম্পিং পয়েন্ট থেকে গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি লুট করতে দেখা যায়।

এ ছাড়া শহরের জামতলা এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাড়ি ও চাষাঢ়া এলাকায় তার কার্যালয় রাইফেল ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মালামাল লুট করা হয়। শহরের উত্তর চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাপা নেতা এ কে এম সেলিম ওসমানের বাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়। শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমানের বাড়ি ও কার্যালয় ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগের কার্যালয়, হোয়াইট হাউজ নামে এক রেস্তোরাঁয়, বায়তুল আমান ভবনসহ একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইভাবে সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আড়াইহাজার থানায়।

আড়াইহাজারে সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ লোকজন।

রূপগঞ্জে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর টায়ার ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, তারাবো, ভোলাবো, রূপগঞ্জ, কাঞ্চন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন ওয়ার্ড ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশসহ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাধবদীতে স্বাধীনতা ২.০ মিছিলে লক্ষ জনতার ঢল।
06/08/2024

মাধবদীতে স্বাধীনতা ২.০ মিছিলে লক্ষ জনতার ঢল।

Address

Araihazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araihazar Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share