Md. Ripon Hossen

Md. Ripon Hossen ❤️সবকিছুর মালিক মহান আল্লাহ ❤️
আল্লাহ একদিন আমাকেও সফলতা অর্জন করাবেন,,,,,,,

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত, শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়। কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন।

কাতারী আর মার্কিনীরা ভয়ের চোটে বাংকারে লুকিয়ে পড়েছে, আর প্রবাসী বাঙালিরা?মিসাইল দেখতে ছুটেছে ছাদে, কেউ দাঁড়িয়ে রাস্তায়, ...
24/06/2025

কাতারী আর মার্কিনীরা ভয়ের চোটে বাংকারে লুকিয়ে পড়েছে, আর প্রবাসী বাঙালিরা?
মিসাইল দেখতে ছুটেছে ছাদে, কেউ দাঁড়িয়ে রাস্তায়, কেউ মোবাইলে লাইভে!

এটাই তো বাঙালির জাত-শক্তি!
ভয়কে তোয়াক্কা করে না।
বরং বলে, “আরে! ধুমধাড়াক্কা তো কাছ থেকেই ভালো লাগে!”😎

এই বাঙালিরে কেউ দা-বা-ইয়া রাখতে পারবে?🥴

Life is short, so in these short days you have to explore this small world and be happy.........
21/06/2025

Life is short, so in these short days you have to explore this small world and be happy.........

শুভ সকাল
21/06/2025

শুভ সকাল

20/06/2025

একসময় জনপ্রিয় ছিল কটকটি আর এখন টিকটক, সময় পাল্টাইছে আর বানান উল্টাইছে।

18/06/2025

ব্রেকিং নিউজ

আগামী ১২ ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন খুশি হয়ে থাকলে
আলহামদুলিল্লাহ

২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা যেভাবে হবে 🤣
17/06/2025

২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা যেভাবে হবে 🤣

পুরুষ কাকে বলে? পুরুষ মানে শুধুই শান্তি না, পুরুষ মানে দায়িত্ব, ত্যাগ আর নিঃশব্দ কষ্ট!সে কাঁদে না, কারণ তাকে শেখানো হয়...
16/06/2025

পুরুষ কাকে বলে?

পুরুষ মানে শুধুই শান্তি না, পুরুষ মানে দায়িত্ব, ত্যাগ আর নিঃশব্দ কষ্ট!

সে কাঁদে না, কারণ তাকে শেখানো হয়
কাঁদা নাকি দুর্বলতা!

সে নিজের স্বপ্ন ভুলে যায় প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য?

পুরুষ মানে এক যোদ্ধা সে প্রতিদিন হার মানে তবুও সে থামে না??

10/06/2025

Address

Arazi Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Md. Ripon Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Ripon Hossen:

Share