18/12/2022
বিশ্বকাপ শেষ একদল চোখের জলে বিদায় নিবে,একদল সোনালি ট্রপি হাতে হেসে বাড়ি যাবে খেলায় এটাই নিয়ম।
আমাদের আমেজ শুধু প্রিয় দল জেতার খুশি। যেহেতু আমাদের দেশের ৯০% ফ্যান ব্রাজিল আর্জেন্টিনা তাই দুই জনের কাছেই অনুরোধ থাকবে খেলা নিয়ে ফেসবুকের বাহিরে কোন প্রকার ঝামেলা না করা। খেলা শেষ আমেজ শেষ আগামি এক দুইদিন হয় বিজয়ীরা আনন্দে মেতে থাকবে। তারা যেহেতু জিতছে তাই এদের অধিকার আছে আনন্দ করার ট্রল করার। এইটা পজেটিভলি দেখার অনুরোধ রইলো। আজকে আর্জেন্টিনার যায়গায় ব্রাজিল থাকলেও ট্রল করতো। যদিও কিছু প্রকৃত ফুটবল প্রেমি আজকে মেসিকে সাপোর্ট করছে শেষ বিশ্বকাপ বিদায় এইটা সত্য।
আজকে থেকে সবাই পরের বিশ্বকাপ পর্যন্ত নিজের কেরিয়ারের দিকে মনোযোগী হয়ে যান।। খেলা একটা বিনোদনের অংশ মাত্র,এইটাকে বাস্তব জীবনের সাথে মেশানো কোন প্রয়োজন নাই। এখানে যে কোন দল জিতবে এইটা স্বাভাবিক। এখানে ব্রাজিল খারাপ দল সেটাও না তাই ব্রাজিল সমর্থক মন খারাপের কিছু আবারো আসবে সময়।
আমাদের দেশে এই ফুটবল নিয়ে অনেক মনোমালিন্যতা হয় হরহামেশাই যা কাম্য নয়। আমি মনে করি খেলা শেষ আমেজ শেষ,এইটাকে বুকে ধারন করার কিছু নাই। সব শেষে একটাই কথা,আপনার বন্ধু বান্ধব আর কেরিয়ার এএ উর্ধে কোন কিছুই নয়। মনে রাখতে হবে দিন শেষে এরা ভিন দেশি আমাদের কেউ নয়। আপনার পাশে থেকে ট্রল করা ট্রল খাওয়া লোকটাই আপনার আপন।
শুভ কামনা টিম আর্জেন্টিনা,শুভ কামনা কিং মেসি 👑
এর চেয়ে ভাল বিদায় কারো জীবনে হতে পারেনা।
তুমি থাকবে কোটি ফুটবল প্রেমির মনে,ইতিহাসে একজন সর্বকালের সেরাদের সেরা হয়ে থাকবে।।
সবাই নিজের কর্মে ফিরে যান🙏🙏নো মোর ট্রল নো মোর ফাইট🙏