Islam

Islam আসসালামু আলাইকুম।Come back To Allah🥀

02/03/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

©Get more updates - আড়াল - Hide

08/01/2025

আমি বললাম, আমি দেখতে খুবই অসুন্দর! আল্লাহ বলেন: আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে!’💙

(সূরা- আত-ত্বীন- ৯৫:৪)

Islam
18/10/2022

Islam

16/10/2022

★ তুমি কি দেখনি! সেই ডাক্তারকে, যে ফেরাউনের লাশ নিয়ে গবেষনা করতে গিয়ে মুসলিম হয়ে গেল!!
★ তুমি কি দেখনি! সেই বিজ্ঞানিকে, যে হাঁচি নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল!!
★ তুমি কি শোনোনি!সেই বিজ্ঞানির কথা যে চাঁদে গিয়ে দুনিয়াতে বাঁজা আযান শুনতে পেয়েছে।
★ তুমি কি দেখনি!সেই বিজ্ঞানিকে যে চাঁদে ভ্রমণ করতে গিয়ে (চাঁদের গায়ে) ফাঁটা দাগ দেখতে পেয়েছে।
★ তুমি কি শোনোনি!সেই খ্রি/ষ্টান ভাইয়ের কথা,যে আমাদের দ্বীনি ভাইকে খ্রি/ষ্টান করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেছে।
★ তুমি কি দেখনি!সেই সাহাবী গাছকে,যা ধুঁ ধুঁ মরুভূমির মাঝে এখনো জীবিত আছে!!
তাহলে কেন তুমি হতাশ, যখন তুমি সত্যের পথেই আছ।
★ তুমি কি জানো না! তোমার চাওয়া-পাওয়া তোমার (একলা কবরের) সঙ্গী হবে না,,,সঙ্গী হবে শুধু আমল।
এত কিছু জানার পরেও তুমি কেন হতাশ জানো!?
কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। যে কিনা নিজে পথভ্রষ্ট হয়ে,তোমাকেও পথভ্রষ্ট করার জন্য উঠে- পরে লেগেছে।
জেনে রাখো,
মানুষের চেয়ে শয়/তানের শক্তি অনেক বেশি, কিন্তু তোমার রবের চেয়ে না।
আর রব তোমার সহায় হবে,শয়তানের সহায় না।

10/05/2022

মনের দিকে দিয়ে শক্তিশালী হওয়ার গুরুত্ব আমরা অনেকেই জানি না। আর তাই নিজের ভেতরকার মানুষটিকে উন্নত করার চেষ্টা আমরা করিও না।

আল্লাহর রাসূল ﷺ বলেছেন, ধন-সম্পদ ও পার্থিব সাজ-সরঞ্জামের প্রাচুর্য ও আধিক্য প্রকৃত ঐশ্বর্য নয়, বরং মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য। (সহীহ্ মুসলিম:২৩১০)

দুনিয়াতে যার সম্পদ আছে, সে আরও চায়। তার সম্পদ থাকা স্বত্তেও সে গরিব, ফকিরের মত আরও চায়। অপরদিকে, সম্পদ কম থাকায় মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে, কারণ তার অনেক অনেক প্রয়োজন এবং সে জানে আল্লাহ ব্যতীত কেউই তার এই প্রয়োজনগুলো মেটাতে পারবে না।

মিথ্যা, রাগ, হিংসা, গর্ব, কৃপনতা, আত্ম-অহংকার, লোভ, চোগলখোরি, পরচর্চা ইত্যাদি একজন মানুষের মনকে ধ্বংস করে ফেলে, মানুষের মনকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে ফেলে। পরকালে এর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে! আল্লাহ হিফাযত করুন।

বিদায়ী হজ্জে রাসূলে কারীম ﷺ বলেছেন,
আমি কি তোমাদেরকে মুমিন কে তা বলে দেব না? (প্রকৃত মুমিন হল সেই),
যার (অত্যাচার) থেকে লোকেরা নিজেদের জান-মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করতে পারে।
(প্রকৃত) মুসলিম হল সেই ব্যক্তি, যার জিব ও হাত হতে লোকেরা শান্তি লাভ করতে পারে। (প্রকৃত) মুজাহিদ হল সেই ব্যক্তি, যে আল্লাহর আনুগত্য করতে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে।
আর (প্রকৃত) মুহাজির (হিজরতকারী) হল সেই ব্যক্তি, যে সমস্ত পাপাচরণকে হিজরত (বর্জন) করে।
(হাদিস সম্ভার:২২৪২)

মহান আল্লাহ আমাদের প্রকৃত মুমিন বান্দা হবার তাওফীক দান করুন।

Tahajjud ✨Meet Allah, tell your wise and get Everything.🤲🌸
05/04/2022

Tahajjud ✨
Meet Allah, tell your wise and
get Everything.🤲🌸

03/04/2022
02/04/2022

Everything ends. 𝗛𝗮𝗿𝗱 times will end. 𝗗𝗲𝗽𝗿𝗲𝗮𝘀𝗮𝗶𝗼𝗻 will end. 𝗕𝗮𝗱 days will end. The 𝗳𝗲𝗲𝗹𝗶𝗻𝗴𝘀 of all the breakdowns will end. It’s just a matter of time, and everything will be okay again.❤️ 𝗜𝗻 𝗦𝗵𝗮𝗮'𝗔𝗹𝗹𝗮𝗵

02/04/2022

প্রতিশোধ নয় ক্ষমা করা ইসলামের আদর্শ। 💫

Never hurt her 🙂❤️ she is blessing for you !1. It’s sunnah to marry older women.2. It’s sunnah to marry a divorcee.3. It...
01/04/2022

Never hurt her 🙂❤️ she is blessing for you !

1. It’s sunnah to marry older women.
2. It’s sunnah to marry a divorcee.
3. It’s sunnah to marry a widow.
4. It’s sunnah to help women in household chores i.e. cooking, cleaning, washing etc.

5. It’s sunnah to put food with your hand in your wife's mouth as an expression of love. (graded as a form of charity)

6. It’s sunnah to verbally express love, appreciation and respect to your wife.
7. It’s sunnah to forgive her mistakes.
8. It’s sunnah to keep yourself looking pleasant for your wife.
9. It’s sunnah to try to know the feelings of your wife and console her when she needs it.

10. It's sunnah to be playful with your wife and spend quality time having fun together. (racing, story-telling, sharing happy occassions with her are some well-known examples)

11. It's sunnah to recline and relax in your wife's lap.
12. It's sunnah to call your wife with beautiful names.
13. It's sunnah to not disclose her private matters to other family members or friends.
14. It's sunnah to love and respect her parents.

Respect Women🌸Proud to be an Umma Of Prophet Muhammad(sm)❤️

Address


Telephone

+8801872436569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share