27/11/2025
স্বামী প্রবাসী র সাথে মনোমালিন্য এতেই,
দুই সন্তান সহ বি?ষ খেয়ে।....মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের ম'র'দে'হ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ম'র'দে'হগুলো উদ্ধার করে!
নি'হ'ত'রা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)
পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বি'ষে'র ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক ক'ল'হে'র জেরে এ ঘটনা ঘটতে পারে।
প্রতিবেশীরা জানান,
সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।
পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।।।।।
খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লা*শ বিছানায় এবং দুই শিশুর লা*শ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।।
নি'হ'তে'র স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।
তিনি এর আগে দেশে হ্যালোবাইক
চালাতেন।
নি'হ'ত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী।
সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।
কি সাংঘাতিক কান্ড রে ভাই যদিও এটা আগের....
゚