Md Ebne Rabbi Hasan

Md Ebne Rabbi Hasan আসসালামু আলাইকুম,আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

গত আট মাসে বেশি না, মাত্র ২২টা রাজনৈতিক দল প্রকাশিত হয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কেন ঐক্যবদ্ধ হয় না, এ নিয়ে সবাই চ...
20/04/2025

গত আট মাসে বেশি না, মাত্র ২২টা রাজনৈতিক দল প্রকাশিত হয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কেন ঐক্যবদ্ধ হয় না, এ নিয়ে সবাই চিন্তিত। ধর্মকে পাশে রেখে বস্তুবাদী উপায়েও যারা দেশ ও জনতার উন্নয়ন করতে চায়, তারাও কেন এত দলে বিভক্ত? এমনকি হুজুর ও সাধারণদের মধ্যে যারা অরাজনৈতিক, তাদের দলাদলিও কিন্তু কম নয়। তারাও যে কত ধারা-উপধারা এবং দল ও সংগঠনে বিভক্ত, তার সঠিক হিসাব বের করাই অসম্ভব।

In the hush of the morning, a mother deer leads her curious fawn through the peaceful serenity of their surroundings, fo...
21/03/2025

In the hush of the morning, a mother deer leads her curious fawn through the peaceful serenity of their surroundings, fostering an unbreakable bond amidst nature's gentle embrace.

28/02/2025

পাপে জর্জরিত,অন্তরে অশান্তি অনবরত লেগে থাকা প্রতিটি মুসলিমের জন্য রহমতস্বরূপ সবচেয়ে শান্তির ও সৌখিন মাস “রমাদান” মাস!

আলহামদুলিল্লাহ
02/11/2024

আলহামদুলিল্লাহ

এই হল শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের একটি অসামান্য সামরিক বিস্ময়, লোহাগড় দুর্গ।লোনাওয়ালার কাছে প্রায় তিন হাজার চারশো পঞ...
31/10/2024

এই হল শক্তিশালী মারাঠা সাম্রাজ্যের একটি অসামান্য সামরিক বিস্ময়, লোহাগড় দুর্গ।
লোনাওয়ালার কাছে প্রায় তিন হাজার চারশো পঞ্চাশ ফুট উচ্চতায় একটি টিলার উপরে অবস্থিত এই আশ্চর্য স্থাপত্য। একসময় এই দুর্গ পাভানা-ইন্দ্রায়ণী অববাহিকাকে পৃথক করে সাম্রাজ্যকে সুরক্ষিত করতো। আবার অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে ককানকে সংযুক্ত এই অঞ্চলের বাণিজ্য পথে এক শক্তিশালী রক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকতো।
যদিও এর এমন উচ্চতায় সামরিক ঘাঁটি তৈরী করাই ছিল এক দারুণ বিস্ময়ের ব্যাপার...

নুসরাত ফাতেহ আলী খান ১৯৮০ সালে প্রথম ভারত সফর করেন! মূলত সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর। রাজ কাপুর তার ছেলে ঋষি কাপুরের ব...
24/10/2024

নুসরাত ফাতেহ আলী খান ১৯৮০ সালে প্রথম ভারত সফর করেন! মূলত সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর। রাজ কাপুর তার ছেলে ঋষি কাপুরের বিয়েতে গান গাওয়ার জন্য খান সাহাবকে আমন্ত্রণ জানান! সেই বিয়ের অনুষ্ঠানে বলিউডের সব বড়ো বড়ো গায়ক ও গায়িকারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী কথা ছিল, নুসরাত ফাতেহ আলী খান ৩০ মিনিট গান গাইবেন! কিন্তু নুসরাত যখন গান শুরু করলেন তখন রাজ কাপুর, ঋষি কাপুরসহ উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেলেন! রাজ কাপুর এতোটাই মুগ্ধ হলেন যে, নুসরাত সাহাবকে অনুরোধ করে পুরো চার ঘন্টা গান শুনলেন!
দুই
নুসরাত ফাতেহ আলী খানের তখন বিশ্বজোড়া নাম। ফ্রান্সের একটি কালচারাল ক্লাব নুসরাত সাহাবকে সেখানে আমন্ত্রণ জানায়! নুসরাত সাহাব চিন্তা করলেন, ফ্রান্সের মানুষজন তো উর্দু বুঝবে না। তাই গানগুলো ইংরেজিতে অনুবাদ করে নিয়ে যান।

নুসরাত সাহাব যখন বললেন, তিনি ইংরেজিতে গান গাইবেন তখন উপস্থিত দর্শকরা আপত্তি জানালেন। তারা বললেন, আপনি আমাদের সাথে জুলুম করবেন না। আপনি উর্দু ভাষাতেই গান গাবেন! আমরা গানের সুরে গানের কথা বুঝে নিবো!
তিন
একবার এক অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান বলেছিলেন, '৯২ এ বিশ্বকাপ জেতার পেছনে নুসরাত ফাতেহ আলী খানেরও অবদান আছে। ৯২ বিশ্বকাপে পাকিস্তান প্রথম দিকের ম্যাচগুলোতে হারতে থাকে। দলের সবাই আপসেট, আমিও আপসেট! হোটেল রুমে নুসরাত সাহাবের গান শুনছিলাম। যখনই নুসরাত সাহাবের 'আল্লাহু আল্লাহু আল্লাহ...' গান শুনলাম, আমার ভিতরে আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। পরের ম্যাচে নামার আগে আমি দলের সবাইকে নিয়ে নুসরাত সাহাবের 'আল্লাহু আল্লাহু আল্লাহু' গান শুনলাম। তারপর লক্ষ্য করলাম সবাই উজ্জীবিত ও আত্নবিশ্বাসী হয়ে উঠছে। আমরা ফাইনালের দিনও গানটা শুনেই মাঠে নেমেছিলাম। '

তারপর ইমরান খান বলেন, 'নুসরাত সাহাবের গানে ও কণ্ঠে এমন কিছু একটা আছে, যা ব্যাখ্যাতীত! তার গান শুনে পাগল হবে না, এমন লোক দুনিয়ায় পাওয়া যাবে না!'
চার
১৯৯৩ সালের কথা! ভারতের রাজস্থান থেকে এক বয়স্ক লোক নুসরাত সাহাবের বাড়িতে আসলেন! নুসরাত সাহাবের সাথে দেখা করে বললেন, 'আমার মেয়ে বিয়েতে আমার থেকে কোনো উপহার নিতে চাচ্ছে না। তবে একটি আবদার করেছে। তার বিয়েতে আপনি গান গাইবেন-এই আবদারটুকু করেছে!'

পাশেই নুসরাত সাহেবের সেক্রেটারি বসা ছিল। সেক্রেটারি বয়স্ক লোকটার কাছে ১ লাখ টাকা চাইল। তাহলে নুসরাত সাহাব আপনার মেয়ের বিয়েতে গান গাইবে!

তখন নুসরাত সাহাব বললেন, 'না! একটাও দিতে হবে না। আমি বিনা পয়সাতেই আপনার মেয়ের বিয়েতে গান গাইতে যাবো!'

বিয়ের দিন নুসরাস সাহাব ঠিকই তার দলবল নিয়ে উপস্থিত হলেন। বিয়েতে গান গাইলেন! গানের আসর শেষে ফেরার পথে নুসরাত সাহাব সেই মেয়েকে বিয়ের উপহার হিসেবে ৫০ হাজার টাকা উপহার দিয়েছিলেন!

গান শুনলে কারোর কান্না আসে কিনা জানি না! তবে নুসরাত সাহাবের গান শুনলে চোখ দুটো ছলছল হয়ে যায়! নুসরাত সাহাবের গানে কী জাদু আছে, কেউ কি বলতে পারবে...!

©কালেক্টেড।

30/09/2024

শিবির সম্পর্কে জানুন।

কবিতা! 😹বিড়াল বিড়াল আমার রাগ করেছেমুখ করেছে ভারযতই তাকে আদর করিঘুরিয়ে রাখে ঘাড়।কী খাবি বল কোর্মা, পোলাওটেংরা, পুটি, কইচ...
16/09/2024

কবিতা! 😹বিড়াল

বিড়াল আমার রাগ করেছে
মুখ করেছে ভার
যতই তাকে আদর করি
ঘুরিয়ে রাখে ঘাড়।

কী খাবি বল কোর্মা, পোলাও
টেংরা, পুটি, কই
চাইলে তোকে এনে দেব
রশমালাই আর দই।

কী হয়েছে বলনা শোনা
কী হয়েছে বল
চুপটি মেরে রইলি পরে
চোখের কোনে জল।

বিদেশে আর ভাললাগেনা
দেশে যাবি তায়
দেড়টা বছর পার হয়ে যায়
ছুটির দেখা নাই।

পড়ছে মনে দেশের কথা
নাকি অন্য কিছু
এবার বিড়াল লেজটা নাড়ায়
ঘাড়টা করে নিচু।

ঠিক বুঝেছি দুষ্টু বিড়াল
কিসের এতো রাগ
আর কটা দিন সবুর করে
চুপটি মেরে থাক।

হাফেজী মাদ্রাসায় পড়ুয়া ১৩ বছরের এক ছেলে হঠাৎ করে মাত্র ১ দিনে কুরআনের হাফেজ হয়ে যায়!অথচ এর আগে সে মাত্র কুরআনের ১ পারা ম...
10/09/2024

হাফেজী মাদ্রাসায় পড়ুয়া ১৩ বছরের এক ছেলে হঠাৎ করে মাত্র ১ দিনে কুরআনের হাফেজ হয়ে যায়!

অথচ এর আগে সে মাত্র কুরআনের ১ পারা মুখস্থ করেছিলো। ভালো আরবি জানতো না।

কিন্তু, একদিন এসে হুজুরকে বলে- "আমাকে কুরআনের যেকোনো জায়গা থেকে পড়া নিন।"

সে আরবিতে কথা বলা শুরু করে!

হুজুর জিজ্ঞেস করলে সে ১৫ পারা তেলাওয়াত করে শুনায়।

হুজুর যেখান থেকেই পড়া নেন, সে পড়া বলতে থাকে।

সবাই বেশ অবাক হলো!

এটা কীভাবে সম্ভব?

কয়েকদিন পর দেখা গেলো সে চুলের একপাশ রেখে অন্য পাশ মুণ্ডন করে ফেলছে।

মাদ্রাসার হুজুররা বুঝতে পারলেন তার ওপর জিন আছর করেছে!

হুজুররা কুরআনের মাধ্যমে তার চিকিৎসা করতে গেলে দেখা যায় হাফেজ-জিনটি কুরআনের অন্য আয়াত তেলাওয়াত করে।

অন্য ক্ষেত্রে জিন তাড়ানোর একটি মাধ্যম হলো কুরআন তেলাওয়াত।

কিন্তু, এই জিন ছিলো ভালো জিন, মুসলিম জিন, কুরআনের হাফেজ।

এজন্য কুরআন তেলাওয়াত করে তাকে তাড়ানো যাচ্ছিলো না।

অভিজ্ঞ হুজুরের পরামর্শে ছেলেকে ১ মাসের জন্য তার বাড়িতে পাঠালেন।

অনেক সময় জায়গা পরিবর্তন হলে জিনের আছর চলে যায়।

১ মাস পর ছেলেটি আবার মাদ্রাসায় ফিরলো।

দেখা গেলো তখন তার কুরআনের এক পারাই মুখস্থ।

অর্থাৎ, জিন চলে গেছে।


ঘটনাটি ইংল্যান্ডের নটিংহ্যামের। ঘটনার প্রত্যক্ষদর্শী শায়খ হাসান আলী হাফিজাহুল্লাহ.
MykaiF
@

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
07/09/2024

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।
collected

Address

ATPARA
Atpara
2040

Alerts

Be the first to know and let us send you an email when Md Ebne Rabbi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ebne Rabbi Hasan:

Share