Shakib Broh

Shakib Broh বইপ্রেমী
This page is a story based entertainment platform.Stay tuned

Youtube:https://youtube.com/-p1c?si=GJt2a4oXROEp5a-K

01/09/2025

১ - বই + চা
২ - বই + বৃষ্টি
৩ - বই + নদীর পাড়
৪ - বই + পাহাড়
৫ - বই + একাকীত্ব
- যেকোনো একটা বেছে নিন।
#আমি বই+চা
#আর আপনি?

ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’, এই গানের কথাগুলো লিখতে গিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কি কোনো দিন ভেবেছ...
31/08/2025

ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’, এই গানের কথাগুলো লিখতে গিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কি কোনো দিন ভেবেছিলেন যে মানুষ একসময় শুধুই আকাশের ঠিকানায় অর্থাৎ অন্তর্জালে (ই-মেইলে) চিঠি লিখবে!

জীবনে একবার হলেও চিঠি লেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কেউ লিখেছেন পরিক্ষার খাতায় আবার কেউবা প্রিয় মানুষকে। ইংরেজ কথাকার সমারসেট মম বলেছেন, ‘বর্তমানের বাস্তবতায় সেটাই সত্যি। চিঠি লেখা আসলেই এক হারিয়ে যাওয়া শিল্প।

ঘোড়ার ডাক প্রচলনের আগে কীভাবে চিঠি আদান-প্রদান হতো, তা নিয়ে দ্বিমত থাকলেও আজকাল দাপ্তরিক কাজের নথি বা আবেদনপত্র ছাড়া কেউ ডাকঘরে যে যায় না, সেটা সবারই জানা।

শেষ কবে চিঠি লিখেছেন বা পেয়েছেন? এ প্রশ্নের উত্তর হয়তো অনেকেই দিতে পারবে না। অথচ একসময়ে দূরে থাকা আপনজনের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যমই ছিল চিঠি।
শুধু দূরে নয়, অন্তরের খুব কাছের কাউকে মুখে না বলতে পারা কথাগুলোও সযত্নে সাজিয়ে নেয়া হতো চিঠিতে। এক একটি চিঠিতে কত যে গল্প, কত যে ইতিহাস থাকত! আর থাকত টইটম্বুর আবেগ।

চিঠি মানে কুশল বিনিময়, গুরুত্বপূর্ণ খবর আদান-প্রদান, মনের কথা জানানো, সুসংবাদ অথবা দুঃসংবাদ—এই সবকিছুই ছিল একসময়ে। বাড়িতে বাড়িতে ডাকহরকরা বা পোস্টম্যান পৌঁছে দিয়ে আসতেন খামে ভরা চিঠি। তাতে বসানো দেশ-বিদেশের ডাকটিকিট সংগ্রহের প্রচলনও তুঙ্গে ছিল শিশু-কিশোরদের মধ্যে।

পত্রমিতালি হতো দেশ-বিদেশের বন্ধুদের সঙ্গে। চিঠি নিয়ে আসত চাকরির খবর, পদোন্নতির সংবাদ, নতুন প্রাণের আগমন বার্তা নয়তো বিয়ের নেমন্তন্ন রূপে বাঁধভাঙা আনন্দের জোয়ার। আবার কোনো বিপদ, অসুস্থতা নয়তো কারও মৃত্যুসংবাদ নিয়ে আসত কোনো কোনো সর্বনাশা চিঠি।

প্রবাসী সন্তানের চিঠির পথ চেয়ে বসে থাকতেন মা। কখনোবা নীল খামে ভরা চিঠির ভাঁজে সুগন্ধি মাখিয়ে বা গোলাপের পাপড়ি গুঁজে ভালোবাসার বার্তা যেত প্রিয় মানুষটির কাছে
এখনো অতীতবিলাসী বহু মানুষের কাছে সযত্নে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেয়া আছে গুচ্ছের সব চিঠি।

হয়তো যিনি লিখেছেন, সেই মানুষ আর নেই, তবু চিঠিতে রয়ে গেছে তার আবেগময় কথাগুলো। এখনো হয়তো ঘরের কোনো দেরাজে বা আলমারির ওপরে কোনো বাক্সে রাখা আছে আমাদের বাবা, মা, মাতামহী, পিতামহের লেখা স্নেহময় চিঠি। কোনো এক অজানা কোনায় খুঁজে দেখলে লাল ফিতায় বাঁধা নীল খামের চোখ ভেজানো চিঠিগুলো পেলেও পাওয়া যেতে পারে বর্ষীয়ান কারও বাড়িতে। আজকের এই অস্থির সময়ে আমরা চিঠি লিখতে ভুলে গেছি। চিঠি শুধু এখন ইতিহাসের পাতায়, গল্পে উপন্যাসে আর কবিতার উপমায়।

১লা সেপ্টেম্বর, চিঠি দিবসে, আপনারা চাইলে আমাকে চিঠি পাঠাতে পারেন।ইন্টারনেটের যুগে ১টা দিনের জন্য আমরা আমাদের মনের বার্তা চিঠির মাধ্যমে পৌঁছে দিই আমাদের প্রিয়জন,বন্ধু বা শুভাকাঙ্ক্ষীর কাছে। চিঠি দিবসের শুভেচ্ছা 💌

27/08/2025

অমর নজরুল
- ইমন

তোমার রণতরী আছে,
আমাদের আছে নজরুলের রণসংগীত — “চল চল চল”।

তোমাদের হাতে আ/গ্নেয়া/স্ত্র,
আমাদের হাতে অগ্নিবীণা,
যার সুরে আগুন জ্বলে,
স্ফীত হয় সিনা।

তোমাদের আছে পরমাণু বোমার ভিড়,
আমাদের আছে দুর্দম নজরুল,
“আমি বিদ্রোহী, আমি চির উন্নত শির!”

তোমাদের অ/স্ত্র ছুঁড়ে দেয় ভয়,
আমাদের কবিতা ছুঁড়ে দেয় প্রতিবাদের ডাক —
“আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!!”
সুনিশ্চিত আমাদের জয়।

তোমাদের বিজ্ঞান মাপে শক্তির হিসাব,
আমাদের সাহস মাপে মানবতার অগ্নিপরীক্ষা।

তোমরা গড়ো ধ্বং/সে/র রাজত্ব,
আমরা "সৃষ্টি সুখের উল্লাসে"
মুক্ত করি দাসত্ব।

তোমাদের গর্জনে ছোঁয়া যান্ত্রিকতার,
আমাদের গর্জন — নজরুলের কলমে,
“দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!”

তোমরা গাও যু/দ্ধে/র দাম্ভিক গান,
আমরা গাই নজরুলের সুরে
একতা, ভালোবাসা আর বিদ্রোহের সোপান।

🔥✍️ শব্দের আগুনপাখি নজরুলকে তার প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা 🌺🕊️

ধরে নে ফিরে আসবেনা। তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস -মানুষ টা ফিরে আসছেনা। কষ্ট বেশি না?~ অপেক্ষাহুমায়...
25/08/2025

ধরে নে ফিরে আসবেনা। তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস -মানুষ টা ফিরে আসছেনা। কষ্ট বেশি না?
~ অপেক্ষা
হুমায়ূন আহমেদ!!

বই এবং বউ মনোযোগ দিয়ে পড়তে পারলে অনেক জ্ঞানী হওয়া যায়। - বাণীতে Ripon Mia ✨
24/08/2025

বই এবং বউ মনোযোগ দিয়ে পড়তে পারলে অনেক জ্ঞানী হওয়া যায়।
- বাণীতে Ripon Mia ✨

24/08/2025

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত— সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,
মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।
আমি অশিব তিক্ত অভিশাপ,
আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার—
আর মর্তে সাহারা-গোবি-ছাপ,
আমি অশিব তিক্ত অভিশাপ!

ধুমকেতু~কাজী নজরুল ইসলাম।

19/08/2025

," কেউ কথা রাখেনি "
—সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি।

ছেলেবেলায় এক বোষ্টুমি তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এল না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের
আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে?

একটাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ন
কঙ্কনপরা-পরা ফর্সা রমনীরা কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যালগুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!
তবুও কথা রাখেনি বরুনা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখে না!

17/08/2025

সমাজ বলছে মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে দাও কিন্তু দেবার বন্দোবস্ত করে তো দিতে পারেন না। যে সমাজ দুঃখীর দুঃখ বুঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখে রাঙায় আর গলা চেপে ধরে সে সমাজ আমার নয়। আমার মত গরিবেরও নয় এ সমাজ বড়লোকের জন্য।

বই:পরিণীতা
লেখক :শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

17/08/2025

আসসালামু আলাইকুম *Shakib Broh*পেজের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন। বিজয়ীরা হলেন-
১.khadiza Akter Lucky
২.Kasfiya Afrin Raisha
৩.Sumona Wajeha

Khadiza Akter Luckyআপু Engagement list এর, top point এ আছেন তাই আপু অপেক্ষা বইটি পেয়ে যাবেন। বাকি ২জন ইনবক্সে মেসেজ দিয়ে পরিণীতা (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)ও ঘরে বাইরে (রবীন্দ্রনাথ ঠাকুর) কে কোনটা নিবেন দ্রুত জানান। যারা উপহার পাননি অপেক্ষা করুন ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো। আমি বইগুলো অর্ডার করেছি বেশ কিছুদিন আগে তবে এখনো হাতে পায়নি। যতদ্রুত সম্ভব আমি বইগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। বিজয়ীরা ইনবক্সে নাম, ঠিকানা দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ। সাথেই থাকবেন।

14/08/2025

আগামীকাল শেষ হতে যাচ্ছে গিভঅ্যাওয়ের সময়সীমা,আমার পেজটা ছোট হওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা কম,তবে তার মধ্যে ৩জন পাবে ৩টি বই কুরিয়ার খরচ আমি বহন করবো, ইনশাআল্লাহ ১৬ তারিখে রেজাল্ট জানানো হবে, এবং ১ সপ্তাহের মধ্যে উপহার পেয়ে যাবেন,যারা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন আর যারা এখনো অংশ নেননি দ্রুত অংশ নেন। ধন্যবাদ 🥰

13/08/2025

পৃথিবী থেকে প্রিয় কোনো মানুষ অকস্মাৎ সরে গেলে যে অন্ধকার নেমে আসে তার স্থায়িত্ব কতটুকু? কারো কারো হয়ত শ্মশান থেকে বেরিয়ে আসার পরেই তা দূর হতে আরম্ভ করে,কেউ সারাজীবন মনের আনাচে কানাচে তাকে আঁকড়ে থাকেন। তবু যে কোনো চলে যাওয়া মানে জলের বুকে গর্ত খোড়া, যা পর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়া জলের ঢেউ-যে বুজে যায়, বেঁচে থাকার নিয়মে সেটাই শেষ সত্যি হয়ে দাঁড়ায়। এই ঘরবাড়ি, জমি বাগান, আত্মীয়তা অথবা ভালোবাসা যা একটা মানুষ বুক ভরে ভালবাসে জীবন ধরে তার আয়ু কতদিন এমন ভাবনা সচরাচর আসে না। যারা পড়ে রইল তাদের হাহুতাশের সময় খুব কম,কারণ মানুষ ভুলে যেতে বড় ভালবাসে।

Samaresh Majumdar, সাতকাহন: দ্বিতীয় পর্ব

Address

Atrai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib Broh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakib Broh:

Share