Shakib Broh

Shakib Broh বইপ্রেমী
This page is a story based entertainment platform.Stay tuned

Youtube:https://youtube.com/-p1c?si=GJt2a4oXROEp5a-K

এই বই টা কেউ পড়েছেন? পড়ে থাকলে পড়ার অভিজ্ঞতা জানান।
10/08/2025

এই বই টা কেউ পড়েছেন? পড়ে থাকলে পড়ার অভিজ্ঞতা জানান।

08/08/2025

জ্বরের মতন তুমি আসো।
দিন কয় থাকো।
চলে যাও ফের আমাকে দূর্বল করে।

"ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।""...
06/08/2025

"ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।"

"মুখ অনেকগুলো কিন্তু মুখোশ এক।"

"দীপাবলি" এর অসাধারণ ক্যারেক্টার বিল্ড-আপ সাথে বেশ কিছু চমক আর ঝরঝরে প্রাঞ্জল লেখনি৷
সাতকাহন
সমরেশ মজুমদার

03/08/2025

নতুন বই এর ঘ্রান দিয়ে এক বোতল পারফিউম তৈরি করে নিতে হবে ভাবছি...!

যেতে হবে...!
03/08/2025

যেতে হবে...!

01/08/2025

মা আছে যতদিন,যত্ন ঠিক ততদিন

ইন্দুবালা ভাতের হোটেল কোনটা বেশি  ভালো লাগছে??🤔
30/07/2025

ইন্দুবালা ভাতের হোটেল
কোনটা বেশি ভালো লাগছে??🤔

29/07/2025

একশত বৎসর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাহিরে রহিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনায় সে আমার হৃদয়ের কবাট খুলিতে পারে।"
~বিভূতি-ভূষণ বন্দ্যোপাধ্যায়। 😐

27/07/2025

🎉গিভঅ্যাওয়ে পোস্ট🎉

জুলাই মাসে আপনাদের জন্য থাকছে Shakib broh এর পক্ষ থেকে উপহার। যেহেতু প্রথম কোনো গিভঅ্যাওয়ের আয়োজন হতে যাচ্ছে সেহেতু চেষ্টা করছি আমার সাধ্যের বাইরে আপনাদের উপহার দেবার।

🎁উপহারসমূহ: ৩ টি বই.(৩জন পাবে।)

📕বুকলিস্ট:
১. অপেক্ষা,~হুমায়ুন আহমেদ

২. পরিণীতা ~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩.ঘরে বাইরে~রবীন্দ্রনাথ ঠাকুর।

অংশগ্রহণের নিয়মাবলি:

১. প্রথমত,Shakib brohএর অফিশিয়াল পেইজটি লাইক এবং ফলো করুন।

২. গিভঅ্যাওয়ে পোস্টটি আপনার ফেইসবুক টাইমলাইনে শেয়ার করুন। অবশ্যই ক্যাপশনে পেইজ মেনশন করতে হবে।

৩. কমপক্ষে ২০ জন নতুন মেম্বার ইনভাইট করুন আপনার ফ্রেন্ডলিস্ট থেকে এবং স্ক্রিনশট নিন।

৪. শেয়ারকৃত পোস্ট এবং মেম্বার ইনভাইটেশনের স্ক্রিনশটটি মূল গিভঅ্যাওয়ে পোস্টের কমেন্ট বক্সে জমা দিয়ে ১০ জন বইপ্রেমী বন্ধুকে মেনশন করুন।

এই প্রুফের মাধ্যমেই আপনাকে উপহারের জন্য নির্বাচন করা হবে। সুতরাং সতর্ক থাকবেন।

৫. মেইন পোস্টে একটা রিয়াকশন দিন।

🔎বিজয়ী নির্বাচন:

উপহারগুলোর জন্য ৩ জন শুভাকাঙ্ক্ষীকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করা হবে। যারা নির্বাচিত হবেন, তারা উপহার পাবেন।

⚠️সতর্কতা:

📌অংশগ্রহণকারীদের অবশ্যই উল্লিখিত প্রতিটি নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে।

📌কোনো অংশগ্রহণকারী যদি নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ না করেন, তবে তাকে ডিসকোয়ালিফাই করা হবে।

📌গিভঅ্যাওয়েতে অংশগ্রহণকারীকে অবশ্যই Shakib Brohফলো এবং লাইক করতে হবে। যদি নির্বাচিত শুভাকাঙ্ক্ষী পেইজ ফলো না করে থাকেন তাহলে তিনি উপহারের জন্য বিবেচিত হবেন না৷

উপহারগুলো শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছে পৌঁছাক এই কামনায় করি।

📍গিভঅ্যাওয়ে চলবে:
১৫ আগস্ট ২০২৫ | রাত ১১:৫৯ পর্যন্ত।

সবাইকে শুভকামনা!

26/07/2025

এত হাসি কোথায় পেলে, এত কথার খলখলানি। কে দিয়েছে মুখটি ভরে, কোন বা গাঙের কলকলানি।"

~জসীমউদ্দীন।😑

24/07/2025

গান গেয়ে তরী বেয়ে কে আসে পরে!
দেখে’ যেন মনে হয় চিনি উহারে।
~ রবীন্দ্রনাথ ঠাকুর!😐

Address

Atrai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib Broh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakib Broh:

Share