27/07/2025
🎉গিভঅ্যাওয়ে পোস্ট🎉
জুলাই মাসে আপনাদের জন্য থাকছে Shakib broh এর পক্ষ থেকে উপহার। যেহেতু প্রথম কোনো গিভঅ্যাওয়ের আয়োজন হতে যাচ্ছে সেহেতু চেষ্টা করছি আমার সাধ্যের বাইরে আপনাদের উপহার দেবার।
🎁উপহারসমূহ: ৩ টি বই.(৩জন পাবে।)
📕বুকলিস্ট:
১. অপেক্ষা,~হুমায়ুন আহমেদ
২. পরিণীতা ~ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩.ঘরে বাইরে~রবীন্দ্রনাথ ঠাকুর।
অংশগ্রহণের নিয়মাবলি:
১. প্রথমত,Shakib brohএর অফিশিয়াল পেইজটি লাইক এবং ফলো করুন।
২. গিভঅ্যাওয়ে পোস্টটি আপনার ফেইসবুক টাইমলাইনে শেয়ার করুন। অবশ্যই ক্যাপশনে পেইজ মেনশন করতে হবে।
৩. কমপক্ষে ২০ জন নতুন মেম্বার ইনভাইট করুন আপনার ফ্রেন্ডলিস্ট থেকে এবং স্ক্রিনশট নিন।
৪. শেয়ারকৃত পোস্ট এবং মেম্বার ইনভাইটেশনের স্ক্রিনশটটি মূল গিভঅ্যাওয়ে পোস্টের কমেন্ট বক্সে জমা দিয়ে ১০ জন বইপ্রেমী বন্ধুকে মেনশন করুন।
এই প্রুফের মাধ্যমেই আপনাকে উপহারের জন্য নির্বাচন করা হবে। সুতরাং সতর্ক থাকবেন।
৫. মেইন পোস্টে একটা রিয়াকশন দিন।
🔎বিজয়ী নির্বাচন:
উপহারগুলোর জন্য ৩ জন শুভাকাঙ্ক্ষীকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচন করা হবে। যারা নির্বাচিত হবেন, তারা উপহার পাবেন।
⚠️সতর্কতা:
📌অংশগ্রহণকারীদের অবশ্যই উল্লিখিত প্রতিটি নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে।
📌কোনো অংশগ্রহণকারী যদি নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ না করেন, তবে তাকে ডিসকোয়ালিফাই করা হবে।
📌গিভঅ্যাওয়েতে অংশগ্রহণকারীকে অবশ্যই Shakib Brohফলো এবং লাইক করতে হবে। যদি নির্বাচিত শুভাকাঙ্ক্ষী পেইজ ফলো না করে থাকেন তাহলে তিনি উপহারের জন্য বিবেচিত হবেন না৷
উপহারগুলো শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছে পৌঁছাক এই কামনায় করি।
📍গিভঅ্যাওয়ে চলবে:
১৫ আগস্ট ২০২৫ | রাত ১১:৫৯ পর্যন্ত।
সবাইকে শুভকামনা!