Shakib Broh

Shakib Broh This page is a story based entertainment platform.Stay tuned

16/06/2025

Hi! i am back after few days.

একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে য...
29/05/2025

একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করেছিল। কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে, বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে যায়। বাড়ীর মালিক ঘটনাটি দেখতে পেয়ে, সাথে সাথে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়।

ফলে প্রাণী দুইটি বাথরুমের ভিতরে আটকা পড়ে যায়। কুকুরটি চিতাবাঘকে দেখে ভয় পেয়ে এক কোণে চুপচাপ বসে পড়ে। প্রবল আতঙ্কে সে একবার জন্য ঘেউ ঘেউ করার সাহস পর্যন্ত করেনি।

অন্যদিকে, যদিও চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল এবং কুকুরটিকেই তাড়া করছিল, তবুও সে কুকুরটির উপর আক্রমণ করেনি।

চাইলেই চিতাবাঘটি কুকুরটিকে মেরে ফেলতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা দুজন দুই কোণে চুপচাপ বসে থাকল। দীর্ঘ ২৮ ঘন্টা একসঙ্গে কাটানোর পরও চিতাবাঘটি কুকুরটিকে আক্রমণ করেনি। পুরোটা সময় সে ভীষণ শান্ত ছিল।

অবশেষে বন বিভাগ চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনে এবং ট্র্যাঙ্কুলাইজার ডার্ট ব্যবহার করে তাকে বন্দি করে।

এখন প্রশ্ন হলো, যখন চিতাবাঘের জন্য কুকুরটিকে আক্রমণ করা এত সহজ ছিল, তখন সে তা করল না কেন?

বন্যপ্রাণী গবেষকদের মতে, বন্য প্রাণীরা স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যখনই তারা বুঝতে পারে যে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তখন তারা এতটাই মানসিক যন্ত্রণা অনুভব করে যে, ক্ষুধা তৃষ্ণার কথাও ভুলে যায়। তাদের স্বাভাবিক খাদ্যগ্রহণের প্রবৃত্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে।

শিক্ষা: স্বাধীনতা ও সুখ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। কারো চিন্তার স্বাধীনতা, কাজের স্বাধীনতা আর নিজের ইচ্ছামতো বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়ে আপনি তাকে যা কিছুই দেন তা কেন, সবকিছু তার কাছে মূল্যহীন এবং অর্থহীন

সংগৃহীত

29/05/2025

পড়াশোনা, ক্যারিয়ার, টেনশন এবং আরও অনেক সমস্যার চাপে আমরা আমাদের জীবনযাপন ভুলে যাই!😒🙄

28/05/2025

Big shout out to my newest top fans! S R Dristy, Md Sohanur Islam Sohan

26/05/2025

The Mystery of Socrates (Dale Carnegie part -2) ゚viralシfypシ゚viralシalシ

23/05/2025

ডেল কার্নেগী (পার্ট -১) ゚viralシfypシ゚viralシalシ

22/05/2025

“শিশু জন্মের পর নাড়ি কেটে মার কাছ থেকে তাকে অালাদা করা হয়। তাকে বুঝিয়ে দেয়া হয় তুমি এখন আর তোমার মায়ের শরীরের কোন অংশ না। তুৃমি আলাদা একজন মানুষ। সত্যিকার অর্থে কিন্তু সেই নাড়ি কাটা পড়ে না। যতদিন মা বেঁচে থাকেন ততদিন অদৃশ্য নাড়ির বন্ধন থাকে। বন্ধন কাটে মা'র মৃত্যুতে।”

বিষাদ সিন্ধু লেখক :মীর মোশাররফ হোসেন ক্লাস ৭ এ বইটি উপহার হিসেবে পেয়েছিলাম তবে পড়া হয়নি, এখন শুরু করেছি। যতটুকু পড়েছি বে...
22/05/2025

বিষাদ সিন্ধু
লেখক :মীর মোশাররফ হোসেন

ক্লাস ৭ এ বইটি উপহার হিসেবে পেয়েছিলাম তবে পড়া হয়নি, এখন শুরু করেছি। যতটুকু পড়েছি বেশ ভালো লেগেছে। রিভিউ দিব খুব তাড়াতাড়ি। 🤔🤔

বহুদিন ধরেই ‘জাগরী’ উপন্যাস নিয়ে কিছু লিখব লিখব করেও লেখা হয়নি। অবশেষে আজ লিখতে বসলাম।‘জাগরী’ সতীনাথ ভাদুড়ীর লেখা প্রথম ...
21/05/2025

বহুদিন ধরেই ‘জাগরী’ উপন্যাস নিয়ে কিছু লিখব লিখব করেও লেখা হয়নি। অবশেষে আজ লিখতে বসলাম।

‘জাগরী’ সতীনাথ ভাদুড়ীর লেখা প্রথম উপন্যাস। উপন্যাসটির পটভূমি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অধ্যায়, "ভারত ছাড়ো" আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে উঠেছে, যা আগস্ট আন্দোলন নামেও পরিচিত। এই আন্দোলন এবং রাজনীতির ঘূর্ণিপাকে আবর্তিত হয় একটি পরিবার—পিতা, মাতা এবং দুই পুত্র। গল্পের নির্মমতায় এক পুত্রের সাক্ষ্যের ফলে আরেক পুত্রের মৃত্যুদণ্ডের আদেশ হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির সেলে থাকা বিলু জানে, রাত পেরোলেই তাকে ফাঁসিকাঠে ঝুলতে হবে। একই কারাগারের আলাদা ডিভিশন ওয়ার্ডে তার বাবা-মাও বন্দি, ছেলের মৃত্যুর অন্তিম ক্ষণ গুনতে গুনতে সময় পার করেন।

উপন্যাসে বিলুর ফাঁসির আগের রাতের ঘটনাগুলিই পরিবারের চার সদস্যদের জবানবন্দিতে একে একে উঠে আসে। সেই বর্ণনার ভেতর দিয়ে উঠে আসে রাজনীতি, ভারত ছাড়ো আন্দোলন, গান্ধীবাদসহ নানা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং স্মৃতিচারণ। কি এমন ঘটেছিল যার কারণে এক ছেলের সাক্ষ্যে আরেক ছেলেকে মৃত্যুদণ্ড এবং বাবা-মাকে কারাবরণে যেতে হয়? এই প্রশ্নের উত্তরটা বই থেকেই খুঁজে নিন।

এবার একটু গল্পের বাইরের প্রসঙ্গে আসি। প্রথমত, বইটির ভাষা এবং ঘটনা প্রবাহ শুরুতে কঠিন লেগেছে। অর্ধেক পড়ার পর আমি বুঝতে পারি আসলে গল্পটি কী বলতে চেয়েছে। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আমার প্রথম স্পষ্ট ধারণা হয় এই উপন্যাস থেকেই। তবে বইটার প্রেক্ষাপট আমার কাছে বেশ শক্ত লাগছিল। মনে হচ্ছিল, উপন্যাসটি আরও দেরি করে পড়লে হয়তো আরও মজা পেতাম। কারণ, বইটির আলোচ্য বিষয় অনেকটাই আমার কাছে অজানা ছিল, যেগুলো বিভিন্ন সময় উইকিপিডিয়া থেকে সংক্ষেপে জেনে নিতে হয়েছে। তবে বহুকিছু জানতে পেরেছি ভেবে আনন্দ হচ্ছে।

বই: জাগরী
লেখক: সতীনাথ ভাদুড়ী
প্রকাশনা: কবি
প্রচ্ছদ মূল্য: ৩৭৫ টাকা

বিচ্ছেদ হবে না কেনো? মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের কদর নাই, ইমোশনের কদর নাই। কদর শুধু আছে রা'গের, ই'গোর, স্বা...
21/05/2025

বিচ্ছেদ হবে না কেনো? মানুষের কাছে এখন ভালবাসার কদর নাই, সময়ের কদর নাই, ইমোশনের কদর নাই। কদর শুধু আছে রা'গের, ই'গোর, স্বা'র্থের, বাহ্যিক সৌন্দর্য্যের, মোহের। মানুষ ধরে রাখার চেয়ে ছাড়তে বেশি পছন্দ করে। নিজে বদলাবার আগে অন্যের বদলাবার এক্সপেকটেশান রাখে, রা'গ আর জে'দে প্রতিযোগীতা পছন্দ করে। নিজেদের সম্পর্ক সুন্দর করার চেয়ে আরো বেটার একটা খুঁজে নেওয়া বেটার মনে হয় তাদের!

21/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Umer Jutt, Farhana Hasan, Kamrul Islam, Insaf Ali, মো মনছুর, Mariya Islam, মো রিপোন আহমেদ, Chishti Akram

20/05/2025

~ আমার পাপের রাজত্বে তোমার
আগমন ছিল ভূমিকম্পের মত..!
যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার
হৃদপিন্ড থমকে যায় পদ্মবতী..!

Address

Atrai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib Broh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakib Broh:

Share