16/07/2024
মানুষ হয়ে মানুষ পেটান
সামান্য কী বুক কাপেনা?
অধিকার চাইলো যারা
তারাই বা কী খুব অচেনা?
এতই অন্ধ হলাম কবে,
ফিরবে কবে মোদের হুশ?
একটু খানি জিরিয়ে ভাবুন
ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাপেনা?
মানুষ হয়েই কি লাভ হলো, আজ মানুষ লাগে খুব অচেনা!