HM Kazi Oliullah

HM Kazi Oliullah بسم الله الرحمن الرحيم
আমার অফিসিয়াল পেইজে আপনাদের সবাইকে স্বাগতম
আল্লাহর ভয় দুনিয়ার সকল ভয় হতে মুক্তি দেয়।

আলহামদুলিল্লাহ, আজ দারুস সুফফাহ একাডেমি কলাপাড়ায়, সবাহী মক্তব বিভাগের প্রথম উদ্বোধনী ক্লাসের ফুটন্ত ফুলগুলো।আল্লাহ সকল...
02/11/2024

আলহামদুলিল্লাহ, আজ দারুস সুফফাহ একাডেমি কলাপাড়ায়, সবাহী মক্তব বিভাগের প্রথম উদ্বোধনী ক্লাসের ফুটন্ত ফুলগুলো।

আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন।
সকলকে সহি তেলাওয়াত শেখার তৌফিক দান করুন।

বিশেষ দ্রষ্টব্য: সবাহী মক্তব বিভাগে আগামী ৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত ভর্তি চলবে। নির্ধারিত ভর্তির সময় শেষ হলে সে মাসে আর ভর্তি নেয়া হবে না।

তাই আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবক গণ,
ভর্তির সময় শেষ হওয়ার আগেই
যোগাযোগ করুন:- 01722264952

ক্লাস টাইম: সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত।
একাডেমিতে উপস্থিত টাইম: সকাল ৬.৪৫ মিনিট।

💔💔আপনার একটা ভুল সিদ্ধান্ত যেন আপনার সন্তানের ভবিষ্যৎ কুলষিত না করে।💔💔❤️❤️আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস ...
28/10/2024

💔💔আপনার একটা ভুল সিদ্ধান্ত যেন আপনার সন্তানের ভবিষ্যৎ কুলষিত না করে।💔💔

❤️❤️আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন।❤️❤️

📢📃ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
১লা নভেম্বর ২০২৪ইং থেকে আমাদের সকল বিভাগে ভর্তি চলছে।

👉 আমাদের বিভাগ সমূহ।
♥ দারুস সুফফাহ একাডেমি ।
★ প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত।

♥ আইডিয়াল (বালক-বালিকা) হিফজ মাদরাসা।
★ নূরানী বিভাগ
★ নাযেরা বিভাগ
★ প্রি-হিফয বিভাগ
★ বিশ্ব মানের হিফযুল কুরআন বিভাগ‌

♣ আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার

🕋🕋🕋 হিফয বিভাগের বৈশিষ্ট্যঃ-📕📕🖍️🖍️
* তিন বছরে সম্পূর্ণ কুরআন শরীফ হিফজের ব্যাবস্থা।
* প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক-শিক্ষিকা।
* সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড সহ শতভাগ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা।
* তিনবেলা মানসম্মত খাবার দুই বেলা নাস্তার ব্যবস্থা।
* অমনোযোগী ও দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাবস্থা।

📚📚নূরানী ও নাযেরা বিভাগের বৈশিষ্ট্যঃ-📖📖
* দক্ষ, অভিজ্ঞ,ধর্যশীল ও মেধাবী শিক্ষক দ্বারা পাঠদান।
* শিক্ষার্থীদের আদর ও স্নেহ ভালোবাসা দিয়েই পড়ানোর ব্যাবস্থা।
* আমরা হেসে খেলে পড়াতে পছন্দ করি।

📚📕🖊️🖍️ স্কুল শাখাঃ-
ন্যাশনাল কারিকুলামে প্লে-গ্রুপ থেকে ফাইভ পর্যন্ত আরবী শিক্ষাসহ ‌।
√ সম্পূর্ণ ইসলামিক পরিবেশে আধুনিক শিক্ষা।
√ কোলাহল মুক্ত মনোরম পরিবেশ
√ প্রতি ক্লাসে সর্বোচ্চ ৩৫জন ।
√ আমরা হেসে খেলে পড়াতে পছন্দ করি।
√ নিজস্ব পরিবহন ব্যবস্থা।
√এসি ক্লাসরুম
√নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা
√ অমনোযোগী ও দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা।
√ সার্বক্ষণিক সিকিউরিটি গার্ডসহ শতভাগ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা।

আপনার একটা ভুল সিদ্ধান্ত যেন আপনার সন্তানের ভবিষ্যৎ কুলষিত না করে।

আমাদের ঠিকানাঃ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ রোড, কলাপাড়া পৌরসভা।
অফিস:-01714802697
পরিচাল:-01722264952







আগামী ২৫ তারিখ বাংলাদেশ জামায়াত ইসলামীর কলাপাড়া দক্ষিন জোনের কর্মী সমাবেশ কুয়াকাটায়।
22/09/2024

আগামী ২৫ তারিখ বাংলাদেশ জামায়াত ইসলামীর কলাপাড়া দক্ষিন জোনের কর্মী সমাবেশ কুয়াকাটায়।

21/09/2024

ঢাবিতে ঘটে যাওয়া মব জাস্টিস কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। পার্বত্য অঞ্চলে উপজাতি-বাঙালি সংঘ*র্ষ এবং জাতীয় মসজিদে হতাহতের ঘটনা খুবই উদ্বেগজনক। মানুষ কেন এতো দা*ঙ্গা প্রিয় হয়, বুঝি না।
এদেশের অধিকাংশই খুব অস্থির ও উ*গ্র প্রকৃতির। নিজের আচরণের সংস্কার না করলে, শুধু রাষ্ট্র সংস্কারে কোন কাজ হবে না।
Mizanur Rahman Azhari

জুলাই এবং এক ই আগস্ট থেকে পাঁচ ই আগস্টে আমার ভাইয়ের রক্ত ও জীবন বৃথা যেতে দেব না।
05/09/2024

জুলাই এবং এক ই আগস্ট থেকে পাঁচ ই আগস্টে আমার ভাইয়ের রক্ত ও জীবন বৃথা যেতে দেব না।

16/08/2024

আলহামদুলিল্লাহ!

জুলুম কখনো চিরস্থায়ী হয় না।

১। হেফাজতে ইসলাম, ২। ইসলামী আন্দোলন, ৩। জমিয়তে উলামায়ে ইসলাম ,৪। খেলাফত মজ‌লিস, ৫। খেলাফত আন্দোলন, ৬। জামাতে  ইসলামী,৭...
08/08/2024

১। হেফাজতে ইসলাম, ২। ইসলামী আন্দোলন,
৩। জমিয়তে উলামায়ে ইসলাম ,৪। খেলাফত মজ‌লিস,
৫। খেলাফত আন্দোলন, ৬। জামাতে ইসলামী,
৭। নেজা‌মে ইসলাম,৮। ইসলা‌মিক ফ্রন্ট,৯। জমিয়াতে হিজবুল্লাহ বাংলাদেশ,১০। জৈনপুরী দরবার নারায়ণগঞ্জ, ১১। চলাভাঙ্গা দরবার বরগুনা,
১২। জমিয়তে মুসলিহিন বাংলাদেশ ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা দরবার,১৩। মানিকগঞ্জি দরবার,
১৪। দাওয়াত ইসলামী বাংলাদেশ,
১৫। তাবলীগ জামাত,
১৬। উজানী দরবার চাঁদপুর,

আপনারা সবগু‌লো ইসলামী দল মিলে জোট তৈরি ক‌রেন, ঐক্য নিয়ে আসেন, নিজেদের মধ্যে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ !
ঐক্য ছাড়া কখনো সফলতা আশা করা যায় না
এখন ঐক্য তৈরি করা সময়ের দাবী!

নতুবা উগ্ররা খাবে মধু আর আপনারা দেখবেন শুধু..!!
বড়দের প্রতি অনুরোধ রইলো, তারা যেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন ..!

আমার যে ঈমানদার ছাত্র জনতা ভাই ও বোনদের রক্ত ও জীবনের বিনিময়ে এই বিজয় আমরা পেয়েছি, তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকা...
08/08/2024

আমার যে ঈমানদার ছাত্র জনতা ভাই ও বোনদের রক্ত ও জীবনের বিনিময়ে এই বিজয় আমরা পেয়েছি, তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং শহীদের মর্যাদা দান করুক ছুম্মা আমিন।
এ বিজয় ইসলামের বিজয়, এ বিজয় মজলুমদের বিজয়, এ বিজয় বাংলার প্রতিটি নির্যাতিত মানুষের বিজয়, এ বিজয় আমাদের সকলের, তাই আমরা যেন এ বিজয় সকলে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমীন।
সাবাস বাংলাদেশ।
অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন, আপনাদের সকলকে নিয়ে জাতী অনেক আশা-আকাঙ্ক্ষায় আছে।
আল্লাহ আপনাদের সকলকে সঠিকভাবে, ন্যায়ের সাথে, ইনসাফের সাথে, এ বাংলাদেশকে পরিচালনা করার মতো তৌফিক দান করুক আমিন।
এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, এবং আপনাদের মাধ্যমে এ বাংলাদেশের প্রতিটা মানুষ যেন পূর্ণ স্বাধীনতা লাভ করতে পারে,
সে আশা ব্যক্ত করছি, আল্লাহ আপনাদের সকলের সহায় হোন আমিন।

সমন্বয়কদের আল্টিমেটাম।
06/08/2024

সমন্বয়কদের আল্টিমেটাম।

Address

Kalapara

Telephone

+8801722264952

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Kazi Oliullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Kazi Oliullah:

Share