PeacefuL IsLam

PeacefuL IsLam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PeacefuL IsLam, Digital creator, Dhaka.

29/09/2025
যারা বলে শাড়ী মাএ ২০০ টাকার অথচ লাখ টাকার মেকআপ, লাইট, ক্যামেরা কতো কি করে ভিডিও করে তাইতো এতো সুন্দর দেখায়।।🙂এবার ৫০০ ট...
29/09/2025

যারা বলে শাড়ী মাএ ২০০ টাকার অথচ লাখ টাকার মেকআপ, লাইট, ক্যামেরা কতো কি করে ভিডিও করে তাইতো এতো সুন্দর দেখায়।।🙂এবার ৫০০ টাকার মেকআপ, ১৫০ টাকার শাড়ী,
আর বাটন ফোন দিয়ে Sunehra Tasnim এর
ভিডিও দেখে আসলাম।।
তারপরেও তার সৌন্দর্যের কোনো কমতি নেই।।
বরং তাকে আরও বেশি সুন্দর লাগছে।।🥺🫰❤️

বাংলালিংক বিজ্ঞাপন এর সবচেয়ে  জনপ্রিয়  মডেল গুলোর একজন  আনিকা কবির শখ এখন মেয়ের মা❤️
28/09/2025

বাংলালিংক বিজ্ঞাপন এর সবচেয়ে জনপ্রিয় মডেল গুলোর একজন আনিকা কবির শখ এখন মেয়ের মা❤️

ইউটিউব সাফল্যে ৯ মণ দুধের চা ফ্রিদিনাজপুরে একজন চা দোকানি ইউটিউবে শুধু চা তৈরির কনটেন্ট দিয়ে এক লাখ সাবস্ক্রাইবারের ‘সিল...
28/09/2025

ইউটিউব সাফল্যে ৯ মণ দুধের চা ফ্রি
দিনাজপুরে একজন চা দোকানি ইউটিউবে শুধু চা তৈরির কনটেন্ট দিয়ে এক লাখ সাবস্ক্রাইবারের ‘সিলভার প্লে’ বাটন অর্জন করেছেন। এতে আনন্দিত হয়ে সাবস্ক্রাইবারদের প্রায় পাঁচ হাজার কাপ চা ফ্রি খাওয়ালেন তিনি। গত শনিবার প্রায় ৯ মণ দুধের চা খাওয়ার জন্য দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সাবস্ক্রাইবাররা ভিড় করেন। ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন দিনাজপুর কোতোয়ালি থানার সামনে জামাই টি স্টলের মালিক ও চা তৈরির কনটেন্ট ক্রিয়েটর মো. সাইদুর রহমান।

28/09/2025

আমার খারাপ দিন কেটে যাবে। কিন্ত আপনাকে তো আমার চেনা হয়ে গেলো। 🖤

28/09/2025

কোনো দিন ঢাকায় গেছেন?শুনসি ঢাকা নাকি বিদেশের মত 🙄

28/09/2025

কথায় কথায় "আলহামদুলিল্লাহ" বলা মানুষ গুলোর ওপর'ই আল্লাহর রহমত বেশি থাকে!🤍
- আলহামদুলিল্লাহ.!🌸

🙂
28/09/2025

🙂

28/09/2025

আগামীকাল আপনার যেকোনো সুসংবাদ আসবে।
ইনশাআল্লাহ।🤍🌿

27/09/2025

সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেক!
সেদিনের আমি কষ্ট পেলে কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলে এখন আমি মুচকি হেসে বলি
it’s ok all right.

১৯৯৬ সালে আমার শাশুড়ি একটি কানের দুল কিনেছিলেন। বিদেশ থেকে ফিরতেই তিনি নিজের হাতে সেটি আমার হাতে তুলে দিলেন।নরম কণ্ঠে বল...
27/09/2025

১৯৯৬ সালে আমার শাশুড়ি একটি কানের দুল কিনেছিলেন। বিদেশ থেকে ফিরতেই তিনি নিজের হাতে সেটি আমার হাতে তুলে দিলেন।
নরম কণ্ঠে বললেন —
“এটা তোকে দিলাম, এটা কখনোই change করো না। এটা আলিশার (আমার মেয়ে) জন্য রেখে দিও। ওর বিয়ের সময় ওকে দিও । যদি আমি না থাকি, তাহলে বলিও এটা ওর দাদির দেয়া…”

এই ছোট্ট জিনিসটার ভেতরে কতটা ভালোবাসা, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন গাঁথা — সেটা শুধু অনুভব করাই যায়, বলার নয়।

কিছু সম্পর্ক, কিছু উপহার সময় পেরিয়ে উত্তরাধিকার হয়ে ওঠে।
এটা শুধু একটা গহনা না — এটা তিন প্রজন্মের বাঁধনের নাম।❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PeacefuL IsLam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share