01/09/2025
ছোট বেলার কথা মনে পড়ে গেল...🥹মন্দিরে প্রতিমা বানাতে কারিগর আসলে স্কুলে যাওয়া বন্ধ করে, ওখানেই বসে থাকতাম। এরপর আসত প্যান্ডেল করার লোক। পূজোর আনন্দ আমার এভাবে শুরু হতো...😍প্রতিমা মাঠি দিয়ে শুকানোর জন্য রেখে কাপড় দিয়ে ডেকে দিতো আমরা স্কুল যেতে একবার দেখতাম, ফিরার সময় আবার দেখতাম।