01/10/2025
#তিন_গোয়েন্দা 🥰🥰🥰🥰 একটি আবেগের নাম যার সাথে কৈশোর থেকে ভালোবাসা । মনের এমন গভীরে গেঁথে গিয়েছে যে সেই ভালোবাসা থেকেই লস এঞ্জেলেসে আশার স্বপ্ন দেখতাম । সেই স্বপ্ন থেকেই আজকে এখানে লস এঞ্জেলেস এ । আসার পর পাশা সেলভেজ ইয়ার্ড থেকে শুরু করে রকি বিচ , সান্তা মনিকা , লস এঞ্জেলেসের বিভিন্ন অলিগলির পাহাড় ঘুরে বেরিয়েছি । যদিও জানতাম বেশিরভাগ নাম লোকেশন কাল্পনিক । কিন্তু এটাই ফ্যাসিনেশন ।
আজকে তিন গোয়েন্দার ক্রিয়েটর কে চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা করতে হয় এটা খুবই দুঃখজনক, যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটাই সাভাবিক ।
জানিন কোন অদৃশ্য কারণে তিন গোয়েন্দা প্রিন্ট বই এর বাইরে আর কোনো ডিজিটাল স্বত্ব কেনো বিক্রি করে না ? আজকে তিন গোয়েন্দার ডিজিটাল রাইটস যদি বিক্রি করত তাহলে এই মানুষটার কি চিকিৎসা নিয়ে ভাবতে হতো ????
#সেবাপ্রকাশনী এখনও যদি তিন গোয়েন্দার ডিজিটাল রাইটস বিক্রি করে সেটা দিয়ে #রকিবহাসানের চিকিৎসা খুব ভালো ভাবে চলে যাবে । বাংলাদেশের অনেক স্টোরিটেলার এই তিন গোয়েন্দা নিয়ে কাজ করতে আগ্রহী ।
আমি নিজে যোগাযোগ করেছিলাম তিন গোয়েন্দা প্রথম গল্প নিয়ে সিরিজ করতে লস এঞ্জেলেসে, কিন্তু দুঃখের বিষয় যে #সেবাপ্রকাশনী তিন গোয়েন্দা ব্যতিত অন্য গল্প নিয়ে আলোচনায় আগ্রহী । তিন গোয়েন্দার বিষয়ে কোনও আলোচনায় করবে না ।
এই তিন গোয়েন্দা যেই রবার্ট আর্থার জুনিয়র এর থ্রি ইনভেস্টিগেটর এন্ড আলফ্রেড হিচকক থেকে এডপ্ট করছে সেই থ্রি ইনভেস্টিগেটর এর ডিজিটাল রাইটস সেই শুরু থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রির মাধ্যমে এখনও রয়্যালটি পাচ্ছে ।
কেন সেবা প্রকাশনী এটা করতে পারছে না ???? ডিজিটাল রাইটস থেকেই রকিব হাসানের চিকিৎসা খরচ বহন করা সম্ভব ।
রকিন হাসানের রক্তের গ্রুপ এ নেগেটিভ