11/03/2024
তুমি আমারে পোড়াইতে কোন আগুন ব্যবহার করো নাই,,, 🙄
অথচ আমি পুইরা ছারখার হয়ে গেছি,,,!
তুমি আমারে যে আগুনে পুোড়াইছো,,,!
আমার পুরা বুক পুইড়া জলসা হয়ে গেছে,,
বুকের আড়াই ইঞ্চি গভীরে আমার হৃদপিণ্ড পুইরা ছারখার হয়ে গেছে,,,!
ঐদিন দেয়ালে পিঠ ঠেকাইতে গিয়া দেখি আমার পিঠৌ পুইরা ছারখার হয়ে গেছে,,!
আমার দুই চোখ পুুইড়া অন্ধ হয়ে গেছে ,,,!
যেই দুচোখে আমি তোমার অন্ধ বিশ্বাস করছিলাম সেই দুই চক্ষু এখন পোড়া
অথচ দেখো তুমি আমারে পূর্বার লাইগা কোন আগুনই ব্যবহার করো নাই,,।
জানো আমি এখন বারনি ইউনিটে ভর্তি আছি,,,,।
ডাক্তার কত শত রোগীর প্রেসক্রিপশনে ছুটির আবেদন করছে,,,,।
আমার বেলায় ডাক্তার আশাহত কইরা দিতাছে বারবার,,,।
আমার প্রেসক্রিপশনে ওই দিন ডাক্তার কালেমার দাওয়াত দিয়ে গেল আসা হতো হইয়া,,,,।
বাসমু না বইলা কইয়া গেল,,,।
অথচ চাক্ষুষ কোন যন্ত্রের আঘাতই আমার শরীরে ছিল না,,।
তুমি আমার ভিতরটা পুইরা কয়লা বানায় দিলা,,,,।
দুনিয়ার কোন মানুষই জানব না তুমি আমার খুনি,,, 😊
কিংবা তোমার কারনে আমার এই সোনার জীবনটা পুইরা আঙ্গার হয়ে গেছে,,,,।😢
আমি দুনিয়াত না থাকার পিছনে শুধু তুমি দায়ী কিংবা তোমার কারনে আমি বাইচা নাই,,,,,।
আমার শেষ অব্দি বিদায় নিতে হইতাছে একজন মানুষকে অন্ধবিশ্বাস করে,,,।
তুমি কইবা আমারে,,?
একজন মানুষকে অন্ধ অন্ধবিশ্বাস করার প্রতিফল কি এমনই হয়,,,। 😭
কিংবা একটা মানুষকে ভালবাসলে এইভাবে সাজা পাইতে হয়,,,,, 😭
দুনিয়ার কোন আদালত তোমার বিচার করব না,,,, 😭
দুনিয়ার কোন মজলিসে তোমার দাঁড়াইতে হইবো না,,,,,আমার খুনের অপরাধী হিসেবে,,।।
তবুও আমি আড়াল থেকে তোমার দিকে ছল ছল নয়নে চেয়ে থাকব,,
দেইখা যাবো আর প্রশ্ন করে যাব যে আমার দোষটা কি ছিল,,,।
তুমি আমার দোষ কইবার পারবানা কেমনে কইবা কও,,, যেই মানুষটারে এতগুলা প্রতিশ্রুতি দিলা,,,
আর এতগুলা প্রতিজ্ঞা করলা এই মানুষটারে,,,,তো তুমি উত্তরও দিবার পারবানা,,,।
যাইহোক আমার কোনো অভিযোগও নাই আমার কোন আক্ষেপও নাই,,, 😭
তোমার প্রতি আকাঙ্ক্ষাটা আমার আজীবন থাইকা যাইবো,,,,,। 😭😭😭