04/11/2025
প্রকৃতির সুখ এখানেই।
নদী,গাছপালা আর এই মাটির পথ... এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সুর। শহরে হাজার আলোর ঝলকানি দেখি, কিন্তু এই খড়ের চালার ঘরে যে শান্তি, তা কোথাও খুঁজে পাই না। 🌾
যখন আকাশ ভরে পাখি ওড়ে, যখন এই ঘাসের উপর খালি পায়ে হেঁটে যাওয়া যায়—তখন মনে হয়, প্রকৃতি মায়ের মতোই সব কষ্ট ভুলিয়ে দেয়। এই মাটি, এই সবুজ—এরা আজও আমাদের আগলে রেখেছে। গ্রাম আমার ভালোবাসার ঠিকানা, আমার নির্ভরতার স্থান।