The Traditional_Shop

The Traditional_Shop we are manufacturing afghani jewellery and german Silver black polish jewellery and all import all ki

16/09/2025
27/08/2025
27/08/2025

...😥লাগেজের পাশে ম্যাচিং করা পোশাকে যিনি ম'রে পড়ে আছেন তিনি একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। আর কয়েক কিলোমিটার সামনেই সেই স্বপ্নের কক্সবাজার।

যাওয়া হলো না। সাথে মৃ ত্যু হলো একমাত্র মেয়ের। স্ত্রী আইসিইউতে লড়ছে। 😥😥😭

দোষ কার? মারসা গাড়ির? নিজের ড্রাইভের? নাকি নসিবের? নাকি সরকারের? 🤔🤔

নাকি রাস্তার? যে রাস্তায় গাড়ি আসা যাওয়া করে ৬৩ জেলা থেকে, যে রাস্তায় পরিবহন হয় দেশের ৯০% উৎপাদিত লবণ। যে রাস্তার ট্রাফিক লোড ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চেয়ে কোন অংশে কম না।🤨🤨

আর কত মৃ ত্যু র মিছিল যোগ হলে ইমেডিয়েটলি এই সড়ককে আধুনিক, যুগোপযোগী ৬ লেনের রাস্তা বানানো হবে?
😥😥😥😥😥😥😭😭

#পরিবহন #বাস

27/08/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মোঃ এনামুল খান ৯ বছর পর 🇮🇹ইতালি থেকে দেশের উদ্দেশ্যে ফিরছিলেন। হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ।
কথা ছিল এসেই বিয়া করবেন। তা আর হলো না। মোঃ এনামুল খান
কিশোরগঞ্জের তাড়াইলের এলাকার স্থায়ী বাসিন্দা ।
আল্লাহর রব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুক । আমিন।
#প্রবাসেরজীবন #প্রবাসি #মৃত্যু #প্রবাসেরখবর

27/08/2025

শিক্ষামূলক গল্প: চাতক পাখি ও বাদশাহ হারুনুর রশিদ
একদিন বাদশাহ হারুনুর রশীদের দরবারে এক লোক এলেন। তার হাতে একটি চাতক পাখি। লোকটি বাদশাহকে বলল
“হুজুর! আমি এই পাখিটি বিক্রি করতে চাই।”

বাদশাহ পাখিটিকে দেখে অবাক হলেন। কারণ পাখিটির একটি পা নেই। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন
“এত সাধারণ, তাও আবার পা-হীন একটি পাখির দাম এত বেশি কেন চাইছো?”

শিকারি বিনয়ের সাথে বলল
“মার্জনা করবেন জাহাপানা, এই পাখিটি দেখতে সাধারণ হলেও আসলে এটি বিশেষ কাজের। আমি যখন শিকারে যাই, তখন এটিকে আমার সাথে নিয়ে যাই। শিকার ফাঁদ পাতলে আমি এই পাখিটিকেও বেঁধে রাখি। তখন এই চাতক পাখিটি এক অদ্ভুত আওয়াজ করে, যার টানে ঝাঁকে ঝাঁকে অন্যান্য পাখি উড়ে আসে। এরপর আমি সহজেই সব পাখিকে ধরে ফেলি। বলা যায়, এটি আমার শিকারের প্রধান সহযোগী।”

বাদশাহ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর সেই শিকারির দাবিকৃত উচ্চমূল্যে পাখিটিকে কিনে নিলেন। কিন্তু হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে সাথে সাথেই পাখিটিকে জবাই করে ফেললেন।

অবাক হয়ে শিকারি বলল
“জাহাপানা! আপনি এত দামে কিনলেন, অথচ এখনই মেরে ফেললেন কেন?”

বাদশাহ গম্ভীর স্বরে উত্তর দিলেন
“যে নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে টোপ বানিয়ে অন্যদের ধ্বংসে সাহায্য করে সে যেমনই হোক না কেন, তার পরিণতি এই পাখির মতোই হওয়া উচিত।”

শিক্ষণীয় দিক ✨

১. স্বার্থের জন্য জাতি বা সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করলে শেষ পর্যন্ত নিজেরও সর্বনাশ হয়।
২. দালালি ও গাদ্দারি কখনোই মহৎ চরিত্রের লক্ষণ নয়।
৩. নেতৃত্ব মানে নিজের স্বজাতিকে রক্ষা করা, ধ্বংস করা নয়।
৪. বাদশাহ হারুনুর রশিদের এই সিদ্ধান্ত ইতিহাসে ন্যায় ও দূরদর্শিতার অনন্য উদাহরণ হয়ে আছে।

27/08/2025
26/08/2025

সারজিস আলমের শশুর লুৎফর রহমান হাইকোর্টের বিচার পতি হলেন।

Address

House: #11, Aftabnagar Main Road
Badda
1212

Alerts

Be the first to know and let us send you an email when The Traditional_Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Traditional_Shop:

Share