Shopno Tumi

Shopno Tumi "আসসালামু আলাইকুম" আামার পেইজে ঘুরতে আাসার জন্য আাপনাকে অসংখ্য ধন্যবাদ।
***স্বাগতম ***
(1)

22/07/2025
বিষয়টা আসলেই সন্দেহজনক!গত পরশু "Anonymous Main Page" থেকে, একটা স্কুল বিল্ডিং ধ্বং/সের আগাম বার্তা  দেওয়া হয়। এবং সেখানে...
21/07/2025

বিষয়টা আসলেই সন্দেহজনক!

গত পরশু "Anonymous Main Page" থেকে, একটা স্কুল বিল্ডিং ধ্বং/সের আগাম বার্তা দেওয়া হয়। এবং সেখানে অনেক স্কুল শিক্ষার্থীর প্রা'ণ'হা'নি ঘটতে পারে, এটাও উল্লেখ করা হয়।
এমনকি আজ বাংলাদেশে ঘঠে যাওয়া বিমান বিধ্বস্তের খবরও তাদের পেজ থেকে প্রচার করা পোষ্টের সত্যতা তুলে দরা হয়েছে!🙂

ফিজের রেকর্ড৪ ওভারে ৬ রানে ২ উইকেট, ১৮ ডট 😳বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান খরচের রেকর...
20/07/2025

ফিজের রেকর্ড

৪ ওভারে ৬ রানে ২ উইকেট, ১৮ ডট 😳

বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান খরচের রেকর্ড এটি। আগের রেকর্ডেও ছিল মুস্তাফিজের নাম। ৪ ওভারে ৭ রান করে দিয়ে রেকর্ডটি ছিল মুস্তাফিজ, তানজিম হাসান ও রিশাদ হোসেনের।

20/07/2025

টেনেটুনে 10k বানিয়ে নিন এরপর ফেসবুক আপনাকে প্রমোট করবে 😇 আসুন, একে অন্যকে হেল্প করি,

কিছু মানুষের একাকিত্বের গল্প গুলো লুকিয়ে থাকে, মিথ্যে হাসির আড়ালে।🥀
18/07/2025

কিছু মানুষের একাকিত্বের গল্প গুলো লুকিয়ে থাকে, মিথ্যে হাসির আড়ালে।🥀

17/07/2025

Good Night

বিএনপি কি আইয়ামে জাহিলিয়াত এর যুগ ফিরিয়ে নিয়ে আসতে চাইছে !!??  তাদের এই অপরাধ অতিতের সব রেকর্ড ভঙ্গ করছে ! আমি জাহেলী যু...
11/07/2025

বিএনপি কি আইয়ামে জাহিলিয়াত এর যুগ ফিরিয়ে নিয়ে আসতে চাইছে !!?? তাদের এই অপরাধ অতিতের সব রেকর্ড ভঙ্গ করছে !

আমি জাহেলী যুগের পাথর মেরে হত্যার দৃশ্য দেখিনি, তবে বিএনপির পাথর মেরে হত্যার দৃশ্য দেখলাম।
আমার মনে হয় এই পাথর মারা আইয়ামে জাহেলিয়াতকে হার মানাবে।

আহ!
বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতিটি হাড় ভেঙে গেল! আবার উঁচু করে বুকে ছুড়ে মারলো। ব্যবসায়ী লোকটি অচেতন অবস্থায় নড়েচড়ে উঠলো। আরেকজন এসে সেই পাথর তুলে নিয়ে আবারও। এরপর একেরপর এক মাথায় ছুড়তে থাকে। এভাবে মাথা বুক পাথর ছুড়ে ছুড়ে থেতলে দিয়ে হত্যা করা হয় মিডফোর্ডের সেই ব্যবসায়ীকে।

হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি। উলঙ্গ লাশ বাজারের মাঝখানে নিয়ে আসে। রাস্তায় ফেলে লাশের উপর নৃত্য করতে থাকে! পুরো ঘটনা এমন ভয়াবহ দেখলে গলা শুকিয়ে যাবে!

পরবর্তীতে বিএনপিকে চাঁদা দিতে কেউ অস্বীকার না করে তাই সর্বশেষ এই নৃত্যের ব্যবস্থা।

আহ, এ দৃশ্য জাহেলী যুগের পাথর মেরে হত্যার দৃশ্যকেও হার মানাবে। আহ, এই দৃশ্য স্বচোক্ষে দেখার মতো নয়। শরীর শিহরে উঠে। অন্তরাত্মা কেপে উঠে।

আহ, এই বিএনপির হাতেই আমরা ভবিষ্যত বাংলাদেশকে দিতে যাচ্ছি। ভাবো বাংলাদেশ, চিন্তা ভাবনা করো ইসলাম প্রিয় মুসলিম জনতা।
এরা ক্ষমতায় যাওয়ার আগেই এতো ক্ষমতা দেখাচ্ছে। তাহলে এরা ক্ষমতায় গেলে কি করবে ?

14/04/2025

জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান।

14/04/2025

বাংলার আকাশে ড্রোন শুটে অনেক কিছু দেখতে পাবেন।

আপনার বাসা ও অফিস  মশা মাছি_ তেলাপোকা, টিকটিকি, ইদুর ও বিড়াল,       এদের বিড়ম্বনা থেকে স্থায়ী মুক্তি।💯Mosquito Fiber ...
02/01/2024

আপনার বাসা ও অফিস মশা মাছি_ তেলাপোকা, টিকটিকি, ইদুর ও বিড়াল,

এদের বিড়ম্বনা থেকে স্থায়ী মুক্তি।💯

Mosquito Fiber net fitting Service

(পরিবেশ বান্ধব মশা প্রতিরোধক)

🦟আপনার বাসা ও অফিসকে সুরক্ষিত রাখতে নেট ব্যবহার করুন ধন্যবাদ।

কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না.......
25/10/2023

কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না....
JM: SAIFUL ISLAM SAYED

Address

Badda

Alerts

Be the first to know and let us send you an email when Shopno Tumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopno Tumi:

Share