Akramul Haque-Nabab

Akramul Haque-Nabab Assalamu Alykum. I am Akramul Haque. This is my official page. Stay connected................

22/07/2025

মানুষ কখনো মৃত্যু/লাশ নিয়ে রাজনীতি করতে পারে না।
যারা করে তারা কখনো মানুষ হতে পারে না।

22/07/2025

সকালে মাইলস্টোনের শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেছে তাদের কর্মসূচি থেকে
দাবি সমূহঃ
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।
নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।
আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন !!

Respect Ma'am
22/07/2025

Respect Ma'am

21/07/2025

রাত তিনটা বাজে এখন বলতেছে পরিক্ষা স্থগিত।
এই খবরটা সন্ধায় দেয়া যেত না?

এর জবাব ইন্টেরিম আর আর্মিকে দিতে হবে😡😡 লাশ নিয়ে ফাজলামি 🥲
21/07/2025

এর জবাব ইন্টেরিম আর আর্মিকে দিতে হবে😡😡

লাশ নিয়ে ফাজলামি 🥲

21/07/2025

ভাই আপনারা দলবল নিয়া আহতদের হাসপাতালে দেখতে গেলেই ওরা সুস্থ হবেনা।হাসপাতাল ফ্রী রাখুন।চিকিৎসকদের ঠান্ডা মাথায় চিকিৎসা করতে দিন।বার্ন রোগীদের সংক্রমণ এর ঝুঁকি সবচেয়ে বেশি।

আপনাদের আল্লাহর দোহাই লাগে সমবেদনা জানানো আর ছবি তোলার জন্য হাসপাতালে যাইয়েন না।ওরা সুস্থ হয়ে বেচে ফিরুক তারপরে ছবি সমবেদনা সব হবে।আপাতত সবাই ওদের জন্য দোয়া করেন।

আলহামদুলিল্লাহ আফিয়া তার পরিবারের কাছে
21/07/2025

আলহামদুলিল্লাহ
আফিয়া তার পরিবারের কাছে

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
21/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…
ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭😭😭
হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং। এদিনই চলে যেতে হলো তাকে!সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেন...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং। এদিনই চলে যেতে হলো তাকে!
সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের শেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।
যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।
এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব। আল্লাহ তুমি সবাইকে শহীদের মর্যাদা দান করে আহতদের সুস্থ করে দাও 🤲🤲😪😪

জুনায়েদ আর নাই।।।। এটা জুনায়েদে নিথর দেহ। বয়স ১০।আমরা আসলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি🥲🥲
21/07/2025

জুনায়েদ আর নাই।।।। এটা জুনায়েদে নিথর দেহ। বয়স ১০।
আমরা আসলে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি🥲🥲

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akramul Haque-Nabab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akramul Haque-Nabab:

Share