
07/08/2025
এন্ড্রিকরে নিয়ে পোলাপান দেখি সারাদিন মজা করে। কিন্তু আমি এই ছেলেটারে অনেক ইনজয় করি। কেন করি বলি- অধিকাংশ ব্রাজিলিয়ানদের খেলাধুলা উদ্দ্যেশ থাকে অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা। এন্ড্রিক এই দলের একজন। এখন যদি ওর খেলারধুলার প্রতি খুব ঝোক থাকতো, নিশ্চিত সে লোনে অন্য ক্লাবে চলে যেতে পারতো। পেরেজ এমন কে মানুষ- কেউ মুভ করতে চাইলে জীবনেও আটকাবে না। এন্ড্রিক মূলত মাদ্রিদে থেকে লাইফটা এনজয় করতেছে। খেলায় মনযোগ নাই হয়তো। দুইদিন পর পর সে প্ল্যান করে বিয়ের, হানিমুনের, বাচ্চা নেয়ার, হেনতেন। যাইহোক, ব্রাজিল হচ্ছে প্লেয়ারদের ফ্যাক্টরি। কত প্লেয়ার আসবে যাবে! এই ছেলে যদি ওর মত লাইফটা এনজয় করে, করুক না !! 🙏
Md Ripon Hoshen