চলো বদলাই

চলো বদলাই ''শুরু হোক এক নতুন যাত্রা আল্লাহ্‌র দিকে''
---
আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনদের পেজের সাথে যুক্ত করুন যাতে তারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে।

একদিন আবারো জুলাই আসবেগণতন্ত্রের জন্য নয়❌খি*লা'ফত প্রতিষ্ঠার জন্য☝️🔥
01/07/2025

একদিন আবারো জুলাই আসবে
গণতন্ত্রের জন্য নয়❌
খি*লা'ফত প্রতিষ্ঠার জন্য☝️🔥

ড. আফিয়া সিদ্দিকীর প্রতি ন্যায়বিচার ও ক্লেমেন্সি প্রদর্শনের দাবিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি আবেদনে গণস...
25/11/2024

ড. আফিয়া সিদ্দিকীর প্রতি ন্যায়বিচার ও ক্লেমেন্সি প্রদর্শনের দাবিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি আবেদনে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। Change.org ওয়েবসাইটে এই গণস্বাক্ষর গ্রহণ করা হচ্ছে।

২০২৪ সালের ২৫শে অক্টোবর এই গণস্বাক্ষর কর্মসূচির সূচনা হয়। তখন থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৬১ হাজার ৯৩৮ জন এই পিটিশনে নিজেদের সমর্থন ব্যক্ত করে স্বাক্ষর প্রদান করেছেন। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, মোট ৫ লাখ স্বাক্ষর তাদের প্রয়োজন। সেই হিসেবে এখনও প্রায় ১ লাখ ৩৮ হাজার স্বাক্ষর লাগবে।

ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির ক্ষেত্রে সাহায্য করতে এই পিটিশনে স্বাক্ষর করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে কারাবন্দী নির্যাতিত মুসলিমদের মুক্ত করা মুসলিমদের উপর একটি অবশ্য পালনীয় কর্তব্য বলে জানান উলামায়ে কেরাম। তাই ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির লক্ষ্যে যেকোনো গ্রহণযোগ্য কর্মসূচিতে অংশ নেওয়া মুসলিমদের ঈমানী দায়িত্বের অন্তর্ভুক্ত।

২০ বছরের অধিক সময় ধরে আমেরিকার হাতে বন্দী ড. আফিয়া সিদ্দিকী। অন্ধকার কারাপ্রকোষ্ঠে নির্জনে নিপীড়নের শিকার হচ্ছেন এই মুসলিম নারী। বহুদিন যাবৎ তার কোনো খোঁজই পাওয়া যায়নি। তিনি জীবিত না-কি মৃত—সেই খবর নিয়েও তৈরি হয়েছিলো ধোঁয়াশা। কিছুদিন আগে আফিয়া সিদ্দিকীর পরিবার আমেরিকার কারাগারে তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এখন তার মুক্তির লক্ষ্যে কাজ করছেন আফিয়া সিদ্দিকীর পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা।

মানবাধিকার বিষয়ক আইনজীবী ক্লিভ স্ট্যাফর্ড স্মিথ ২১শে নভেম্বর নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে পাকিস্তান ও অন্যান্য দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, আফিয়া সিদ্দিকীর জন্য পিটিশনে স্বাক্ষর করার ক্ষেত্রে আপনারা আসলেই বেশ ধীর হয়ে গেছেন। তার জন্য ৩০ সেকেন্ড ব্যয় করা কি খুব বেশি সময়? এরপর তিনি আরও বলেন, আগামী সপ্তাহের আগেই তার ১০ লাখ স্বাক্ষর প্রয়োজন।

তাই আগ্রহীগণকে নিম্নোক্ত লিংকে ঢুকে পিটিশনটিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হচ্ছে:
https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency
---------

FREE DR AAFIA SIDDIQUI: A CALL FOR JUSTICE AND CLEMENCY

21/10/2024
রাসুল সা: এর পতাকার রঙ কি ছিলো?💠 আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি।বলেন- রাসুল সা: এর ব্যানারের রঙ ছিলো কালো ও ...
04/10/2024

রাসুল সা: এর পতাকার রঙ কি ছিলো?
💠 আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি।বলেন- রাসুল সা: এর ব্যানারের রঙ ছিলো কালো ও পতাকা ছিলো সাদা। [মুসনাদে আবু ইয়া'লা, তবারানি]
قال العيني: وروى أبو يعلى في (مسنده) والطبراني في (الكبير) من حديث عبد الله بن بريدة عن أبيه، قال: كانت راية رسول الله، صلى الله عليه وسلم سوداء ولواؤه أبيض
💠 আইশা রা: হতে বর্ণিত, তিনি বলেন -রাসুল সা: এর ব্যানারের রঙ ছিলো সাদা।
وروى أبو الشيخ بن حيان من حديث عائشة، رضي الله تعالى عنها، قالت: كان لواء رسول الله، صلى الله عليه وسلم أبيض
💠 আমি রাসুল সা: এর ব্যানার দেখলাম। আর তা হলুদ রং এর ছিলো।
وروى أبو داود من رواية سماك بن حرب عن رجل من قومه عن آخر منهم، قال: رأيت راية رسول الله، صلى الله عليه وسلم، صفراء،
💠 ইবনে আব্বাস হতে বর্ণিত- রাসুল সা: এর ব্যানারের রং ছিলো কালো আর পতাকা ছিলো সাদা যাতে লিখা ছিলো "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।"
وروى ابن عدي من حديث ابن عباس، قال: كانت راية رسول الله، صلى الله عليه وسلم سوداء ولواؤه أبيض مكتوب به: لا إلاه إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم
💠 রাসুল সা: এর পতাকা/ ব্যানার ছিলো কালো (তবারানি)
وروى الطبراني في (الكبير) من حديث جابر: أن راية رسول الله، صلى الله عليه وسلم كانت سوداء.
💠 রাসুল সা: এর পতাকা/ ব্যানার ছিলো "লাল"। আর আনসারদের ব্যানার ছিলো হলুদ। (কিতাবুল *হাদ)
وروى ابن أبي عاصم في (كتاب الجهاد) من حديث كرز بن أسامة عن النبي صلى الله عليه وسلم، أنه عقد راية بني سليم حمراء، وروى أيضا من حديث مزيدة، يقول: كنت جالسا عند رسول الله، صلى الله عليه وسلم، فعقد راية الأنصار وجعلها صفراء.
💠 ইবনে হাজার ইবনে আব্বাসের হাদিস অনুযায়ী বলেন, রাসুল সা: এর ব্যানারে " লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" লিখা থাকতো। আর তাঁর ব্যানার ছিলো কালো চতুর্ভুজ, যাকে "ইক্বাব" নামে ডাকা হতো। রাসুল সা: এর আরেকটি সাদা ব্যানার ছিলো যেখানে সম্ভবত কালো রঙ এ কিছু (লিখা/আঁকা) থাকতো।
ولأبي الشيخ من حديث ابن عباس كان مكتوبا على رايته لا إله إلا الله محمد رسول الله. وسنده واه. وقيل كانت له راية تسمى العقاب سوداء مربعة، وراية تسمى الراية البيضاء وربما جعل فيها شيء أسود.
🟥 নোট :
1. সকল বর্ণনা অনুযায়ী রাসুল সা: এর পতাকা সাদা/ হলুদ/ কালো/ লাল -এই চার বর্ণের যেকোনো এক বর্ণের ছিলো।
2. ইবনে হাজারের উদ্ধৃতি ও ইবনে আব্বাস রা: এর বর্ণনা মতে, রাসুল সা: এর ব্যানারে/পতাকায় আরবিতে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" লিখা থাকতো। হয়তো এখন যেই ফন্টে লিখা হচ্ছে সেই ফন্টে লিখা হতো না।
3. সুতরাং "সাদা/ কালোর উপর কালিমা লিখা পতকা রাসুল সা: এর পতাকা না" -মর্মে যেই দাবী করা হচ্ছে সেটা মূলত মিথ্যা। সেকুলার প্রোপাগান্ডা।
4. আই-এসে"র পতকা কখনোই সাদা/ কালো ব্যানারের উপর এই ফন্টের "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" -লিখা পতাকা না, তাদের পতাকা কালো কাপড়ের উপর লা ইলাহা ইল্লাল্লাহ লিখা ও মুহাম্মাদ সা: এর আংটির সীলমোহর দেওয়া। যদিও এই পতাকাও তাদের না। তারা ভিন্ন গ্রুপ থেকে নিয়েছে।
সাদা কালিমা লিখা পতাকা -এটা বর্তমান আফগান গভমেন্ট আর সৌদি গভমেন্টের পতাকার সাথে মিলে। এটা ৭০ দশক থেকে আদি অন্ত মুসলিমদের পতাকা হিসেবে পরিচিতি পায়। হিযবুত্তাহরির তাদের ব্যানার হিসেবে এটাকেই বেছে নেয়। সুতরাং এটা হিযুবতের পতাকা বলাও ভুল। এটা মূলত ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসুল সা: এর পতাকার প্রতিলিপি থেকে অনুপ্রানিত।
5. তোমরা যারা সাদা কালিমার পতাকা নিয়ে আবেগে জেগে ওঠা সাধারন ছাত্র ও মুসলিমদের আনন্দ মিছিলকে ক্রিমিনালাইজ করছো। তোমরা মূলত উগ্র সেকুলারিজমের পাপেট, জেনে হোক বা অন্য থেকে ইনফ্লুয়েন্সড হয়ে হোক। আগের রেজিম উগ্র হিন্দুত্ববাদী বয়ান থেকে সবাইকে "শিবির" ট্যাগ দিয়ে মারতো আর তোমরা সবাইকে "জংগি" ট্যাগ দিয়ে মারার ন্যারেটিভ প্রস্তুত করছো। মানুষের মাঝে আবারো গুম খুন অন্যায় জেল জুলুমের সংস্কৃতিকে ফিরিয়ে আনছো, হয়তো আদর্শিক দাসত্বের কারনে অথবা পশ্চিমকে খুশি করার অজুহাতে।
6. সেকুলাররা, তোমরা এই পতাকার বিরোধীতা এইজন্য করছো না যে, এটা কোনো দলের পতাকা। বরং এই পতাকাগুলোকে তোমরা ভয় পাও কারন এগুলো মুসলিমের মনে সমাজে ইসলামের বিজয় নিয়ে স্বপ্ন দেখায়। যা পশ্চিমের সভ্যতা, অসভ্য সমকামি যৌনাচার সংস্কৃতি আর গনতন্ত্রের কবরের উপর দাঁড়াতে চায়।
কিন্তু তোমরা এটা প্রকাশ্যে বলো না। কারন বললে সাধারন মুসলিমরা তোমাদের হেইট করতে শুরু করবে। এইজন্য এইটা না বলে বরং দলীয় ট্যাগ দিয়ে দমনের ক্ষেত্র প্রস্তুত করছো। সুতরাং মুসলিমদের চোখে ভালো সাজার আর দেশ রক্ষার নামে মিথ্যা কান্নাকাটি বন্ধ করো।
অহিংস আনন্দ মিছিলের বিপরীতে তোমাদের এরেস্টের এই হিংস্রতা শুধুমাত্র ইসলাম এবং ইসলামী চিন্তার বিরুদ্ধে, এখানে ভিন্ন কোনো এজেন্ডা নায়। অমুক দল তমুক দলের নাম দেওয়া মূলত আই ওয়াশ প্রথমত এই সত্য স্বীকার করার সৎসাহস দেখাও।
সেকুলারিজমের মুর্তি বানানোর ছাচে তোমরা ইসলামকে ফেলে "নিজেদের বয়ানে আরেকটি ইসলাম" বানাতে চাও আর ট্র‍্যাডিশনাল ইসলামিস্টদের কে "অপরপক্ষ" বানিয়ে দমনের ন্যারেটিভ বানাচ্ছো। এই সত্য আগে স্বীকার করে নাও, যদি কাপুরুষ না হও।
তোমরা একই সাথে ইসলামের স্টেক হোল্ডার আবার একই সাথে সেকুলারিজমের স্টেক হোল্ডার হতে পারবানা।
তোমরা রাস্তা থেকে যাদেরকে ধরছো তারা অদৌ জানেনা এই পতাকার সাথে কালিমা ছাড়া অন্য কিছুর সম্পর্ক আছে নাকি। একদম সাধারন নীরিহ ছাত্র জনতা। আবু সাইদ যেমন গুলি খাওয়ার পরও বিশ্বাস করতে পারে নাই যে তারই স্বজাতি তার জীবন নেওয়ার জন্য ট্রিগার চেপেছে। এরাও হাতকড়া দেখে বিশ্বাস করতে পারছেনা যে তারই স্বজাতি শুধু কালিমা ওড়ানোর অপরাধে তাকে জিন্দানখানায় ভরে দিচ্ছে। তোমরা আর আগের রেজিমের এপ্রোচ একই। ফাউ বিপ্লবী ভং ধরা বন্ধ করো।
সুতরাং তোমরা যখন এরেস্ট করছো এবং যারা এই এরেস্টকে সমর্থন করছো -জাতির কাছে যাতে এটা ক্লিয়ার থাকে যে -এই আবেগী জনতা ও নিরপরাধ ছেলেগুলোকে কোনো দলের সম্পৃক্ততার জন্য এরেস্ট করা হয়নি। শুধুমাত্র, এবং শুধুমাত্র আনন্দ ব্যানারে সার্বজনীন ইসলামের কালিমাকে জায়গা দেওয়ার অপরাধে তাদেরকে এরেস্ট করা হয়েছে।
আগে ছিলো হিন্দুত্ববাদী সেকুলারিজমের কিবলা, এখন হয়েছে পশ্চিমা সেকুলারিজমের কিবলা।
তোমাদের দমন পীড়ন তোমরা করো। কিন্তু জাতি জানুক এই দমন পীড়নের মূল কারন বিশৃংখলা দমনের উদ্দেশ্যে ছিলো না। বরং সরল মুসলিমদের গলা টিপে ধরার প্রথম ধাপ ছিলো।
7. যেসকল ছাত্র-জনতা ভাইয়েরা ইসলাম নিয়ে আনন্দ মিছিল করতে চাও তারা কালিমা ঠিক রেখে ব্যানারে হালকা পরিবর্তন আনতে পারো। যেমন সবুজ কাপড়ে লাল " লা ইলাহা ইল্লাল্লাহ" বা সাদা পতাকায় বাংলায় কালিমা লিখা। আমি ছবিতে (এশ কালারের ব্লকে) কিছু ডেমো দিয়ে দিচ্ছি। এতে সেকুলারদের চুলকালেও ট্যাগ কিছুটা কম দিতে পারবে। চেষ্টা নিজের ভার্সিটি/ স্কুল/ সামাজিক প্রতিষ্ঠানের ব্যানারে আনন্দ মিছিল করতে। ট্যাগিং ক্রাইম শুরু হয়ে গিয়েছে, তোমরা নিরাপদ নও।
সম্ভব হলে আরেকবার আনন্দ মিছিল করো। মুখরিত হোক আরেকবার, "তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।"


কথাটা মনে রাখবেন
04/10/2024

কথাটা মনে রাখবেন

03/10/2024

দুরুদ পড়েছেন তো?(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)

’আব্দুল্লাহ ইবনে ’আমর ’আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, “যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার দরুন তার উপর দশবার দুরুদ পাঠ করবেন।”

[মুসলিম ৩৮৪, তিরমিযী ৩৬১৪, নাসায়ী ৬৭৮, আবূ দাউদ ৫২৩, আহমাদ ৬৫৩২]

One second is enough for them!
01/10/2024

One second is enough for them!

আলহামদুলিল্লাহ। এই জেনারেশন গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত। 🖤নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।এক আল্লাহর দ্বীন রক্ষার্থে  জ...
29/09/2024

আলহামদুলিল্লাহ। এই জেনারেশন গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত। 🖤
নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।এক আল্লাহর দ্বীন রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত।এই-যে দেখুন!আজকে ঢাকা কলেজ থেকে কালো পতাকাবাহী দল বের হয়েছে।তারা বুঝতে পেরেছে যে ঘুরেফিরে আমাদের পতাকা মূলত একটাই।এখন একদল সুশীলরা ভেতরে ভেতরে জ্বলেপুড়ে ছাই হয়ে যাচ্ছে।কেউ চুপ করে থাকবে আবার কেউ কেউ বলবে যে,কলেজ ভার্সিটিগুলো মাদ্রাসা হয়ে যাচ্ছে।আমি বলবো,মাদ্রাসা তো হচ্ছেনা তবে তারা হক্ব বাতিল চিনতে শুরু করেছে।এখন আপনারা যেটা ভালো মনে করেন।
আচ্ছা!
১৪ শত বছর আগে বলে যাওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যে প্রত্যেকটাই বাস্তবতার উপর।সেটার সামান্য উদাহরণ এটা।
হাদিসটা জেনে নেওয়া উচিত।
হযরত আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দিবে।
(সহিহ মুসলিম, খণ্ড ৩, হাদিস নং ২৮৯৬; সুনানে ইবনে মাজা, খণ্ড ৩, হাদিস নং ৪০৮৮)

25/09/2024

রাসূল (স.) সম্মান রক্ষার জন্য
জীবন দিতে প্রস্তুত আছেন তো_?-ইনশাআল্লাহ

"রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অপমানে যদি না কাঁদে তোর মন,মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন"
24/09/2024

"রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অপমানে যদি না কাঁদে তোর মন,
মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন"

19/09/2024

"আজ যদি শারিয়া আইন ও কিসাস প্রতিষ্ঠিত থাকতো তবে ওয়াল্লাহি এই প্যারালাইজড সোসাইটি আবারও প্রাণ ফিরে পেত।"
অপেক্ষার অবসান ঘটুক! আমিন।

সত্যিকারের আশেকে রাসুল ❤️❤️ফিদাকা আবী ও উম্মি ইয়া রাসুল আল্লাহ (স.)
16/09/2024

সত্যিকারের আশেকে রাসুল ❤️❤️
ফিদাকা আবী ও উম্মি ইয়া রাসুল আল্লাহ (স.)

Address

Notun Bazar, Dhaka
Badda
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো বদলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share