
22/12/2024
“তুমি কীভাবে একটা কোম্পানী থেকে বরখাস্ত হতে পার যেটা তুমি নিজে সৃষ্টি করেছে? নিজের স্বপ্ন দিয়ে যাকে তুমি গড়ে তুলেছে?”
“এটা ছিল ভয়াবহ তেতো স্বাদেরে ঔষুধ, কিন্তু আমার ধারণা রুগীর ঠিক এটারই দরকার ছিল। কখনও কখনও জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে, তখন বিশ্বাস হারাবে না।”
“আমি তখন এটা বুঝতে পারিনি যে অ্যাপল থেকে বরখাস্ত হওয়া আমার জীবনের সেরা কিছু হয়ে উঠতে পারে!”
Apple কোম্পানীর প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাঁর বিশ্বখ্যাত “স্ট্যানফোর্ড বক্তৃতায়”এ কথাগুলো শেয়ার করেছিলেন। এই বক্তৃতাটি পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা অনুপ্রেরণামূলক বক্তৃতা হিসেবে স্বীকৃত। সম্পূর্ণ বক্তৃতাটি বাংলায় Potroput Infotainment চ্যানেল YouTube-এ উপস্থাপন করেছে। ইংরেজী ভাষায় এ বক্তৃতা বহুবার শুনে থাকলেও বাংলায় শুনে মনে হতে পারে আগে অনেক কিছু মিস করে গেছি।
জীবনে একবার হলেও এ বক্তৃতা প্রত্যেকের শোনা উচিৎ। আর উদ্যোক্তাদেরতো বার বার। https://youtu.be/YSmOqo54F6I?si=CGuUuX4mEIv18RW5