পত্রপূট

পত্রপূট Potroput is a team of creative individuals. Our videos and films help to open awareness, make people dreaming, to fulfill & reach their goals.

We are a professional video maker team. We served 1 stop solution from concept to completion.

“তুমি কীভাবে একটা কোম্পানী থেকে বরখাস্ত হতে পার যেটা তুমি নিজে সৃষ্টি করেছে? নিজের স্বপ্ন দিয়ে যাকে তুমি গড়ে তুলেছে?”“এট...
22/12/2024

“তুমি কীভাবে একটা কোম্পানী থেকে বরখাস্ত হতে পার যেটা তুমি নিজে সৃষ্টি করেছে? নিজের স্বপ্ন দিয়ে যাকে তুমি গড়ে তুলেছে?”

“এটা ছিল ভয়াবহ তেতো স্বাদেরে ঔষুধ, কিন্তু আমার ধারণা রুগীর ঠিক এটারই দরকার ছিল। কখনও কখনও জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে, তখন বিশ্বাস হারাবে না।”

“আমি তখন এটা বুঝতে পারিনি যে অ্যাপল থেকে বরখাস্ত হওয়া আমার জীবনের সেরা কিছু হয়ে উঠতে পারে!”

Apple কোম্পানীর প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাঁর বিশ্বখ্যাত “স্ট্যানফোর্ড বক্তৃতায়”এ কথাগুলো শেয়ার করেছিলেন। এই বক্তৃতাটি পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা অনুপ্রেরণামূলক বক্তৃতা হিসেবে স্বীকৃত। সম্পূর্ণ বক্তৃতাটি বাংলায় Potroput Infotainment চ্যানেল YouTube-এ উপস্থাপন করেছে। ইংরেজী ভাষায় এ বক্তৃতা বহুবার শুনে থাকলেও বাংলায় শুনে মনে হতে পারে আগে অনেক কিছু মিস করে গেছি।

জীবনে একবার হলেও এ বক্তৃতা প্রত্যেকের শোনা উচিৎ। আর উদ্যোক্তাদেরতো বার বার। https://youtu.be/YSmOqo54F6I?si=CGuUuX4mEIv18RW5

23/05/2024

সারা জীবন মনে থাকবে।। 🤗🤗

ভারতীয় ধনকুবের স্যার রতনজি টাটাকে যখন টেলিফোন সাক্ষাত্কারে রেডিও উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন:
"স্যার, আপনি যখন যখন জীবনের সবচেয়ে সুখী হয়েছেন, সেই সেই সময় গুলি আপনার কী মনে আছে"?

রতনজি টাটা বলেছিলেন:
"আমি জীবনে সুখের চারটি ধাপ অতিক্রম করেছি, এবং অবশেষে আমি প্রকৃত সুখের অর্থ বুঝতে পেরেছি।"
প্রথম পর্যায়ে ছিল সম্পদ ও সম্পদ আহরণ।
কিন্তু এই পর্যায়ে আমি যে সুখ চেয়েছিলাম তা পাইনি।
এরপর আসে মূল্যবান জিনিসপত্র সংগ্রহের দ্বিতীয় পর্যায়।
কিন্তু বুঝলাম এই জিনিসের প্রভাবও সাময়িক এবং মূল্যবান জিনিসের দীপ্তি বেশিদিন থাকে না।
এরপর আসে বড় প্রকল্প পাওয়ার। তৃতীয় পর্ব। তখন ভারত ও আফ্রিকায় আমার 95% ডিজেল সরবরাহ হত।
আমি ভারত ও এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানার মালিকও ছিলাম। কিন্তু এখানেও যে সুখ কল্পনা করেছিলাম তা পাইনি।
চতুর্থ ধাপটি ছিল যখন আমার এক বন্ধু আমাকে কিছু প্রতিবন্ধী শিশুদের জন্য হুইলচেয়ার কিনতে বলেছিল।
প্রায় 200 শিশু।
এক বন্ধুর নির্দেশে সাথে সাথে হুইলচেয়ার কিনলাম।

কিন্তু বন্ধুটি জোর দিয়েছিল যে, আমি যেন তার সাথে যাই এবং বাচ্চাদের হুইলচেয়ারগুলি হস্তান্তর করি। আমি রেডি হয়ে ওর সাথে গেলাম।
সেখানে এই শিশুদের আমি নিজ হাতে এই হুইল চেয়ার দিয়েছি। এই শিশুদের মুখে এক অদ্ভুত আনন্দের আভা দেখলাম। আমি তাদের সবাইকে হুইলচেয়ারে বসে হাঁটতে এবং মজা করতে দেখেছি।
যেন তারা একটি পিকনিক স্পটে পৌঁছেছে, যেখানে তারা একটি বিজয়ী উপহার ভাগ করছে।
আমি আমার ভিতরে প্রকৃত সুখ অনুভব করলাম। যখন আমি চলে যাবার সিদ্ধান্ত নিলাম, তখন একটা বাচ্চা আমার পা চেপে ধরল।
আমি ধীরে ধীরে আমার পা ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু শিশুটি আমার মুখের দিকে তাকিয়ে আমার পা শক্ত করে ধরে রাখল। আমি ঝুঁকে শিশুটিকে জিজ্ঞাসা করলাম: তোমার কি আর কিছু দরকার?
এই শিশুটি আমাকে যে উত্তর দিয়েছিল তা আমাকে শুধু হতবাক করেনি বরং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে দিয়েছিল।
ওই শিশুটি বলেছিল :

*"আমি তোমার মুখ মনে রাখতে চাই যাতে তোমার সাথে স্বর্গে দেখা হলে আমি তোমাকে চিনতে পারি এবং তোমাকে ধন্যবাদ দিতে পারি।"*

।। সংগৃহীত ।।

এ এক সাফল্যের গল্প। বিবাহ পরবর্তী জীবনে সংসার সামলে, একজন নারী চাইলে পড়াশোনা করে কত বড় হতে পারেন তা জানতে ও নিজের জীবনে ...
05/09/2022

এ এক সাফল্যের গল্প। বিবাহ পরবর্তী জীবনে সংসার সামলে, একজন নারী চাইলে পড়াশোনা করে কত বড় হতে পারেন তা জানতে ও নিজের জীবনে বড় হওয়ার প্রেরণা পেতে পারভিন মাহমুদ, এফসিএর জীবনের গল্প সবার প্রেরণার উৎস হতে পারে।

পারভীন মাহমুদ এফ সি এ, The Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) এর প্রথম মহিলা কাউন্সিল মেম্বার নির্বাচিত হন (২০০৭-২০০৯)। ২০০৮ সালে প.....

কেয়ার টেকারের চাকরীতে প্রচুর বাড়তি সময় পাওয়া যায়। এ সময়টুকুকে নষ্ট না করে বরং মহৎ কাজে ব্যয় করার চিন্তায় রাস্তায় ঘুরে বে...
30/08/2022

কেয়ার টেকারের চাকরীতে প্রচুর বাড়তি সময় পাওয়া যায়। এ সময়টুকুকে নষ্ট না করে বরং মহৎ কাজে ব্যয় করার চিন্তায় রাস্তায় ঘুরে বেড়ানো গরীব শিশুদের পড়ানোর পরিকল্পনা করেন, মাহফুজুর। পরিকল্পনাটি শেয়ার করেন তার চাকরীদাতার সঙ্গে। বাড়ীর মালিক তার চিন্তাটিকে মহৎ মূল্যায়ণ করে নীচতলার গ্যারেজে তাকে স্কুল শুরু করার অনুমতি দেন। এমনকি কাজের ফাঁকে নিজেও সময় দেবার সিদ্ধান্ত নেন। গড়ে ওঠে, “মাহফুজুরের পাঠশালা।” অনেকদিন আগে করা জীবনের গল্পের এ পর্বটি হঠাৎ চোখে পড়তে আমার নিজেরই ভালোলাগা অনেকখানি বেড়ে গেলো।

‘স্কুলে যাওয়ার বয়স তাদের। অথচ তারা সারা দিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। ভাবলাম তাদের জন্য কিছু করা যায় কি না? একদিন এ র.....

মানুষ কতটা সরল আর প্রকৃতির মতো সহজ হতে পারেন, দ্বীজেন শর্মার জীবনের  গল্প তার উত্তম উদাহরণ। আমার উপস্থাপক জীবনে আজ পর্যন...
30/08/2022

মানুষ কতটা সরল আর প্রকৃতির মতো সহজ হতে পারেন, দ্বীজেন শর্মার জীবনের গল্প তার উত্তম উদাহরণ। আমার উপস্থাপক জীবনে আজ পর্যন্ত যে ক'জন মহৎ মানুষের ইন্টারভিউ নিতে পেরেছিলাম, অধ্যাপক দ্বীজেন শর্মার সঙ্গে এ কথোপকথন তাদের মধ্যে শ্রেষ্ঠতম। এ আলাপের পুরোটুকু আবার দেখতে গিয়ে মনে হলো যেন এক ছায়া সুনিবিড় সবুজ উদ্যানে হারিয়ে গিয়েছিলাম। দ্বীজেন শর্মা আজ আর পৃথিবীতে নেই। কিন্তু তাঁর হৃদয়ের আলো রয়েগেছে তাঁর লেখা, কাজ ও এমন আরো অনেক ইন্টারভিউতে। তাঁর সংগে অন্তরঙ্গ আলোয় কিছু সময় কাটাতে পেরেছিলাম বলে আমি ধন্য ও কৃতজ্ঞ বোধ করছি।

এমন একজন সাদা মনের মানুষের জীবনের আলোয় আলোকিত জিবনের গল্পের এ পর্বটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে সংগে থাকলে কৃতজ্ঞ হবো।

Professor Dwijen Sharma, botanist, naturalist and writer, found that delight in early childhood. His home was near Madhabkunda in Moulvibazar. His family had...

Address

North Badda
Badda
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712016209

Alerts

Be the first to know and let us send you an email when পত্রপূট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পত্রপূট:

Share