Zahid Bangla জাহিদ বাংলা

Zahid Bangla জাহিদ বাংলা সৎ থাকো
অবশ্যই সূখী হবে
ইনশাআল্লাহ ❤️🌿
(3)

04/07/2025
মোল্লার ঘরে সিন্নি খেয়েমোল্লার নামও ভুলে গেছ।খুশি মুখে যা নিলে দানপেছনে কর নিন্দা-গান।
03/07/2025

মোল্লার ঘরে সিন্নি খেয়ে
মোল্লার নামও ভুলে গেছ।
খুশি মুখে যা নিলে দান
পেছনে কর নিন্দা-গান।

ইন্টারেস্টিং ফটো। আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রাচে ভর দিয়া হাইটা যাইতেছে সামনে দিয়া আর বুইড়া ভাম গুলা ব্যস্ত নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোন ভ্রুক্ষেপ নাই। এই বুইড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুইল্যা দেয়া কি উচিৎ?

আলোকচিত্র: মাহবুব হোসেন নবীন

03/07/2025

ব্যবসাটা হয়তো ছোট জায়গায়। কিন্তু স্বপ্নটা অনেক বড়

01/07/2025

রাত দুইটা...
পুরো শহরটা যেন ঘুমিয়ে পড়েছে নিঃশব্দে।
চারপাশ নিস্তব্ধ, শুধু ঝাড়ু দেওয়ার শব্দ কানে আসে।
রাস্তার ধারে, আলো-আঁধারির মাঝে এক ভদ্র মহিলা ঝাড়ু দিচ্ছেন নিরলসভাবে।
নিশ্চয়ই তিনিও কারো মা...
হয়তো তার ছোট্ট ছেলেটা ঘরে ঘুমাচ্ছে।
সকালে যেন ক্ষুধার্ত মুখটা না দেখে
সেই আশাতেই এই নির্ঘুম পরিশ্রম।
নিজের আরামের সাথে নয়,
তিনি লড়ছেন সন্তানের ভবিষ্যতের জন্য।
মায়েরা কাঁধে সংসার তো বটেই,
কখনো কখনো তাঁরা কাঁধে বহন করেন একটা গোটা শহরের বিবেকও…
“মায়েরা নিঃশব্দ যোদ্ধা… তাঁদের গল্পগুলো বলা উচিত, শোনা উচিত।”

আলহামদুলিল্লাহআমার জীবনের সেরা চটপটিএই কাকার হাতেই পাওয়া 🍽️🍲📍বাড্ডা, ইউ লুফ আর ফুটওভারব্রিজের মাঝামাঝি ছোট্ট এক স্টল।স্ব...
30/06/2025

আলহামদুলিল্লাহ
আমার জীবনের সেরা চটপটি
এই কাকার হাতেই পাওয়া 🍽️🍲

📍বাড্ডা, ইউ লুফ আর ফুটওভার
ব্রিজের মাঝামাঝি ছোট্ট এক স্টল।

স্বাদে যেমন অনন্য, পরিবেশেও ছিল
একধরনের আপন ঘ্রাণ।

এই অভিজ্ঞতা শুধু মুখে নয়
মনে রেখেও উপভোগ করার মতো।

🌱 ভালোবাসা মানেই যত্ন, আর যত্ন মানেই জীবন।আফতাবনগরের এক দোকানের সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়লো একটি দৃশ্য—একটা পুরনো পা...
29/06/2025

🌱 ভালোবাসা মানেই যত্ন, আর যত্ন মানেই জীবন।
আফতাবনগরের এক দোকানের সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়লো একটি দৃশ্য—একটা পুরনো পাইপের ভেতরে মাটি দিয়ে লাগানো ছোট্ট গাছ, ডালপালা ছড়িয়ে দিয়েছে দুই মাথা দিয়ে, যেন পৃথিবীটাকেই জড়িয়ে ধরতে চায়।

সেই মুহূর্তেই মনে হলো—এটাই তো ভালোবাসার আসল রূপ। যেখানে নেই কোনো এক্সকিউজ, নেই কোনো অপেক্ষা—শুধু আগলে রাখার চেষ্টা, ভালো রাখার চেষ্টার নামই ভালোবাসা।

জীবন যখন জটিল হয়ে পড়ে, তখন দরকার একটু বুদ্ধি, একটু ধৈর্য, আর অনেকখানি ভালোবাসা।
একটু জায়গা পেলেই ভালোবাসা নিজেই পথ খুঁজে নেয়—ঠিক যেমন এই গাছটি নিয়েছে।

ভালোবাসা কখনও জায়গা খোঁজে না, খোঁজে মন।
❤️

নিউমার্কেটের পাশের "রয়েল কাচ্চিযদিও নাম "কাচ্চি", তবে আজ খেয়েছি এদের বিখ্যাত গরুর তেহারি।লোকের মুখে বহুবার শুনেছি—"ওখা...
29/06/2025

নিউমার্কেটের পাশের "রয়েল কাচ্চি

যদিও নাম "কাচ্চি", তবে আজ খেয়েছি এদের বিখ্যাত গরুর তেহারি।
লোকের মুখে বহুবার শুনেছি—"ওখানে একবার খেলে বুঝবা আসল স্বাদ!"
আলহামদুলিল্লাহ আজ নিজে যাচাই করেই বুঝলাম, সত্যিই কথার খ্যাতি একদম মিথ্যা নয়।

🥩 ভেতরে ছিল ঝরঝরে ভাত, মসলা মাখানো সফট গরুর মাংস আর সাথে পেঁয়াজ-লেবুর ঝাঁঝালো টাচ—সব মিলিয়ে দারুণ কম্বিনেশন!
💸 দাম মাত্র ১৫০ টাকা, আর তার বিনিময়ে স্বাদ, পরিমাণ ও পরিবেশ—সবই ছিল একেবারে সঠিক।

🔸 যারা ঢাকা শহরের ভেতর একটু ঘুরে ভালো তেহারি খেতে চান, তাদের জন্য এটা একটা পারফেক্ট স্পট হতে পারে।

📍 লোকেশন: নিউমার্কেটের পাশেই
⭐ রেটিং (নিজস্ব অভিজ্ঞতায়): ৯/১০
#নিউমার্কেট #ঢাকারস্বাদ #রান্নারস্বাদ #টেস্টবাডস

আজ জনতার ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
28/06/2025

আজ জনতার ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে

📍 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান🕌 ইসলামী আন্দোলনের প্রোগ্রামের প্রস্তুতি চলছে পুরোদমে!আগামীকাল শনিবার, ২৮ জুন ২০২৫, এই মহ...
27/06/2025

📍 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান
🕌 ইসলামী আন্দোলনের প্রোগ্রামের প্রস্তুতি চলছে পুরোদমে!
আগামীকাল শনিবার, ২৮ জুন ২০২৫, এই মহামঞ্চে গড়ে উঠবে এক নতুন ইতিহাস।
আপনিও থাকুন সেই মুহূর্তের সাক্ষী।
#ইসলামীআন্দোলন #সোহরাওয়ার্দীউদ্যান

Address

Badda
Badda
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid Bangla জাহিদ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share