আয়ান আহমেদ জাহিদ

আয়ান আহমেদ জাহিদ সৎ থাকুন জীবন সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ

নিম্ন মধ্যবিত্তের একদিনের গল্পআয়ান আহমেদ জাহিদআমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার রুচিও অনেকটা সেই শ্রেণির মতো...
17/05/2025

নিম্ন মধ্যবিত্তের একদিনের গল্প
আয়ান আহমেদ জাহিদ

আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার রুচিও অনেকটা সেই শ্রেণির মতোই গড়ে উঠেছে। সবচেয়ে প্রিয় খাবার? ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ! যদি হঠাৎ করেই দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতাম, তাহলে জাতীয় মাছ হিসেবে পাঙ্গাস আর জাতীয় মাংস হিসেবে ব্রয়লার মুরগিকেই ঘোষণা দিতাম — অন্তত নিম্নবিত্তের পক্ষ থেকে তো বটেই!

গত কয়েকদিন ধরে বাসায় গ্যাস নেই। ব্যাচেলরদের বাসা বলে কথা— যখন ইচ্ছা হয় তখনই গ্যাস আসে, আবার হুট করেই উধাও! আজ শরীরটা খুব একটা ভালো লাগছিল না, রান্নার চিন্তা বাদ দিয়ে দুপুরে বাইরে খেতে বের হলাম।

গন্তব্য: বাড্ডা ডিআইডি প্রজেক্ট।
বড় বড় দালানের মাঝখানে একটা ঘরোয়া স্টাইলে রান্না করা বাংলা হোটেল। দামটাও সাধ্যের মধ্যে। এক পিস মুরগির মাংস নিলাম— দাম ৬০ টাকা। কিন্তু দেখি, মুরগির সাথে ঝোলটা কেমন মাছের মতো গন্ধ দিচ্ছে!

আমি দোকানিকে বললাম, “ভাই, এটা তো মনে হয় মাছের ঝোল!” তিনি হেসে বললেন, “আমি নিজে রান্না করছি, আপনি বুঝবেন কিভাবে? এটা মুরগির ঝোল!”

আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম— মায়াভরা চোখে। কিছুক্ষণ পর নিজেই এসে স্বীকার করলেন, “মামা, আসলে আমার ভুল হয়েছে। মুরগির মাংসের ঝোলটা কিছুটা কম ছিল, তাই আপনাকে মাছের ঝোল দিয়েছি।”

মনে মনে ভাবলাম, আমি তো গত সাড়ে তিন বছর ধরে নিজে রান্না করে খাই। তাহলে কি আসলেই বুঝতে পারিনি? এক মুহূর্ত থমকে গিয়েছিলাম…

সেখান থেকে বের হয়ে গেলাম আফতাবনগরে।
সন্ধ্যাটা কাটালাম চায়ের দোকানে। দোকানের মামার সাথে গল্প করতে করতে খেয়ে ফেললাম তিন কাপ দুধ চা। যদিও আমার পছন্দ রং চা, তবে গরুর দুধের চা থাকলে নিজেকে থামানো কঠিন হয়ে পড়ে।

সন্ধ্যার পর দেখা করলাম আব্বুর সাথে, উনি থাকেন রামপুরায়। কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় ফিরলাম। যেহেতু বাসায় এখনো গ্যাস নেই, তাই ফেরার সময় পরোটা আর ডাল ভাজি কিনেই ফিরলাম।

তবে এখন শুধু রান্নার গ্যাসই নয়, পেটের গ্যাসও সমস্যা করছে! পরোটা খাওয়ার আগে ওষুধ খেলাম, তারপর একটু অপেক্ষা করে রাতের খাবারটা শেষ করলাম।

এইভাবে চলছে নিম্ন মধ্যবিত্ত জীবনের খাওন-দেওয়ান, আনন্দ-বেদনার গল্প।

ভালো থাকবেন। শুভরাত্রি।

মাঝে মাঝে মন ভেঙে যায়।আমরা চুপচাপ থাকি… ভাবি কাউকে বলবো না।কিন্তু জানেন? মাঝে মাঝে কাঁদা–টা ভালো।ভেতরের ঝড়টা, যেটা আমা...
17/05/2025

মাঝে মাঝে মন ভেঙে যায়।
আমরা চুপচাপ থাকি… ভাবি কাউকে বলবো না।
কিন্তু জানেন? মাঝে মাঝে কাঁদা–টা ভালো।

ভেতরের ঝড়টা, যেটা আমাদের ভেঙে দিচ্ছিল—
সেটা তখন একটু শান্ত হয়।
দু’ফোঁটা চোখের জল পড়লেই,
মনটা হালকা হয়ে যায়।

তারপরই আবার সাহস আসে…
মনে হয়—না, এবার আমি নতুন করে শুরু করবো।
ঠিক যেমন প্রকৃতির ঝড় থামাতে কয়েক ফোঁটা বৃষ্টি লাগে, তেমনই আমাদের মনের ঝড় থামাতেও দু’ফোঁটা চোখের জল দরকার হয়।

তাই কাঁদতে ভয় পাবেন না। কাঁদুন...
হালকা হোন ..আবার নতুন করে এগিয়ে চলুন।

লেখক. আয়ান আহমেদ জাহিদ

17/05/2025

হে আল্লাহ আপনি আমাদের তাকওয়া নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমীন🤍

ছেলেরা বিয়ের সময় পাত্রী দেখতে যায়—সুশ্রী, ফর্সা, ছিপছিপে, কথায় মিষ্টি, গুণে গুণী—এক কথায় “কমপ্লিট প্যাকেজ”!আর মেয়ে...
17/05/2025

ছেলেরা বিয়ের সময় পাত্রী দেখতে যায়—সুশ্রী, ফর্সা, ছিপছিপে, কথায় মিষ্টি, গুণে গুণী—এক কথায় “কমপ্লিট প্যাকেজ”!
আর মেয়েরা? তারা চায় একটুখানি ভালোবাসা, অনেকখানি দায়িত্ববোধ, আর অন্তহীন কেয়ারিং স্বভাব।
চেহারা? ওটা তো মুছে যায় আদরের গভীরতায়। সৌন্দর্য? সেটা তারা মাপে মনের আয়নায়।

তবে প্রশ্ন একটাই—
এই যে "ভালোবাসার পূজারী" মেয়েরা,
তারা কিন্তু শেষমেশ বিয়ে করে সরকারি অফিসে কর্মরত, একটু পেটসই🙂ভুড়িওয়ালা🙂 এক ভদ্রলোককে!

বুকের ভেতর রোমান্টিকতা কম,
কিন্তু মাসের শেষে বেতনের মেসেজটা ঠিকই আসে—
"আপনার অ্যাকাউন্টে বেতন জমা হয়েছে!"

কী আর করা!
সিক্স প্যাক তো শুধু পোস্টারে ভালো লাগে,
আসল জীবনে মেয়েরা খোঁজে সিকিউরিটি!

ভালোবাসা দিন… আর বেতন সময়মতো!
চেহারা নয়, দায়িত্বই আসল সুন্দরের সংজ্ঞা!
আর তাই তো মেয়েরা বলে—
"ভুঁড়ি থাক, মনটা যেন থাকে ভারী!"

©আয়ান আহমেদ জাহিদ

12/05/2025

যতদিন প্রয়োজন থাকে, ততদিনই তুমি গুরুত্বপূর্ণ
#কথা #বাংলাদেশ #প্রয়োজন #বাস্তব #সময় #বাস্তবতা

12/05/2025

"সবচেয়ে বড় অভিনয় হয় প্রয়োজনের ভেতর তৃপ্ত থাকার। নিম্ন-মধ্যবিত্ত জীবনটা তাই আসলে এক অসমাপ্ত নাটক।"

অভিনয়ে যদি দশে দশ দিতে হয়, তবে তা নিম্ন-মধ্যবিত্ত ছেলেমেয়েদেরই দেওয়া উচিত।

কারণ তারা জীবনের সবচেয়ে কঠিন চরিত্রটাই নিখুঁতভাবে রপ্ত করে ফেলেছে—
"সবকিছু ঠিক আছে" এই অভিনয়।

সকালবেলা, চারপাশের সবাই যখন ডিম, পরোটা আর ভাজি দিয়ে পেটপুরে নাস্তা সারে,
সেই নিম্ন-মধ্যবিত্ত ছেলে-মেয়েটি মাত্র এক কাপ চা আর একটা শুকনো রুটি নিয়েই তৃপ্তির হাসি মুখে ফুটিয়ে তোলে।
কে বুঝবে পেট আর মন—দুটোই আসলে খালি?

দুপুরে যখন অন্যেরা মাছ-মাংসের ঝোল আর সুস্বাদু তরকারিতে থালা সাজায়,
ওরা তখন ডাল আর আলু ভর্তা দিয়েই এমনভাবে খায় যেন রাজকীয় ভোজ চলছে।
তৃপ্তির ঢেকুরটা এতটাই নিখুঁত, কেউ বোঝে না—চোখের আড়ালে লুকানো তৃপ্তির অভিনয়।

রাতের বেলা, যখন বড়লোকেরা ভারী খাবার খেয়ে আরামকেদারায় হেলান দেয়,
সেই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা একটা কলা আর এক পাউরুটি নিয়ে চুপচাপ রাত কাটিয়ে দেয়।
তবুও মুখে প্রশান্তির ছাপ রেখে দেয়—এ যেন জীবনের সবচেয়ে কঠিন মঞ্চের অনবদ্য অভিনয়।

এমন অভিনয়ের জন্য দশে দশ না দিয়ে উপায় আছে?

আয়ান আহমেদ জাহিদ
মধ্য বাড্ডা, ঢাকা

#নিম্নমধ্যবিত্ত #জীবনেরছোঁয়া #অভিনয়েরকথা #তৃপ্তিরঅভিনয় #বাংলালেখা #ভাবনারখোরাক

11/05/2025

সন্ধ্যার আকাশ আজ একটু অন্যরকম।
গরমে ক্লান্ত এই দিনের শেষে,
এই বৃষ্টি যেন শুধু মাটি নয় — হৃদয়ও ভিজিয়ে দিল।
মন নরম হয়ে বলে ওঠে—
একদিন আমাদের বুকের গহীনে জমে থাকা সব দোয়াগুলোও ঠিক এই বৃষ্টির মতোই ঝরে পড়বে,
আল্লাহর রহমতের বৃষ্টির মতো করেই কবুল হবে, ইনশাআল্লাহ।

আয়ান আহমেদ জাহিদ
মধ্য বাড্ডা, ঢাকা

03/05/2025

মহান আল্লাহ আপনাকে একটি সুন্দর জীবন দিয়েছেন, আর আপনি সেই জীবনকে মহান আল্লাহ তাআলার পথে পরিচালনা করতে পারছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আলহামদুলিল্লাহ

Address

Badda

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়ান আহমেদ জাহিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share