Welcome Page 2.0

Welcome Page 2.0 সপ্নের সিড়ি Welcome page 2.0
(5)

একটা বাচ্চা পু'ড়ে গেছে,সাহায্যের জন্য দৌড়াদৌড়ি করছে,আর আপনারা কি করছেন।ভিডিও বানাচ্ছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
21/07/2025

একটা বাচ্চা পু'ড়ে গেছে,সাহায্যের জন্য দৌড়াদৌড়ি করছে,আর আপনারা কি করছেন।ভিডিও বানাচ্ছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

🐥
21/07/2025

🐥

নান আর হালিম 😋😋😋
21/07/2025

নান আর হালিম 😋😋😋

শুভ সকাল 🎀
19/07/2025

শুভ সকাল 🎀

Good morning
17/07/2025

Good morning

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''দিনের পর দিন একটা মানুষকে একটু একট...
16/07/2025

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''

দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানেই হয় না।
ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে কাজ। তারচেয়ে বরং অভদ্র হয়ে সোজাসাপ্টা বলে দাও, ঝুলিয়ে রেখো না!
একটা মানুষ টানা ফোন দিয়েই যাচ্ছে তোমাকে সকাল-বিকাল। তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো, রিং বেজে যাচ্ছে, ম্যাসেজ আসছে। সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালোমানুষি করে বললে - "আমি মাঝে অসুস্থ ছিলাম, তাই ফোন ধরা হয় নাই/ম্যাসেজ চেক করি নাই, সরি!"
মানুষটা ভরসা পেলো, তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো। অথচ তুমি তো তার কাছের মানুষ না, তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হবার অভিনয় করছো।
যা ঠিক না, একদম ঠিক না।
যদি পাশেই না থাকো তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিও না। তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যা আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো!
দিনের পর দিন কারো মনে তোমার জন্যে বিন্দু বিন্দু মিথ্যে এক্সপেকটেশন এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার তোমার নেই! একদমই নেই!
এমন একটা দিন আসবে, যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে, মাতালের মত ধুকতে থাকবে, পাগলের মত চিৎকার করে তার এটেনশন চাইবে। ফোনে রিং এর পর রিং বাজবে, ম্যাসেজের পর ম্যাসেজ সিন হবে। আস্তে আস্তে তুমি টের পাবে, তুমি ডুবে যাচ্ছো এবং খুব চেনা একটা সমুদ্রে ডুবে যাচ্ছো!
তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেয়ার জন্যে পাগল হয়ে আছে বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছো। কারো দুর্বলতার জন্যে তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারন হবে, অবশ্যই হবে! মনে রাখবে - একদিন প্রতারকদেরও ঠকতে হবে, মরার আগে হলেও।
প্রকৃতির অলিখিত সংবিধানে এটাই লেখা আছে যে - "কাউকে ঠকিয়ে খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না!"

টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ,সে এক অন্য রকম অনুভুতি 🌧️🌧️🌧️
16/07/2025

টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ,সে এক অন্য রকম অনুভুতি 🌧️🌧️🌧️

বান্ধবী ললিতা 🎀
15/07/2025

বান্ধবী ললিতা 🎀

Lunch time😋😋😋
14/07/2025

Lunch time😋😋😋

এ কষ্ট কই রাখবো🙃Crush এর পাশে অন্য মেয়ে 🙃🙃BlacK PotatO
14/07/2025

এ কষ্ট কই রাখবো🙃

Crush এর পাশে অন্য মেয়ে 🙃🙃
BlacK PotatO

play time⚽⚽⚽⚽⚽
13/07/2025

play time⚽⚽⚽⚽⚽

Morning 🎀
13/07/2025

Morning 🎀

Address

Badda

Alerts

Be the first to know and let us send you an email when Welcome Page 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share