হাওয়ায় মন ভেসে যায়,,,

হাওয়ায় মন ভেসে যায়,,, আচ্ছালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আমার ছোট পেজে আপনাদেরকে স্বাগতম।
আশাকরি সবাই সাপোর্ট করবেন।ধন্যবাদ
(55)

জামাইরে সারপ্রাইজ দেওয়ার জন্য খিচুড়ি রান্না করতে গেছিলাম।গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি!ভাইরে ভাই খিচুড়ি শুধু বাড়েই...
13/07/2025

জামাইরে সারপ্রাইজ দেওয়ার জন্য খিচুড়ি রান্না করতে গেছিলাম।
গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি!
ভাইরে ভাই খিচুড়ি শুধু বাড়েই বাড়ে ছোট পাতিল থেকে বড় পাতিলে নিছি,এরপর ও কাজ হচ্ছে না পরে আরেক পাতিলে নিলাম এখনো দেখি বাড়তেই আছে!

চুলা বন্ধ করে এখন আমি বসে আছি! আর যাতে না বাড়তে পারে, এদিকে কিছুই সিদ্ধ হয়নি।

এখন কি করতে পারি?

13/07/2025

School এ যখন
স্যার ম্যাডাম জিজ্ঞাসা করেছিল ...

বড় হয়ে তুমি কি হবে??
তুমি কি বলেছিলে??

13/07/2025

😊বিবাহিত জানার পরে
যারা ইনবক্সে আলাপ করতে আসেন
তাদেরকে বলছি
আমি এক পুরুষেই আসক্ত 🥰❤️

এই সাইকেলের কেমন দাম হতে পারে?কিনতে চাই,কারো আইডিয়া থাকলে বলবেন।সেকেন্ড সাইকেল।
12/07/2025

এই সাইকেলের কেমন দাম হতে পারে?
কিনতে চাই,
কারো আইডিয়া থাকলে বলবেন।
সেকেন্ড সাইকেল।

Good evening all friend....
10/07/2025

Good evening all friend....

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!একটা কথা বলি —আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ...
09/07/2025

🧠 ব্রেন ধ্বংস হচ্ছে… কিন্তু টেরও পাচ্ছি না!
একটা কথা বলি —
আমাদের ব্রেন, মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি।
আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো —
আমরা জানিও না, কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা, স্মৃতিশক্তি, মনসংযোগ… সব শেষ হয়ে যাচ্ছে!

👇 জানো কী কী জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে?

1️⃣ অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া –
ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি।
বুকের ভেতর মরে যাচ্ছে স্বপ্ন…

2️⃣ ঘুম না হওয়া –
রাত জেগে ফোন, গেম, সিরিজ…
এইসবই ব্রেনকে বিষ খাওয়ানোর মতো।
ঘুম ছাড়া ব্রেন "সফটওয়্যার ক্র্যাশ" হয়ে যায়!

3️⃣ একসাথে অনেক কিছু করার চেষ্টা (Multitasking) –
আমরা ভাবি আমরা স্মার্ট…
আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি।
ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়।

4️⃣ নেগেটিভ চিন্তা আর স্ট্রেস –
"আমি কিছুই পারি না",
"আমার কিছু হবে না" —
এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে, ভেতর থেকে।

5️⃣ অস্বাস্থ্যকর খাবার আর পানির অভাব –
হ্যাঁ, খেয়াল করো —
মগজটা তৈরি হয়েছে ৭০% পানি দিয়ে। পানি না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে… সত্যি!

🙇‍♂️ আর শেষে একটা কথা…
ব্রেন যদি শেষ হয়ে যায়, জীবন আর কিছুই না!
তাই এখনই সাবধান হও।
নিজের মস্তিষ্কটাকে বাঁচাও, না হলে জীবনে কিছুই থাকবে না — শুধু একটা ফাঁকা খোলস… 😔

#ব্রেন #ভয়ানক_সত্য

08/07/2025

সন্ধ্যার আড্ডায় এখন আর তোমাকে পাইনা,,
খুব মিস করি।।

✅ হঠাৎ গভীর রাতে বাবাকে হাত মুখ ধুয়ে পোশাক বদলাতে দেখে কৌতুহলী ছোট্ট মেয়ের প্রশ্ন.."কই যাও বাবা....?সুগন্ধি গায়ে মেখে বা...
07/07/2025

✅ হঠাৎ গভীর রাতে বাবাকে হাত মুখ ধুয়ে পোশাক বদলাতে দেখে কৌতুহলী ছোট্ট মেয়ের প্রশ্ন..
"কই যাও বাবা....?

সুগন্ধি গায়ে মেখে বাবা হাসেন, "আর বলেন অনেক বড় জায়গায় মিটিং আছে রে মা !"
"এতো রাতে..?

"হুম, রাতে ওনাকে ফ্রি পাই। দিনে অনেক ঝামেলার জন্য শান্তিতে কথা বলতে পারিনা।"
"আমাকে নেবে..?"
"তুমি যেতে চাইলে নেবো। "

"সত্যি..?" মেয়ের আনন্দ উপচে পড়ে। ভাবেনি বাবা রাজী হয়ে যাবে। দ্রুত উঠে পড়ে বিছানা ছেড়ে। বাবার কথামতো আলমারী থেকে সবচেয়ে ভালো পোশাকটা বের করে পড়ে নেয়।

বাবা পরম যত্নে মহা আয়োজন করে দুটো জায়নামাজ বিছিয়ে নিলে মেয়ে বিস্ময়ভরা কণ্ঠে বলে," তোমার মিটিং এখানে..?"

"হম, এখানে। চলো, তোমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেই। তাঁকে বলবো, আল্লাহ, দেখেন আজ আমার মেয়ে আমার সাথে আছে !"
"আমি তো আল্লাহকে দেখিনা বাবা!"

"একদিন দেখবে, যদি এখন থেকে যোগাযোগ রাখো তাহলে । নইলে কোনোদিনই দেখতে পারবেনা। উনি হলেন সবচেয়ে বড়, সবচেয়ে মহান । এই যে আমাদের যা কিছু দেখছো সবই তিনি দিয়েছেন। আমাকে তোমার মতো একটা মিষ্টি মেয়ে দিয়েছেন!"

"আর আমাকে তোমার মতো বাবা..!" খুশিতে কচি কণ্ঠে হেসে ওঠে মেয়েটা...
বাবার পাশে মেয়েটা গভীর মনোযোগী হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। বাবার দেখাদেখি জমিনে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে,"হে মেহেরবান আল্লাহ.. আমি আপনাকে দেখতে চাই !"

আল্লাহ পাক মেহেরবানী করে আমাদের এই চর্মচক্ষুকে একদিন তাঁকে দেখার মতো নেয়ামত দান করুন...
আমিন।🖤🖤🖤

06/07/2025

যে ফুলের স্পর্শে
ক্ষত মুছে যায়,
সেই ফুল তুমি..!🌸🤍

Assalamu alaikum woarohmatullah Good morning....Have a nice day....
04/07/2025

Assalamu alaikum woarohmatullah
Good morning....
Have a nice day....

আপনার প্রিয় মানুষের রিপ্লাই কিস্তির মতো হলে,বুঝে নিবেন সে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে...?? 🙄🙄😁🤣 @সেরা ফ্যান
03/07/2025

আপনার প্রিয় মানুষের রিপ্লাই কিস্তির মতো হলে,
বুঝে নিবেন সে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে...??
🙄🙄😁🤣 @সেরা ফ্যান

03/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

Address

Bagerhat Town

Alerts

Be the first to know and let us send you an email when হাওয়ায় মন ভেসে যায়,,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাওয়ায় মন ভেসে যায়,,,:

Share