হাওয়ায় মন ভেসে যায়,,,

হাওয়ায় মন ভেসে যায়,,, আচ্ছালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আমার ছোট পেজে আপনাদেরকে স্বাগতম।
আশাকরি সবাই সাপোর্ট করবেন।ধন্যবাদ
(54)

আব্বু আমি ঢাকাতেই আছি, আমাকে খুজে বের করে নাও, আমি অনেক কষ্টে আছি 😭😭😭কথাগুলো বলছিল আমার হারিয়ে যাওয়া ছেলে নাহিদ। তবে বাস...
29/09/2025

আব্বু আমি ঢাকাতেই আছি, আমাকে খুজে বের করে নাও, আমি অনেক কষ্টে আছি 😭😭😭
কথাগুলো বলছিল আমার হারিয়ে যাওয়া ছেলে নাহিদ। তবে বাস্তবে নয়। তিন রাত নির্ঘুম থাকার পর আজ ভোরে মনে হয় একটু ঘুমিয়ে ছিলাম। তখনই আমার কলিজাটা এসে আমাকে এসব কথাগুলো বলে গেল 😭😭😭।
বাবা আমি আসছি, অলরেডি ঢাকাতে ডুকে গেছি বাবা। তুমি দেখা দাও । আমি যে আর সহ্য করতে পারছিনা। হে আরশের মালিক তুমি জানো তুমার বান্ধা কোথায় আছে। তুমি সহায় হও মাবুদ। আমার সহজ সরল নিরপরাধ ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও।
কোন স্ব হৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান পান তাহলে অনুগ্রহ করে জানাবেন চির কৃতজ্ঞ থাকবো। 01716001471 , 01719111624

বি:দ্র: গত ২৪সেপ্টেম্বর বুধবার ঢাকার নদ্দা শহীদ হারেজ সড়কের "মারকাযূত তাকওয়া" মাদ্রাসা থেকে নিঁখোজ হয়েছে।

Good afternoon....Friend's....
29/09/2025

Good afternoon....
Friend's....

Good morning...
29/09/2025

Good morning...

তোমার ফোন থেকে তোলা আকাশের একটা ছবি দেও।
28/09/2025

তোমার ফোন থেকে তোলা আকাশের একটা ছবি দেও।

27/09/2025

❤️💐একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসুলুল্লাহ ﷺ কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন।

কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ ﷺ সেই নারীর স্বামীকে ডেকে বললেন, “আজ আমি তোমার অতিথি হবো।”

তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, “আল্লাহর রাসুল ﷺ আজ আমাদের অতিথি হবেন।”

তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসুলুল্লাহ ﷺ-এর জন্য খাবার প্রস্তুত করলেন।

যখন রাসুলুল্লাহ ﷺ তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, “তোমার স্ত্রীকে বলো, সে যেন সেই দরজা দেখে, যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব।”

নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন, রাসুলুল্লাহ ﷺ-এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এ দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন।

যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন রাসুলুল্লাহ ﷺ তাকে বললেন, “এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা-নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত।”

রাসুলুল্লাহ ﷺ আরও বলেন, “যে ঘরে বেশি অতিথি আসে, আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে।”

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান, তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, “কী ধরণের উপহার, হে আল্লাহর রাসুল?” তিনি বললেন, “অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়।”

তাই, জেনে রাখুন, অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে।”

[বুখারি : ৫৫৬০]

আমি শক্ত করে ধরে রাখতে জানি কিন্তু যে থাকতে চায় না তাকে কি করে ধরে রাখা যায়? সে শত ভালোবাসা যত্ন পেয়েও চলে যায়!
26/09/2025

আমি শক্ত করে ধরে রাখতে জানি কিন্তু যে থাকতে চায় না তাকে কি করে ধরে রাখা যায়? সে শত ভালোবাসা যত্ন পেয়েও চলে যায়!

26/09/2025

Good evening
Active now....
Fast comment...
So let's go...

25/09/2025

শ্রাবণীকে বিয়ে করার পর থেকে আমি বেশ প্যারায় আছি। শ্রাবণী সোশ্যাল মিডিয়াতে আসক্ত। তার প্রতিদিন কিছু না কিছু পোষ্ট করতেই হবে। এছাড়া নাকি সে শান্তিতে ঘুমাতে পারে না। যতক্ষণ পর্যন্ত তার পোষ্টে ১০০ লাইক এবং ১৫ কমেন্টস না আসে ততক্ষণ পর্যন্ত সে জেগে থাকে। আমার জীবনে প্রথম আমি অনিদ্রার রোগী দেখছি যার ঘুমের ওষুধ হচ্ছে লাইক এবং কমেন্ট।

বিয়ের রাতে সে ফেসবুকে পোষ্ট দিয়েছে

আলহামদুলিল্লাহ। বেশ লম্বা।

সেই পোষ্ট দেখে আমার প্রায় মূর্ছা যাওয়ার মত অবস্থা। যদিও পোষ্টটা আমি খেয়াল করিনি। খেয়াল করেছে আমার প্রাক্তন। বাসর রাতে শ্রাবণীর সঙ্গে গল্প করছিলাম রাতটাকে কিভাবে মধুর করা যায়। বিয়ের পর স্ত্রী মশারী টাঙ্গালে স্বামীর আয় রুজিতে কেমন বরকত হয়। স্বামীর সব কথা শুনলে স্ত্রী কিভাবে স্বর্গ প্রাপ্ত হয়।

সেই সময় আমার এক্স ফোন দিয়ে বলছে

এই তথ্য আমাকে আগে জানালেও পারতে। হয়তো আমাদের ব্রেকআপ হতো না। আমি তোমার অন্যসব পাগলামি মেনে নিতাম।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম

কি বলছো? কিছুইতো বুঝতে পারছি না।

তোমার বউয়ের পোষ্ট দেখো

পোষ্ট দেখে আমার পুরাই মাথা নষ্ট।

এই তুমি এটা কি লিখেছো? কি লম্বা?

শ্রাবণী হেসে উত্তর দিচ্ছে

আজকে হচ্ছে ৭ ডিসেম্বর। ২২ ডিসেম্বর হচ্ছে বছরের সবচাইতে লম্বা রাত। আজকের রাতও কম লম্বা না। আমরা অনেক সময় ধরে গল্প করতে পারবো।

এভাবেই চলছে আমার সঙ্গে শ্রাবণীর সংসার।

বিয়ের কিছুদিন পর আমরা ঠিক করেছি হানিমুনে কক্সবাজার যাবো।

অফিসে গিয়ে বসকে পটাচ্ছি। বস জীবনে প্রথম হানিমুনে যাচ্ছি। ছুটি বাড়িয়ে দেন। পাঁচ দিনতো যেতে আসতে এবং বুঝতে বুঝতে লেগে যাবে। রোমান্স হবে না এই অল্প সময়ে।

সেই মুহূর্তে বস আমার দিকে তাকিয়ে হেসে বলে

বাহ আসিফ সাহেব। আপনিতো বলেন নাই যে আপনার বউ এর এটা দ্বিতীয় বিয়ে। আপনিতো দেখছি বেশ আধুনিক মানুষ। যখন আপনাকে বলতাম আমার বিধবা শালীকে বিয়ে করেন তখন আপনার কত বাহানা। বস আমি সারাজীবন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেছি। এখন মিডল অর্ডারে কিভাবে খেলি? এখন কি বলবেন?

কি বলছেন বস?? এটা ওর দ্বিতীয় বিয়ে হতে যাবে কেন??

এই যে ভাবী আপনাকে ট্যাগ করে পোষ্ট দিয়েছে

দ্বিতীয়বারের মত হানিমুনে যাচ্ছি।

আর আমার শালীর বেলাতেই যত বাহানা। যান আপনার ছুটি কমিয়ে তিন দিন করলাম। এত খেলার দরকার নাই। মিডল অর্ডারে কম খেলতে হয়।

শ্রাবণীর পোষ্ট দেখে আমার পুরাই মাথা নষ্ট। আমি পুরা পাগল হয়ে ওকে ফোন করলাম

তুমি এর আগে কার সঙ্গে হানিমুনে গিয়েছো ??

কেন রাহাত ভাইয়ের সঙ্গে।

ছি শ্রাবণী ছি। তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে? রাহাত ভাইটা কে শ্রাবণী। তোমার প্রথম স্বামী?

আমার চোখ দিয়ে পানি পড়ছে।

কি উল্টা পাল্টা কথা বলছো। আমি কই ঠকালাম?

এই যে আগে একবার হানিমুন করেছো। এখন আমার সঙ্গে আবার।

আরে না। রাহাত ভাই হচ্ছে আমার কাজিন। উনি এবং ভাবী যখন হানিমুনে কক্সবাজার গিয়েছিলো আমাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলো। তাই লিখেছি দ্বিতীয়বার হানিমুনে যাচ্ছি।

শ্রাবণী আমার অবস্থা টাইট করে দিয়েছে।

সেদিন সে ফেসবুকে পোষ্ট দিয়েছে

আমার হাত পা ক্ষতবিক্ষত করে তোমার কি লাভ? ঠিক দেখো একদিন আমায় আর পাবে না।

আমি এই পোষ্ট দেখিনি। আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে।

কি অবস্থা। তুমি আসিফ না? শ্রাবণীর স্বামী।

আমি বুঝলাম শ্বশুর বাড়ির কেউ।

জি জি।

শুনো আমার নাম আণ্ডা মাসুম।

বাহ ভাইয়া সুন্দর নাম। আপনি কি পরীক্ষায় আণ্ডা পেতেন?

জামাই তুমি কি আমার সঙ্গে মশকরা করার চেষ্টা করতেছো? শুনো আমার নাম আণ্ডা মাসুম তার কারণ হচ্ছে একদিন দোকানে গিয়ে আমি বলছি আমাকে একটা আণ্ডা দেন। দোকানদার দিতে দেরী করেছে দেখে আমি তারটা কেটে দিয়েছি।

আমি জিভে কামড় দিয়ে বললাম

ভাইয়া এটা কি করছেন? লোকটাকে সারাজীবনের সুখ থেকে বঞ্চিত করলেন।

কি উল্টা পাল্টা কথা কইতেছো জামাই। আমাকে আণ্ডা দিতে দেরী করছে দেখে দোকানের কারেন্টের তার কেটে দিয়েছি। কিন্তু তুমি যে আমার বোনকে ক্ষতবিক্ষত করছো এর কোন ক্ষমা নাই। আমি আসতেছি তোমারটা কাটতে।

আমি বহুকষ্টে কনফারেন্সে শ্রাবণীকে নিয়ে বুঝাতে সক্ষম হলাম। শ্রাবণীকে ক্ষতবিক্ষত করছে তার আদরের বিড়াল। আমি না।

আরেকদিনও এমন অবস্থা।

আমি দেখি আমার অফিসে সেই খাওয়া দাওয়া। কাচ্চি বিরিয়ানি, রোষ্ট, শামী কাবাব, বোরহানি। আমি ফ্রি পেয়ে সেই উৎসাহ নিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমার কলিগগুলোও খুব ভালো। আমাকে ডাবল ডাবল রোষ্ট দিচ্ছে।

খান আসিফ ভাই খান।

আমিও তাদের প্রাণভরে দোয়া করলাম। তাদের দুই লাইনের গানও শুনালাম

তোরা ছিলি, তোরা আছিস
জানি তোরাই থাকবি।

কিছুক্ষণ পর পিয়ন আমার কাছে খাওয়া দাওয়ার বিল নিয়ে আসলে আমার চক্ষু চড়কগাছ।

কি ব্যাপার আমাকে বিল দাও কেন??

স্যার আপনার শুভ সংবাদ দেখেইতো খাওয়া দাওয়া।

মানে কি?

এই যে ভাবী পোষ্ট দিয়েছে

অবশেষে পুত্র সন্তান।

এতক্ষণ খেয়াল করিনি। দেখি আমার মোবাইলে বহু মিসকল। এরমধ্যেও আমার মায়ের মিসকলও আছে। দ্রুত উনাকে ফোন দিলাম।

তুই ছেলে হয়ে মায়ের কাছে গোপন করলি যে তুই বাপ হয়েছিস? এখন আর মাকে ভালো লাগে না।

যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি , এখন তোর সব হয়েছে পর হয়েছি আমি

মা তুমি বুঝতেছো না। তোমার বউ ফেসবুকে পোষ্ট দেয় সব অর্ধেক পুরা ঘটনা লিখে না। দাড়াও তাকে কনফারেন্সে আনতেছি। তার মুখ থেকেই শুনো।

শ্রাবণী বলছে

না মা। আসলে আমি জী বাংলায় যেই সিরিয়াল দেখি সেখানে নায়িকার পুত্র সন্তান হয়েছে। সেই খুশীতে আমি এই পোষ্ট দিয়েছি।

আমার মাথার চুল ধীরে ধীরে হাল্কা হচ্ছে। এই গল্প লিখতে লিখতে শ্রাবণী পোষ্ট দিয়েছে

কিছুই পারে না সে।

ট্যাগ করেছে আমাকে।

আমি ম্যাসেঞ্জারে দেখি আমার কয়েকজন বন্ধু, কয়েকজন আত্মীয় আমাকে ইনবক্সে কিছু হেকিমি দাওয়াখানার এড্রেস দিয়েছে। কয়েকজন আবার লিখেছে

লজ্জার কিছু নাই। সবাই সবকিছু পারে না। শাস্ত্রে আছে যত গর্জে তত বর্ষে না।।

আমি জিজ্ঞাসু দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকালাম

সে হেসে বলছে

তোমাকে কতবার বলেছি যে আমার জন্য অন্তত একদিন রান্না করো। তুমি কোন রান্নাই পারো না। কতজনের স্বামী তাদের বউয়ের জন্য রান্না করে।

আমি এদিকে বসে বসে মাথার চুল ছিঁড়ছি।

যারা ফেসবুকে অর্ধেক পোষ্ট দেন। দয়া করে পুরা দিয়েন।

আমরা যারা আপনাদের পোষ্ট পড়ি তারা এখন সবাই হাইপার টেনশনের রোগী।

#-বুঝে_না_সে_বুঝে_না
#-আমিনুলের_গল্প_সমগ্র

নিয়মিত গল্প পেতে আমার পেজটি ফলো করুন
কেমন লাগলো জানাবেন।
Cp post ...

25/09/2025

বিয়ের পর একটা বিশেষ চুক্তি করেছিলাম স্ত্রীর সঙ্গে — সে যতগুলো ইসলামিক বই পড়বে, প্রতি বইয়ের জন্য তাকে ৫০০ টাকা হাদিয়া দিবো।
শর্ত একটাই — ঘুমানোর আগে বইয়ের মূল কথা (তালখিস) আমাকে শুনাতে হবে।
শুরুতেই দেখলাম, মাত্র তিন মাসে স্ত্রী প্রায় ১১ হাজার টাকা নিয়ে নিলো। বইগুলো ছিলো সব তাঁর প্রিয়—ইমাম গাজ্জালী, ইবনে কাইয়্যিম, কিংবা সমসাময়িক ইসলামী সাহিত্য।
আমি তো চিন্তায় পড়ে গেলাম!
মাসিক বাজেটের তছনছ দশা!
এভাবে চললে টাকাপয়সা সামলানো কঠিন হয়ে যাবে। চুক্তি বাতিলও করতে পারি না— কারণ "মুমিনের ওয়াদা ওয়াজিব!"
তাই ডিলে কিছু পরিবর্তন আনলাম—একই লেখকের পাঁচটির বেশি বই টানা পড়া যাবে না। তাতেও মানিব্যাগ খুব একটা সুস্থ হলো না।
অবশেষে একদিন বললাম—
তোমার জন্য আজ ধামাকা অফার! একটি বই শেষ করতে পারলে পাবে একসাথে ৫০০০ টাকা! শুধু বইয়ের মূল বক্তব্যটা আমাকে জানাবে।
স্ত্রী সানন্দে রাজি হলো।
আমি হাতে ধরিয়ে দিলাম ইমাম গাজ্জালীর ‘ইহইয়াউ উলূমিদ্দীন’।
আজ চার মাস ষোলো দিন পার হলো...
স্ত্রী এখনও পড়ছে, আর আমি ভাবছি—জ্ঞানার্জনের এই প্রতিযোগিতা চলুক, এটাই হবে সংসারের সবচেয়ে বরকতময় সম্পদ।
লিখা: সংগ্রহীত।
পেজে ফলো দিয়ে সাথে থাকবেন।

Assalamu alaikum woarohmatullah....Good morning....
21/09/2025

Assalamu alaikum woarohmatullah....
Good morning....

20/09/2025

সব সমস্যার সমাধান ঘুম,
তাই চুপ চাপ ঘুমিয়ে পড়।
Good night

কে কে এক্টিভ আছো সাড়া দেও।
20/09/2025

কে কে এক্টিভ আছো সাড়া দেও।

Address

Pirozpur
Bagerhat Town
018861

Alerts

Be the first to know and let us send you an email when হাওয়ায় মন ভেসে যায়,,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাওয়ায় মন ভেসে যায়,,,:

Share