মরু প্রান্তর

মরু প্রান্তর মন ছুটে যায় বারে বারে মরুপ্রান্তরে.........

28/07/2025

# # # **সূরা ফালাকের সংক্ষিপ্ত পরিচিতি ও বিষয়বস্তু**

পবিত্র কুরআনের ১১৩ নম্বর সূরা হলো সূরা আল-ফালাক। মক্কায় অবতীর্ণ এই সূরাটির আয়াত সংখ্যা ৫। এই সূরাটি এবং এর পরবর্তী সূরা আন-নাসকে একত্রে "মু'আওবিযাতাইন" বলা হয়, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুটি সূরা। যেকোনো ধরনের বিপদ-আপদ, বিশেষ করে জাদু, শয়তানের আক্রমণ এবং অন্যান্য অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য এই সূরাটি পাঠ করা হয়।

**নাজিলের প্রেক্ষাপট:**

একটি প্রসিদ্ধ ঘটনা থেকে এই সূরা নাজিলের প্রেক্ষাপট জানা যায়। লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি মহানবী (সা.)-এর উপর জাদু করেছিল। এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনো কাজ করলে তা ভুলে যেতেন। তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তায়ালা এই সূরা নাজিল করেন। এই সূরার ১১টি আয়াত (সূরা ফালাক ও নাস মিলে) পাঠ করার সাথে সাথে জাদুর ১১টি গিঁট খুলে যায় এবং মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন।

**বিষয়বস্তু:**

সূরা ফালাকের মূল বিষয়বস্তু হলো সকল প্রকার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই সূরায় চারটি প্রধান অনিষ্টের কথা উল্লেখ করা হয়েছে:

১. **আল্লাহর সৃষ্ট সকল বস্তুর অনিষ্ট থেকে:** পৃথিবীতে ভালো-মন্দ উভয়ই আল্লাহর সৃষ্টি। মানুষসহ অন্যান্য সৃষ্টির মধ্যে যা কিছু ক্ষতিকর, তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে।

২. **রাতের অন্ধকারের অনিষ্ট থেকে:** রাতের অন্ধকারে অনেক অশুভ ও অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হয়। তাই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে বিশেষভাবে আশ্রয় চাওয়া হয়েছে।

৩. **জাদু ও জাদুকরদের অনিষ্ট থেকে:** যারা জাদু করে মানুষের ক্ষতিসাধন করে, তাদের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এটি নাজিলের প্রেক্ষাপটের সাথে সরাসরি সম্পর্কিত।

৪. **হিংসুকের অনিষ্ট থেকে:** হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি। হিংসুক ব্যক্তি অন্যের ভালো চায় না এবং ক্ষতি করার চেষ্টা করে। তাই হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে।

**তাৎপর্য ও ফজিলত:**

সূরা ফালাক মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া। এটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তায়ালা সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করেন। মহানবী (সা.) নিজে অসুস্থ হলে এবং ঘুমের আগে এই সূরাটি পাঠ করতেন। হাদিসে এই সূরাটিকে সর্বোত্তম আশ্রয় প্রার্থনার উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সূরাটি পাঠের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর একত্ববাদ ও তাঁর ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করে এবং সকল পরিস্থিতিতে একমাত্র তাঁরই সাহায্য কামনা করে। এটি মানুষকে সকল প্রকার ভয় ও অনিষ্ট থেকে মুক্তি দিয়ে মানসিক শান্তি ও নিরাপত্তা দান করে।.....................................................................................................
Footage-pexels.com
Nasheed-https://www.youtube.com/watch?v=b13xRvPLgj0.....................................................................................................

আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

#সূরা_ফালাক #১১৩ #তাফসির #কুরআন

14/07/2025

আমি যেভাবে কার্টুন বানাই-
খুব সহজে কার্টুনের কাজ শিখে যারা চোখ, মুখ, নাক ছাড়া কার্টুন বানাতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আর সে জন্যই সংক্ষেপে কয়েকটি ধাপ আলোচনা করছি।
১। blender.org থেকে সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে। এটি সম্পূর্ণ ফ্রি। কোনো ক্র্যাক করার ঝামেলা নেই।
২। ইউটিউব থেকে blender tutorial সার্চ করে ব্যাসিক ইন্টারফেস ও বাটনের কাজ জানতে হবে।
৩। ইউটিউব থেকে blender tutorial সার্চ করে ছোটো খাটো কম জটিল কিছু জিনিস বা মডেল তৈরি করা শিখতে হবে এবং হুবহু টিউটোরিয়াল অনুসরণ করে কয়েকটি বানাতে হবে। বেশি জটিল কিছু শেখার প্রয়োজন নেই। কোনো তৈরিকৃত মডেল এডিট করা, বড় ছোট করা, অবস্থান সরানো যায় এরকম শিখলেই চলবে।
৪। বস্তুতে ম্যাটেরিয়াল বা কালার বা টেক্সার দেওয়া শিখতে হবে।
৫। sketchfab.com থেকে ফ্রি creative common cc লাইসেন্স দেওয়া base model men সার্চ করে obj ফরম্যাটের চোখ, মুখ, নাক ছাড়া ক্যারেকটার বা বডি ডাউনলোড করে কিছুটা পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। আর চাইলে চোখ মুখ ওয়ালা ডাউনলোড করে মাথা সিলেক্ট করে রিমুভ করে সেখানে বৃত্ত মডেল বা sphere নিয়ে বসিয়ে দিয়েও কাজ করা যেতে পারে।
৬। ইউটিউব থেকে character rig with rigify সার্চ করে শিখে নিতে পারেন। এরপর ডাউনলোড করা ক্যারেকটার বা মানুষের প্রতিকৃতিতে rig এপ্লাই করে হাত পা মাথা নাড়াচাড়া করার ব্যবস্থা করতে পারেন।
৭। scene বা পরিবেশ বা ব্যাকগ্রাউন্ড সাজানো বা তৈরি করার জন্য sketchfab.com থেকে পুনরায় যা প্রয়োজন ইংরেজিতে সার্চ করে ফ্রি creative common cc লাইসেন্স দেওয়াগুলো glb অথবা gltf ফরমেটে ডাউনলোড করে নিয়ে blender-এ import করতে পারেন। এতে করে টেকচারিং যা আছে হুবহু দিয়ে দেওয়া যাবে।
৮। লাইটিং, এনভাইরনমেন্ট সেটআপ, ক্যামেরা সেটআপ; মুভ করা শিখতে হবে।
৯। এরপর ইউটিউব থেকে সার্চ করে blender-এ এনিমেশন করা শিখতে পারেন। keyframe-এর কাজ শিখতে পারেন।
১০। এরপর render-এর কাজ শিখতে হবে। রেন্ডারের বিভিন্ন সেটিংস, ফরম্যাট, কালার টিউটোরিয়াল থেকে একটু একটু করে শিখে নিতে হবে। একবারে সব শিখতে গেলে বিরক্ত ও কঠিন মনে হবে। রেন্ডারের ক্ষেত্রে image sequence jpg আকারে রেন্ডার করা ভালো হবে।

এরপর ভিডিও এডিটিংএর কাজ:
ভিডিও এডিটিং ব্লেন্ডারেও করা যায়, তবে তা স্বাভাবিক ভিডিও এডিটিং সফটওয়্যারের চেয়ে আমার কাছে কঠিন মনে হয়। আপনার যে সফটওয়্যারে সুবিধা হয় করতে পারেন। তবে ইমেজ সিকোয়েন্স ইমপোর্ট করার ফ্যাসিলিটি থাকতে হবে। এরপর সুবিধামতো সাউন্ড এড করতে পারেন।
কম্পিউটারের জন্য kdenlive সেরা এবং ফ্রি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা দিয়ে এডিটিং করে নিতে পারেন।

কার্টুন/গল্প তৈরির ধাপ-
১। প্রথমে আপনাকে গল্প তৈরি বা সংগ্রহ করতে হবে। এরপর গল্প অনুযায়ী চরিত্রের মডেল ব্লেন্ডারে সাজাতে হবে।
২। প্রত্যেক চরিত্রের জন্য সেই গল্পের ভয়েস যেভাবে পারেন রেকর্ড করতে হবে।
৩। এরপর ভিডিও এডিটিং সফটওয়্যারে অডিও ইমপোর্ট করে মনের মত সাজিয়ে যাবতীয় অডিও সেট সম্পন্ন করতে হবে। ফাইনাল হলে যেমন শোনা যাবে তেমন করে অডিও এডিট করতে হবে।
৪। ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন রাখতে হবে। ভিডিও এডিটিং সফটওয়্যারের অডিওর দৈর্ঘ্য অনুযায়ী blender সফটওয়্যারে গিয়ে অডিওর লেনথ বা দৈর্ঘ্য অনুযায়ী কী ফ্রেম সংখ্যা অনুযায়ী এনিমেশন এড করতে হবে। অথবা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশন যদি ভালো পাওয়ারফুল হয় যাতে ব্লেন্ডারে ভিডিও প্লে করে দেখা যাবে এরকম হয় তাহলে ব্লেন্ডারেই অডিও সেট করে সে অনুযায়ী এনিমেশন করতে পারেন।
৫। এরপর চূড়ান্ড ভিডিও সম্পন্ন করতে পারেন।

সবশেষে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আর তো হলো:
ইসলামী কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে নিজের ইলম, আমল, কুরআন পড়া-বোঝা থেকে দূরে সরে গেলে বুঝতে হবে আপনি নেক সুরতে ধোঁকায় পড়েছেন।
সুতরাং সাবধান।.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

09/07/2025

(১১৪) সূরা আন নাস

ভূমিকা
আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কুরআনের সর্বশেষ সূরা, অর্থাৎ ১১৪ নম্বর সূরা 'আন-নাস' এর সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো। 'নাস' শব্দের অর্থ হলো 'মানবজাতি'। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৬। সূরা ফালাকের মতো এই সূরাটিকেও 'মু'আওউইযাত' বা আশ্রয় প্রার্থনার সূরা বলা হয়। এই ছোট্ট সূরাটি আমাদের এক গভীর শিক্ষা দেয়—কীভাবে আমরা শয়তানের কুমন্ত্রণা এবং সব ধরনের গোপনীয় অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব।

সূরাটি শুরু হয়েছে আল্লাহর তিনটি গুরুত্বপূর্ণ পরিচয়ের মাধ্যমে। আল্লাহ আমাদের তাঁর কাছে আশ্রয় চাইতে বলছেন। প্রথম আয়াতে বলা হয়েছে:
"ক্বুল আ'ঊযু বিরাব্বিন্ নাস" - অর্থাৎ, "বলো, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের কাছে।"
এখানে আল্লাহকে 'রব' বা পালনকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। যিনি আমাদের সৃষ্টি করেছেন, লালন-পালন করেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন, তাঁর কাছেই আমরা প্রথম আশ্রয় চাই।

দ্বিতীয় আয়াতে বলা হয়েছে:
"মালিকিন্ নাস" - অর্থাৎ, "মানুষের মালিক বা বাদশাহর কাছে।"
'রব' হওয়ার পাশাপাশি তিনি 'মালিক' বা সর্বময় ক্ষমতার অধিকারী। পৃথিবীর কোনো রাজা বা শাসকের ক্ষমতা তাঁর ক্ষমতার ঊর্ধ্বে নয়। তাই তিনিই আমাদের প্রকৃত রক্ষাকর্তা।

তৃতীয় আয়াতে বলা হয়েছে:
"ইলাহিন্ নাস" - অর্থাৎ, "মানুষের ইলাহ বা উপাস্যের কাছে।"
তিনি কেবল আমাদের পালনকর্তা বা বাদশাহই নন, তিনিই একমাত্র উপাসনার যোগ্য সত্তা বা 'ইলাহ'। আশ্রয় প্রার্থনার মাধ্যমে আমরা তাঁর ইবাদত করি এবং তাঁর সার্বভৌমত্বকে মেনে নিই।
এই তিনটি গুণের মাধ্যমে আল্লাহ তাঁর পূর্ণাঙ্গ ক্ষমতা ও দয়ার কথা তুলে ধরেছেন, যাতে আমরা পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে তাঁর কাছে আশ্রয় চাইতে পারি।

এরপরের আয়াতগুলোতে বলা হয়েছে, আমরা কিসের থেকে আশ্রয় চাইব। চতুর্থ ও পঞ্চম আয়াতে বলা হয়েছে:
"মিন্ শাররিল ওয়াস্ওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াস্উইসু ফী ছুদূরিন্ নাস।"
অর্থাৎ, "তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।"

এখানে 'আল-ওয়াসওয়াসিল খান্নাস' বলতে শয়তানকে বোঝানো হয়েছে। শয়তানের কাজই হলো মানুষের মনে وسوسة বা কুমন্ত্রণা দেওয়া, সন্দেহ তৈরি করা এবং খারাপ কাজের দিকে প্ররোচিত করা। সে এই কাজ গোপনে করে এবং যখনই আল্লাহর নাম নেওয়া হয়, সে পালিয়ে যায় বা 'খান্নাস' (আত্মগোপনকারী) হয়ে যায়। এই কুমন্ত্রণা আমাদের অন্তরের গভীরে প্রবেশ করে, তাই এর বিরুদ্ধে লড়াই করা কঠিন।

শেষ আয়াতে এই কুমন্ত্রণার উৎস সম্পর্কে বলা হয়েছে:
"মিনাল জিন্নাতি ওয়ান্ নাস।" - অর্থাৎ, "জিন এবং মানুষ উভয়ের মধ্য থেকে।"
এর মানে হলো, কুমন্ত্রণা কেবল জিন শয়তানের পক্ষ থেকেই আসে না, বরং খারাপ মানুষ বা মন্দ সঙ্গীদের পক্ষ থেকেও আসতে পারে। অনেক সময় মানুষরূপী শয়তানও আমাদের ভুল পথে চালিত করার চেষ্টা করে। এই সূরাটি আমাদের সেই প্রকাশ্য ও গোপন উভয় শত্রুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখায়।

উপসংহার

সুতরাং, সূরা আন-নাস আমাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী দোয়া এবং রক্ষাকবচ। এটি আমাদের শেখায় যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে যখন মন; খারাপ চিন্তা, ভয়, সন্দেহ বা পাপের কুমন্ত্রণায় আক্রান্ত হয়, তখন আমাদের একমাত্র আশ্রয়স্থল হলেন মহান আল্লাহ। যিনি মানুষের রব, মালিক এবং ইলাহ, তিনিই পারেন আমাদের সকল প্রকার মানসিক ও আধ্যাত্মিক অনিষ্ট থেকে রক্ষা করতে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে এই সূরাটি পাঠ করার পরামর্শ দিয়েছেন।

আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার প্রকাশ্য ও গোপন অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।.....................................................................................................
Footage-pexels.com
Nasheed-https://www.youtube.com/watch?v=b13xRvPLgj0.....................................................................................................

আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

#সূরা_নাস #১১৪ #তাফসির #কুরআন

01/06/2025
28/12/2024

নেক সুরতে ধোঁকা | Nek Surote Dhoka | সাক্ষাৎকার-৪ | মরুপ্রান্তর #বাংলাকার্টুন
ইউটিউব লিঙ্ক-https://youtu.be/KUI9KdnVi1s

দ্বীনের নামে নেক সুরতে ভালো কাজে, অনেকে ভালো সাজে, কিন্তু কাজটা যে বাজে তা অনেকে জানেন না। দেখে আসা যাক এমন কিছু কর্ম, যা নেক সুরতে ধোঁকা।
.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন #নেক_সুরতে_ধোঁকা

29/09/2024

কুরআন সুন্নাহকে সব কিছুর উপরে স্থান দিলে আল্লাহ তার জন্য উত্তম প্রতিদান দেন।

মূল গল্প-https://web.facebook.com/photo/?fbid=560993110646935.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

28/09/2024

কর্মফল কখন নষ্ট হয়ে যায় #বাংলাকার্টুন

আমল করে প্রকাশ করে দিলে কর্মফল নষ্ট হয়ে যায়।
মূল গল্প-https://web.facebook.com/photo/?fbid=558484917564421
.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

22/09/2024

আশেপাশেই আছি, চট করে ঢুকে পড়ব #বাংলাকার্টুন
https://youtube.com/shorts/2AOAMMyELPU

মসজিদের আশেপাশে থেকেও সবার মসজিদে যাওয়ার সুযোগ নাও হতে পারে।.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

21/09/2024

জান্নাতের শর্টকাট রাস্তা | জান্নাতে যেতে মৃত্যু ছাড়া বাঁধা নেই যে আমলে #বাংলাকার্টুন

প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করার ফজিলত:
আবু উমামা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পশ্চাতে ’আয়াতুল কুরসী’ পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না।
হাদীস সম্ভার-১৪৬৩, নাসাঈ কুবরা ৯৯২৮, ত্বাবারানী ৭৫৩২, সহীহুল জামে ৬৪৬৪
http://www.hadithbd.com/hadith/link/?id=65211
.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

18/09/2024

https://youtube.com/shorts/jwWVLqKBPQY
যে সত্তর হাজার ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে

http://www.hadithbd.com/hadith/link/?id=31236
সহীহ বুখারি ৬৪৭২: ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাতের সত্তর হাজার লোক বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক, যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, শুভ অশুভ মানে না এবং তাদের প্রতিপালকের উপরই ভরসা রাখে। (আধুনিক প্রকাশনী- ৬০২২, ইসলামিক ফাউন্ডেশন- ৬০২৮)
.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

14/09/2024

আস্তিক বনাম নাস্তিক | আমি এটা তৈরি করিনি, নিজে নিজে তৈরি হয়ে গেছে #বাংলাকার্টুন

ইন্টারনেট বন্ধ পলকের সুরে আস্তিক এক নাস্তিকের নিটক প্রশ্ন:
"আমি এটা তৈরি করিনি, এটা নিজে নিজে তৈরি হয়ে গেছে।"
.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

, , , , , , , , , , , , #বাংলাকার্টুন #বাংলাকার্টুনভিডিও #বাংলাএনিমেটেডকার্টুন #এনিমেশন #বাংলাইসলামিককার্টুন

06/09/2024

নামাজের গুরুত্ব | গোলাপ ভাঁড় | Golap Var #সালাত #বাংলাকার্টুন #গোপালভাঁড়
https://youtu.be/tFls5_scMGg

Namaj niye cartoon
নামাজ নিয়ে কার্টুন

সার সংক্ষেপ:
রাজা মশাই নামাজে গাফিলতি করেন। গোলাপ ও আলিম সাহেব কৌশলে তাকে নামাজের গুরুত্ব বোঝালেন।

বুখারী (তাওহীদ), ১২৩৭নং হাদীসের অংশ:
"ওয়াহহাব ইবনু মুনাবিবহ (রহ.)-কে জিজ্ঞেস করা হল, ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন, অবশ্যই। তবে যে কোন চাবির দাঁত থাকে। তুমি দাঁত যুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য (জান্নাতের) দরজা খুলে দেয়া হবে। অন্যথায় তোমার জন্য খোলা হবে না।" .........

গল্প...........
1
রাতের বেলা রাজা স্বপ্নে দেখছে, একটা বিশাল গেটের সামনে দাড়িয়ে আছে।

গার্ড: চাবি কই?
রাজা:- এই নাও চাবি।
গার্ড: এটার তো দাঁত নেই এটা দিয়ে কাজ হবেনা। যাও দাঁত ওয়ালা চাবি নিয়ে এসো।
রাজা:- পিছনে সবখানে আগুন। ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি কিভাবে চাবি আনবো?
গার্ড: যাও ওকে ওই আগুনে চুবাও। হা হা হা।
রাজা:- আমাকে চেনো আমি রসূলপুরের রাজা।
গার্ড: আজ এখানে কোনো রাজা প্রজা মন্ত্রী পির মুরিদ ধনী গরীব সাদা কালো নেই। দাঁত ওয়ালা চাবি ছাড়া ঢুকতে দেওয়া হবেনা।

(আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে)
(ঘুম ভেংগে গেল)

রাজা: হায় হায় এ আমি কি দেখলাম। দাঁতওয়ালা চাবি ছাড়া আমাকে আগুনে যেতে হবে। এ স্বপ্নের কি মানে থাকতে পারে?

2
রাজা: ও গোলাপ, আজ আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। ......... (স্বপ্নের ভিডিও দ্রুত রিপ্লে)
তোমার বুদ্ধি খাটিয়ে এ স্বপ্নের ব্যাখ্যা দাও তো!
গোলাপ: এই মুহুর্তে তো বলতে পারছিনা ভেবে চিন্তে পরে দেবো ইনশা আল্লাহ।
রাজা: তোমার সে কৃষি ক্ষেতের কী অবস্থা? আমি পরিদর্শন করতে চাই।
গোলাপ: আপনার যখন ইচ্ছা হয়েছে তাহলে চলেন।

3
জমিতে গোলাপ আর রাজা। এরই মধ্যে আযানের আওয়াজ।

গোলাপ: মহারাজ, চলেন জামাতে নামাজ পড়ে আসি।
রাজা: নামাজের মত নামাজ জীবনে একবার পড়লেই হয়। তাছাড়া নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। তুমি গিয়ে নামাজ পড়ে আসো।
গোলাপ: মহারাজ, যদি কিছু মনে না করেন আমার একটা অনুরোধ আছে, আর তা হলো আজ রাতে পেট পুরে ভালো করে খেয়ে ঘুমাতে যাবেন এবং সকালে খালি পেটেই দরবারে আসবেন।
রাজা: কিন্তু খালি পেটে আসার ভিতর রহস্য কি?
গোলাপ: আপনার জন্য উপহার আছে।

4
রাতে ভালো করে খেয়ে শুয়ে পড়েছে রাজা।

5
(পরেরদিন সকালে সভায়)
রাজা: ও গোলাপ, এত বেলা হলো কিছু খাইনি। খালি পেটে সকালে আসতে বললে কেনো। কি উপহার দেবে?
গোলাপ: রাতে পেট পুরে ভালো করে খাওয়ার মত খেয়েছেন?
রাজা: ভালো করেই খেয়েছি। কিন্তু এখন তো খিদেতে পেট চোঁ চোঁ করছে।
গোলাপ: কেনো মহারাজ, খাওয়ার মত খাওয়া এক বার হলেই তো হয়।
রাজা: কি বলো, তিন বেলা না খেলে শরীর ঠিক থাকে?
গোলাপ: নামাজ ছাড়া যদি ঈমান ঠিক থাকে, খাবার ছাড়া শরীর কেনো ঠিক থাকবেনা?
রাজা: আলিম সাহেব গোলাপ কিসব বলছে? ইমানের সাথে নামাজের কি এতই সম্পর্ক?
আলিম: জি মহারাজ, নামাজ ছাড়া ঈমান ঠিক থাকেনা। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্যইতো নামাজ। যে নামাজ ত্যাগ করল সে কুফরি করল। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে কেউ কেউ বলবে তারা নামাজী ছিলনা। কোনো অবস্থাতে নবীজী সাঃ ও সাহাবীরা নামাজ ছাড়তেন না। কারণ, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবেনা।
রাজা: নামাজ তাহলে তো কোনোভাবেই ছাড়া যাবেনা। আর গোলাপ আমার উপহার কই?
গোলাপ: আলিম সাহেব! দাঁতওয়ালা চাবির হাদিস নম্বর যেন কত?
আলিম: সহিহ বুখারির হাদিস নম্বর ১২৩৭।
গোলাপ: মহারাজ আপনি স্বপ্নে যে দরজা দিয়ে ঢুকতে যাচ্ছিলেন সেটা জান্নাতের দরজা। আর বুখারি-১২৩৭ নং হাদিস অনুযায়ী, ঐ দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে ঐ চাবিটা আছে। অর্থাৎ কালিমাতে আপনার মৌখিক বিশ্বাস আছে। আর ঐ চাবির দাঁত হলো নামাজ, রোজা ও অন্যান্য আমল। যাতে আপনি গাফিলতি করেন। নিয়মিত ফরজ ও সুন্নাত আমল করলে ঐ দিন আপনি দরজাটি খুলতে পারবেন। আপনি তো ঐ দাঁতওয়ালা চাবিটাই চাচ্ছিলেন। আর এটাই আপনার জন্য উপহার।
রাজা: সুবহানাল্লাহ। কত সুন্দর উপহার। এর চেয়ে আর ভালো উপহার কিইবা হতে পারে! তাহলে আজ থেকে নামাজ ছাড়বোইনা ইনশা আল্লাহ। এই যে দর্শক, আপনাদের বলছি, কেউ নামাজ ছাড়বেন না কিন্তু। ঠিক আছে?
.....................................................................................................
আপনাদের মূল্যবান মতামত, অভিযোগ, পরামর্শ জানাতে পারেন[email protected]
বি:দ্র: এই চ্যানেলের সকল ভিডিও কনটেন্ট সবার জন্য উন্মুক্ত। দ্বীনের উদ্দেশ্যে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন, বিকৃত না করে যে কোনো স্থানে কপি, শেয়ার, আপলোড করতে পারবেন।

#গোলাপভাঁড় #গোপালভাঁড় #মহারাজ, #মন্ত্রী #বাংলাকার্টুন #হাস্যরস #অ্যানিমেশন #গল্প #শিক্ষা #সংস্কৃতি #ইতিহাস #সামাজিক #ইসলামি #কার্টুন

Send a message to learn more

Address

Village-Rajapur, Post Office-Mograhat, Thana And District-Bagerhat
Bagerhat Town
9300

Alerts

Be the first to know and let us send you an email when মরু প্রান্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category